উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ কিছু করবেন, আর সেটা নিয়ে খবর হবে না– এমনটা খুব কমই হয়। স্ত্রী স্টেলাকে নিয়ে তিনি এ সপ্তাহে কান চলচ্চিত্র উৎসবে হাজির হন। অ্যাসাঞ্জের পরনে ছিল হালকা জলপাই রঙের শার্ট। স্টেলার কাঁধে হাত রেখে তিনি যখন শার্টটি খুললেন, তখন বেরিয়ে এলো ভেতরের সাদা টি-শার্ট।

তাতে ছোট ছোট অক্ষরে কী যেন লেখা! ভালো করে তাকালে সেখানে প্রায় ৫ হাজার নাম লেখা দেখা যায়। এগুলো গাজায় ইসরায়েলের হামলায় নিহত শিশুদের নাম।বিশ্বশক্তিগুলোর উপেক্ষা-অবহেলায় অকালে শেষ হওয়া এসব নাম অ্যাসাঞ্জ কান উৎসবের মতো চলচ্চিত্রের ঐতিহ্যবাহী আসরে বুকে নিয়ে ঘুরছেন। 

গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে ৫৩ হাজারের বেশি মানুষের। আহত হয়েছেন ১ লাখ ২০ হাজারের বেশি। উপত্যকার অনেক শিশু এখন পঙ্গু। তাদের শৈশব নেই। যে বয়সে তাদের স্কুলে যাওয়ার কথা, সে বয়সে তারা খাবারের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছে। অযত্নে উশকোখুশকো চুল। তারা এখন ছিন্নমূল। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলের বোমায় গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। অ্যাসাঞ্জের টি-শার্টে সেখান থেকে ৪ হাজার ৯৮৬টি নাম রয়েছে।

ফ্রান্সের রিভেরায় মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উৎসবে খালি হাতে ছিলেন না স্টেলা অ্যাসাঞ্জও। তিনি ‘হত্যা বন্ধ করো’ লেখা স্টিকার হাতে নেন। দু’জনের ছবি রাতারাতি বিশ্বজুড়ে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে উইকিলিকসের অফিসিয়াল ওয়েবসাইটে ছবি ও খবরটি শেয়ার করা হয়। এ নিয়ে এক্স পোস্টে উইকিলিকস লিখেছে, জুলিয়ান অ্যাসাঞ্জ ‘ইসরায়েল থামো’ লেখা টি-শার্ট পরেছিলেন। স্টেলা আরও বড় বার্তা নিয়ে দাঁড়িয়েছিলেন– ‘হত্যা বন্ধ করো’। দুই বার্তা একটি দাবিকে তুলে ধরে– ‘সহিংসতা বন্ধ হোক’।

গত বছর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কান চলচ্চিত্র উৎসবে উপস্থিতিই অ্যাসাঞ্জের প্রথম জনসমক্ষে আসার ঘটনা। তাঁকে নিয়ে ডকুমেন্টারি তৈরি করেছেন মার্কিন পরিচালক ইউজিনি জেরেকি। ‘দ্য সিক্স বিলিয়ন ডলার ম্যান’ শীর্ষক ওই তথ্যচিত্রের প্রমোশনে অংশ নিতে গত মঙ্গলবার কানে গিয়েছিলেন অ্যাসাঞ্জ।

৫৩ বছর বয়সী অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেন। এর জেরে দেশটির রোষানলে পড়েন তিনি। এএফপির তথ্য অনুযায়ী, ব্রিটেন থেকে প্রত্যর্পণ এড়াতে পাঁচ বছর বন্দিদশায় কাটান অ্যাসাঞ্জ। আরও সাত বছর কেটেছে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে। সেখানে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন। মার্কিন সরকারের কোনো সামরিক গোপন নথি প্রকাশ করবে না উইকিলিকস– এমন শর্তে সমঝোতা হলে গত বছরের জুনে মুক্ত হন অ্যাসাঞ্জ। তবে মুক্ত আকাশের নিচে এলেও প্রকাশ্যে তাঁকে তেমন একটা দেখা যায়নি।

টেলিগ্রাফ ইন্ডিয়া জানায়, জুলিয়ান অ্যাসাঞ্জকে নিয়ে তৈরি করা ‘দ্য সিক্স বিলিয়ন ডলার ম্যান’ শীর্ষক তথ্যচিত্র সম্প্রতি গোল্ডেন গ্লোব পুরস্কার জেতে। এটি এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে। এতে উইকিলিকসের সাড়া জাগানো তথ্য ফাঁসের ঘটনা, অ্যাসাঞ্জের সাজা, কারাজীবনসহ নানা দিক রয়েছে। উইকিলিকস তাদের ওয়েবসাইটে জানায়, তথ্যচিত্রে যুদ্ধাপরাধ, নজরদারি, রাষ্ট্রীয় ক্ষমতা ও সত্য প্রকাশের ফলে মানবিক মূল্য দেওয়ার মতো বিষয় অন্তর্ভুক্ত।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চলচ চ ত র উৎসব ইসর য় ল

এছাড়াও পড়ুন:

যুক্তরাজ্যের উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন

আন্তর্জাতিক অঙ্গনে মেহজাবীন অভিনীত ‘সাবা’র যাত্রা শুরু হয় টরন্টো চলচ্চিত্র উৎসব দিয়ে। পরে সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গোথেনবার্গ চলচ্চিত্র উৎসব, ওসাকা, ডালাস চলচ্চিত্র উৎসবসহ একাধিক উৎসবে জায়গা করে নিয়েছেন। কিন্তু এবারের উৎসবটি মেহজাবীন চৌধুরীর জন্য আলাদা। কারণ, তিনি এবার অভিনেত্রী হিসেবে প্রতিযোগিতা করবেন।

`সাবা’ সিনেমার দৃশ্যে মেহজাবীন চৌধুরী

সম্পর্কিত নিবন্ধ

  • সিলেটে ব্রিটিশবিরোধী আন্দোলনে শহীদ দুই ভাইয়ের কাহিনি নিয়ে মালজোড়া গানের আসর
  • চুয়াডাঙ্গায় ২০০ কোটি টাকার আম বাণিজ্যের আশা
  • কান থেকে রাজীব বললেন, গায়ে কাঁটা দিচ্ছে
  • ১৫ মিনিটের অভাবনীয় করতালি, কান্না সামলাতে পারলেন না অভিনেত্রী
  • রেইনড্যান্সে মনোনয়ন পেল বাংলাদেশের দুই সিনেমা
  • লাল গালিচায় হাটলেন জাহ্নবী, সবাই দেখলেন শ্রীদেবীকে!
  • কানের লাল গালিচায় জাহ্নবীর সঙ্গেও ছিলেন শ্রীদেবী
  • এবার যুক্তরাজ্যের রেইনড্যান্স উৎসবে মেহজাবীনের ‘সাবা’
  • যুক্তরাজ্যের উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন