পাঁচ সিনেমা পেল ‘ইউ’ সার্টিফিকেট, একটি পেল অ্যাডাল্ট
Published: 4th, June 2025 GMT
নতুন ঈদে বাঙালি চলচ্চিত্রপ্রেমীদের জন্য হাজির হচ্ছে নানা স্বাদের ছয়টি চলচ্চিত্র। ঈদ ঘিরে সিনেমা হলগুলোয় যেমন জমজমাট প্রস্তুতি, তেমনি দর্শকমনে বাড়ছে কৌতূহল ও প্রত্যাশা। যদিও শুরুতে একাধিক চলচ্চিত্র মুক্তির তালিকায় ছিল, সময় ঘনিয়ে আসতেই একে একে সরে দাঁড়িয়েছে বেশ কয়েকটি। শেষতক ঈদে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা, সেগুলো হলো-‘তাণ্ডব’, ‘নীলচক্র’, ‘উৎসব’, ‘ইনসাফ’, ‘টগর’ এবং ‘এশা মার্ডার : কর্মফল’।
এই ছয়টি সিনেমার মধ্যে আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সবচেয়ে আগে, অর্থাৎ চলতি বছরের ফেব্রুয়ারিতেই চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছিল। সেই সময় সিনেমাটি ‘ইউ’ সার্টিফিকেট লাভ করে, যার অর্থ-এটি সব বয়সের দর্শকের জন্য উপযোগী ও পরিবারসম্মত। ছবিটির দৈর্ঘ্য ১ ঘণ্টা ৫৩ মিনিট।
অন্যদিকে বাকি পাঁচটি সিনেমা ছাড়পত্র পেয়েছে সম্প্রতি-গতকাল ও আজ বুধবার। এর মধ্যে শরিফুল রাজ অভিনীত ‘ইনসাফ’ ছাড়া বাকি সব চলচ্চিত্রই পেয়েছে ‘ইউ’ সার্টিফিকেট। একমাত্র ‘ইনসাফ’-ই পেয়েছে ‘এ’ বা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সার্টিফিকেট, যার অর্থ এটি শুধু প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য উপযোগী। অ্যাকশনধর্মী এই সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৯ মিনিট। অন্যদিকে ‘ইউ’ সার্টিফিকেট পাওয়া অন্যান্য চলচ্চিত্রগুলো হলো—
তাণ্ডব : অ্যাকশন ও রোমান্টিক গল্পে সাজানো এই সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ৯ মিনিট।
উৎসব : পারিবারিক গল্প নিয়ে নির্মিত ছবিটি ১ ঘণ্টা ৫২ মিনিট।
এশা মার্ডার : কর্মফল : একটি রহস্য-রোমাঞ্চে ঘেরা মার্ডার মিস্ট্রি, দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৬ মিনিট।
টগর : রোমাঞ্চকর আবহে নির্মিত এই সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৩ মিনিট।
শেষ মুহূর্তে ঈদের তালিকায় যুক্ত হয়েছে আরেকটি চলচ্চিত্র। ‘তোমার আমার প্রেম কাহিনি’। ছবিটি পেয়েছে ‘ইউ’ সার্টিফিকেট, তবে এটি মুক্তি পাবে ঈদের পর।
সব মিলিয়ে ঈদে মুক্তিপ্রাপ্ত এই ছয়টি সিনেমা নানা স্বাদের গল্প নিয়ে হাজির হচ্ছে প্রেক্ষাগৃহে—কখনো রহস্যময়, কখনো রোমান্টিক, আবার কখনো আবেগঘন পারিবারিক বাঁকে। সিনেমাপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি রঙিন ও বৈচিত্র্যময় উৎসব।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ঈদ র স ন ম চলচ চ ত র দ র জন য
এছাড়াও পড়ুন:
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ১৬০ দিন পর শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা, উৎসবের আমেজ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দীর্ঘ ১৬০ দিন পর একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছেন। সকাল থেকেই ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ।
সকালে কুয়েট ক্যাম্পাসে দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস। ছাতা মাথায় দল বেঁধে ছুটছেন ক্লাসরুমের দিকে। কখনো এক ছাতার নিচে দু-তিনজন। কারও সঙ্গে অভিভাবকও এসেছেন। সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের দুটি শিক্ষাবর্ষের প্রায় দুই হাজার শিক্ষার্থী ক্লাসে যোগ দেন। নতুন উপাচার্য অধ্যাপক মাকসুদ হেলালী বিভিন্ন বিভাগ ঘুরে শ্রেণি কর্মসূচি পর্যবেক্ষণ করেন।
ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী দীপ্ত বলেন, ‘আমাদের প্রায় এক সেমিস্টার নষ্ট হয়ে গেছে। এই সময়টা খুব অস্বস্তিতে কেটেছে। ক্ষতি যা হওয়ার হয়েছে, তবে এখন আবার ক্লাস শুরু হওয়াটা ইতিবাচক দিক। আমরা আশাবাদী।’ একই ব্যাচের শিক্ষার্থী আম্মান বলেন, ‘অনেক দিন জীবনটা থেমে ছিল। আজকের দিনটা বিশেষ মনে হচ্ছে। ঠিক যেন স্কুলজীবনের প্রথম দিনের মতো। সব হতাশা কাটিয়ে আমরা অনেকটা নতুন করে শুরু করছি।’
হুমায়ুন কবির নামের এক অভিভাবক বলেন, ‘আমার ছেলে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ে। পাঁচ মাস ধরে ক্লাস বন্ধ থাকায় ও মানসিকভাবে খুব চাপের মধ্যে ছিল। একসময় অসুস্থও হয়ে পড়ে। কুয়েটে এমন পরিস্থিতি আগে দেখিনি। কর্তৃপক্ষ দায়িত্ব ঠিকভাবে পালন করলে হয়তো আগেই খুলে যেত। তারপরও এখন অন্তত খুলেছে, এটা বড় স্বস্তি।’
কুয়েটের ছাত্র পরিচালক আবদুল্লাহ ইলিয়াস আক্তার বলেন, আজ থেকে কুয়েটে ক্লাস শুরু হয়েছে। তবে এখনো সব শিক্ষার্থী আসেননি। যাঁদের কেবল ক্লাস রয়েছে, তাঁরা অংশ নিচ্ছেন। যাঁদের পরীক্ষা ছিল, তাঁরা প্রস্তুতির জন্য কিছুটা সময় চেয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে ১৪ আগস্ট, ক্লাস শুরু ১৭ আগস্ট।
গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। ওই রাতেই তৎকালীন উপাচার্য ও কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও সহ-উপাচার্য অধ্যাপক শরিফুল আলমকে অব্যাহতি দেয়। ১ মে চুয়েটের অধ্যাপক হজরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার দাবিতে ৪ মে থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। এরপর কোনো শিক্ষকই ক্লাসে ফেরেননি। শিক্ষক সমিতির বিরোধিতার মুখে হজরত আলী দায়িত্ব পালন করতে না পেরে ২২ মে পদত্যাগ করেন।
এরপর ১০ জুন নতুন উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি দেয় সরকার। সেই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাকসুদ হেলালী। পরদিন শুক্রবার তিনি খুলনায় এসে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পরপরই শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় গতকাল শিক্ষক সমিতির সাধারণ সভায় আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গতকাল সোমবার ক্লাস শুরুর নোটিশ জারি করা হয়।