Samakal:
2025-09-17@23:10:06 GMT

ত্যাগ ও আনন্দের অনন্য উপলক্ষ

Published: 5th, June 2025 GMT

ত্যাগ ও আনন্দের অনন্য উপলক্ষ

আগামী শনিবার দেশব্যাপী পালিত হইতে যাইতেছে মুসলমানদের   অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আনন্দের সহিত ত্যাগেরও    বার্তাবাহী এই উৎসব উপলক্ষে সমকাল পরিবারের পক্ষ হইতে গ্রাহক, পাঠক, সাংবাদিক, কর্মচারী, এজেন্ট, বিজ্ঞাপনদাতাসহ সকল শুভানুধ্যায়ীকে  আন্তরিক শুভেচ্ছা। 

স্রষ্টার প্রতি পূর্ণ ও শর্তহীন আনুগত্য প্রদর্শন করিয়া হজরত ইব্রাহিম (আ.

) নির্দ্বিধায় আপন পুত্র ইসমাঈলকে (আ.) কোরবানি দিতে উদ্যত হন। কিন্তু আল্লাহর নির্দেশে কোরবানি হয় তাহার পুত্রের পরিবর্তে একটি পশু। স্রষ্টার প্রতি আনুগত্যের স্মারক সেই মহান ঘটনাই ধর্মীয় বিধানরূপে সমগ্র বিশ্বের মুসলমান‍ অনুসরণ করিয়া থাকেন। যাহার অংশ হিসাবে প্রতি বৎসর ঈদুল আজহায় বাংলাদেশের মুসলিমরাও স্বীয় সাধ্য অনুযায়ী পশু কোরবানি দেন। এ কারণেই কোরবানিকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ অনেক মনীষী মনের পশু কোরবানির সহিত তুলনা করিয়াছেন। মনের পশু কোরবানির অর্থ সমস্ত হিংসা, দ্বেষ, অহম ত্যাগ; মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধনের জয়গান করা। আমাদের ন্যায় উন্নতিকামী একটা রাষ্ট্র ও সমাজে যাহার অপরিহার্যতা সম্পর্কে নূতন করিয়া বলিবার কিছু নাই। কোরবানির গোশতের একটা নির্ধারিত অংশ দরিদ্র ও অসহায় মুসলমানদের মাঝে বণ্টন করিবার যে বিধান, উহাও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে সকলের মাঝে নিজেকে বিলাইয়া দিবার মানসিকতাও গড়িয়া উঠে, যাহা বৃহত্তর সমাজে সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করে। ঈদের জামাতে শ্রেণি-গোত্র-বর্ণসহ সকল প্রকার আর্থিক-সামাজিক ব্যবধান ভুলিয়া সকলে এক কাতারে শামিল হইবার রীতি এ শিক্ষাই তুলিয়া ধরে।

এইবার ঈদুল আজহা এমন সময়ে পালিত হইতেছে, যখন গণঅভ্যুত্থানের ফসল হিসাবে দেশে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করিতেছে। রাজনীতির ময়দানেও নূতন বিন্যাসের আয়োজন লক্ষ্য করা যাইতেছে। বলিতে গেলে সম্পূর্ণ জাতিই গণতান্ত্রিক উত্তরণের জন্য উন্মুখ। আমরা মনে করি, এই পথপরিক্রমা শান্তিপূর্ণ ও টেকসই করিবার ক্ষেত্রে ঈদুল আজহার ত্যাগের শিক্ষা উল্লেখযোগ্য ভূমিকা রাখিতে পারে। সন্দেহ নাই, বৈশ্বিক টালমাটাল পরিস্থিতির সহিত দেশীয় বিবিধ কারণ যুক্ত হইয়া আমাদের জাতীয় অর্থনীতি বর্তমানে এক প্রকার চাপে রহিয়াছে। ডলার সংকট কাটিয়াও যেন কাটিতেছে না; মূল্যস্ফীতি দুই অঙ্কের নিম্নে নামিলেও সিংহভাগ মানুষের জন্য তাহা স্বস্তিকর নহে। বহু কলকারখানা বন্ধ হইবার কারণে অনেকে জীবিকা আহরণের উপায় হারাইয়াছে। অনেকের প্রকৃত আয় হ্রাস পাইয়াছে। উহার নেতিবাচক প্রভাব ঈদের বাজারেও পড়িয়াছে, বিশেষত পোশাকের দোকান ও কোরবানির হাটগুলি ক্রেতা-বিক্রেতার ভিড়ে অতীতের ন্যায় গমগম করিতেছে না। এতৎসত্ত্বেও সকল মুসলিম সাধ্য অনুযায়ী উৎসবে মাতিয়া উঠিবেন বলিয়া আমরা বিশ্বাস করি। সরকারের নানাবিধ উদ্যোগের কারণে বিগত ঈদুল ফিতরের ন্যায় ঈদুল আজহাতেও ঘরমুখী মানুষের চলাচল ভোগান্তিমুক্ত রহিয়াছে। আমাদের প্রত্যাশা, উৎসব শেষে মানুষের ফিরতি যাত্রাও অনুরূপ নিরাপদ ও স্বস্তিকর হইবে।

পবিত্র ঈদুল আজহায় বিপুলসংখ্যক পশু কোরবানির কারণে পশুর বর্জ্য পরিষ্কার বিষয়ে প্রতিবার যে ভজঘট অবস্থার সৃষ্টি হয়, এইবার তাহা দেখা যাইবে না বলিয়া আমরা বিশ্বাস করি। পশুচর্ম লইয়া এক শ্রেণির ব্যবসায়ী মুনাফা লুটিবার যে আয়োজনে মত্ত হয়; তাহার ফলে এই সকল পশুচর্মের প্রকৃত হকদার দরিদ্র মানুষ বঞ্চিত হইবার পাশাপাশি দেশের সম্ভাবনাময় চর্মশিল্পও দারুণ ক্ষতির শিকার হয়। এই দৃশ্যেরও পুনরাবৃত্তি আমরা দেখিতে চাহি না। মনে রাখিতে হইবে, পশুচর্মের আয় হইতে দেশের উল্লেখযোগ্য মাদ্রাসা ও ইয়াতিমখানা উপকৃত হইয়া থাকে।

ঈদের ছুটিতে হাসপাতাল, ফায়ার সার্ভিস, পুলিশসহ জরুরি সকল সেবা কার্যক্রম বিশেষ ব্যবস্থাধীনে হইলেও চালু থাকিতে হইবে। আমাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারাবাহিক নজরদারির মধ্যে সংশ্লিষ্ট পেশাজীবীগণের দায়িত্বশীল মনোভাব এই ক্ষেত্রে অতীতের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি রোধ করিবে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ঈদ ল আজহ ক রব ন র আম দ র

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
  • রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
  • কারও কোনো অপরাধ নাই
  • বিশ্বকর্মা পূজা: গাঙ্গেয় শিল্পের উৎসব
  • আজ থেকে বুসান উৎসব, নানাভাবে রয়েছে বাংলাদেশ
  • ‎সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব : ডিসি
  • ‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি
  • ঘুম থেকে অনন্ত ঘুমে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড
  • ২০০ বছরের ঐতিহ্য নিয়ে ভোলার বৈষা দধি
  • শেষ হলো সপ্তম যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৫