নতুন ঈদে বাঙালি চলচ্চিত্রপ্রেমীদের জন্য হাজির হচ্ছে নানা স্বাদের ছয়টি চলচ্চিত্র। ঈদ ঘিরে সিনেমা হলগুলোয় যেমন জমজমাট প্রস্তুতি, তেমনি দর্শকমনে বাড়ছে কৌতূহল ও প্রত্যাশা। যদিও শুরুতে একাধিক চলচ্চিত্র মুক্তির তালিকায় ছিল, সময় ঘনিয়ে আসতেই একে একে সরে দাঁড়িয়েছে বেশ কয়েকটি। শেষতক ঈদে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা, সেগুলো হলো-‘তাণ্ডব’, ‘নীলচক্র’, ‘উৎসব’, ‘ইনসাফ’, ‘টগর’ এবং ‘এশা মার্ডার : কর্মফল’।

এই ছয়টি সিনেমার মধ্যে আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সবচেয়ে আগে, অর্থাৎ চলতি বছরের ফেব্রুয়ারিতেই চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছিল। সেই সময় সিনেমাটি ‘ইউ’ সার্টিফিকেট লাভ করে, যার অর্থ-এটি সব বয়সের দর্শকের জন্য উপযোগী ও পরিবারসম্মত। ছবিটির দৈর্ঘ্য ১ ঘণ্টা ৫৩ মিনিট।

অন্যদিকে বাকি পাঁচটি সিনেমা ছাড়পত্র পেয়েছে সম্প্রতি-গতকাল ও আজ বুধবার। এর মধ্যে শরিফুল রাজ অভিনীত ‘ইনসাফ’ ছাড়া বাকি সব চলচ্চিত্রই পেয়েছে ‘ইউ’ সার্টিফিকেট। একমাত্র ‘ইনসাফ’-ই পেয়েছে ‘এ’ বা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সার্টিফিকেট, যার অর্থ এটি শুধু প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য উপযোগী। অ্যাকশনধর্মী এই সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৯ মিনিট। অন্যদিকে ‘ইউ’ সার্টিফিকেট পাওয়া অন্যান্য চলচ্চিত্রগুলো হলো—

তাণ্ডব : অ্যাকশন ও রোমান্টিক গল্পে সাজানো এই সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ৯ মিনিট।

উৎসব : পারিবারিক গল্প নিয়ে নির্মিত ছবিটি ১ ঘণ্টা ৫২ মিনিট।

এশা মার্ডার : কর্মফল : একটি রহস্য-রোমাঞ্চে ঘেরা মার্ডার মিস্ট্রি, দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৬ মিনিট।

টগর : রোমাঞ্চকর আবহে নির্মিত এই সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৩ মিনিট।

শেষ মুহূর্তে ঈদের তালিকায় যুক্ত হয়েছে আরেকটি চলচ্চিত্র। ‘তোমার আমার প্রেম কাহিনি’। ছবিটি পেয়েছে ‘ইউ’ সার্টিফিকেট, তবে এটি মুক্তি পাবে ঈদের পর।

সব মিলিয়ে ঈদে মুক্তিপ্রাপ্ত এই ছয়টি সিনেমা নানা স্বাদের গল্প নিয়ে হাজির হচ্ছে প্রেক্ষাগৃহে—কখনো রহস্যময়, কখনো রোমান্টিক, আবার কখনো আবেগঘন পারিবারিক বাঁকে। সিনেমাপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি রঙিন ও বৈচিত্র্যময় উৎসব।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঈদ র স ন ম চলচ চ ত র দ র জন য

এছাড়াও পড়ুন:

‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি

‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনসৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সকল ধর্মমত, সকল  সম্প্রদায় তারা একত্রিত হয়েছে।

সকলেই সার্বিক সহয়তা করছে যাতে করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব সুন্দর ভাবে পজলন করতে পারে। পূজাকে ঘিরে  একটি গোষ্ঠি চাইবে পূজা উৎসব নষ্ট করে দেয়ার জন্য। 

সে জন্য আমাদের তৎপরতা রয়েছে। আমাদের  গোয়েন্দা সংস্থা কাজ করছে। তার পাশাপাশি র‍্যাব, বিজিবি,  সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশবাহিহনী সবাই কাজ করছে যাতে করে সুন্দর ভাবে পূজা উৎসব শেষ করতে পারি।

‎‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)  শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাটে দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

‎দূর্গা পূজা বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যেকোনো অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর ভাবে প্রতিমা বিসর্জনের স্থান নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

‎‎জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে।

‎‎এসময় তিনি প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতার নির্দেশনা দেন।

‎‎তিনি বলেন, সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব।

‎‎এসময় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
  • কারও কোনো অপরাধ নাই
  • বিশ্বকর্মা পূজা: গাঙ্গেয় শিল্পের উৎসব
  • আজ থেকে বুসান উৎসব, নানাভাবে রয়েছে বাংলাদেশ
  • ‎সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব : ডিসি
  • ‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি
  • ঘুম থেকে অনন্ত ঘুমে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড
  • ২০০ বছরের ঐতিহ্য নিয়ে ভোলার বৈষা দধি
  • শেষ হলো সপ্তম যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৫