ফ্রান্সের কান শহরে ব্যাপক বিদ্যুৎ–বিভ্রাট দেখা দিয়েছে। এর প্রভাব কান চলচ্চিত্র উৎসবেও পড়েছে। আজ শনিবার উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিদ্যুৎ–বিভ্রাট দেখা দেয়।

বিদ্যুৎ–বিভ্রাটের কারণে কান শহরের ট্রাফিক বাতি নিভে যায়। এতে শহরটিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ সময় চলচ্চিত্র উৎসবের প্রধান কার্যালয়ে সাময়িকভাবে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিভ্রাটের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে পুলিশ সূত্র এএফপিকে জানিয়েছে, পার্শ্ববর্তী একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগায় এ বিভ্রাট দেখা দিয়েছিল। সম্ভবত নাশকতামূলক হামলা হয়েছিল সেখানে।

ফ্রান্সের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আরটিএই তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছে, কান শহর এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ–বিভ্রাটের প্রভাব পড়েছে। এর ফলে ১ লাখ ৬০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে।

আরটিএইর একজন মুখপাত্র জানান, নাশকতার তদন্ত করা হচ্ছে, তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র উৎসব

এছাড়াও পড়ুন:

কান থেকে রাজীব বললেন, গায়ে কাঁটা দিচ্ছে

৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী। কানে আজ সিনেমাটির প্রদর্শনী হবে। উৎসব থেকে জানালেন সিনেমার পরিচালক আদনান আল রাজীব। তিনি জানান, কানে স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো সব এক দিনেই প্রদর্শিত হয়। দুটি প্রদর্শনী হয় প্রতিটি সিনেমার।

গতকাল বৃহস্পতিবার রাজীব জানালেন, মূল প্রদর্শনীর আগে আলীর কারিগরি প্রদর্শনীতে তিনি ছিলেন। সেখানে মনোনয়ন পাওয়া সিনেমাগুলোর কালার, সাউন্ড—সব ঠিক আছে কি না, পরীক্ষা–নিরীক্ষা করা হয়। সিনেমাগুলো সম্পর্কে জানতে চাইলে রাজীব বলেন, ‘আমরা তো জানি কানে দারুণ সব সিনেমা মনোনয়ন পায়। এককথায় শক্তিশালী সব গল্প, নির্মাণ, উপস্থাপনার সব সিনেমা।’

‘আলী’ স্বল্পদৈর্ঘ্যের পোস্টার। ছবি: ফেসবুক

সম্পর্কিত নিবন্ধ

  • ২২ বছর পর ফিরেই স্বর্ণপাম জিতলেন নিষিদ্ধ সেই ইরানি পরিচালক
  • কানে পুরস্কার জিতল বাংলাদেশের ‘আলী’
  • চাহিদার মহাসমুদ্রে এক ফোঁটা জল
  • উৎসবে সাশ্রয়ী কেনাকাটায় ভরসা বিকাশ পেমেন্ট
  • ট্রফি নিয়ে উল্লাস মোহামেডানের
  • ‘জাহ্নবীকে প্রকাশ্যে অপমান করা হয়েছে’
  • সিলেটে ব্রিটিশবিরোধী আন্দোলনে শহীদ দুই ভাইয়ের কাহিনি নিয়ে মালজোড়া গানের আসর
  • চুয়াডাঙ্গায় ২০০ কোটি টাকার আম বাণিজ্যের আশা
  • কান থেকে রাজীব বললেন, গায়ে কাঁটা দিচ্ছে