জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টগর’ দেখে নিজের মতামত ব্যক্ত করেছেন। সিনেমা দেখে তার ভালোলাগা, প্রত্যাশা, অপ্রাপ্তি এবং আপত্তির  কথাও জানিয়েছেন তিনি।

মোস্তাফিজুর রহমান মানিক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘আমরা অনেকে মিলে টগর দেখলাম আজ। টগর সম্ভাবনাময় পরিচালক অলক হাসানের এর মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি। আমি বুঝি, যে কোনো পরিচালকের প্রথম ছবি, প্রথম সন্তানের মতো। আমি বুঝি, এই সময় টা কতটা উত্তেজনা, কতটা ভীতি, এবং কতটা আনন্দ কাজ করে পরিচালকের মানস পটে। এর সব কিছুই আমি আলোক হাসান এর চোখেমুখে দেখেছি। আমি তাকে আশ্বস্ত করতে চাই, প্রথম ছবিতে সে ভালো ভাবে উতরিয়ে গিয়েছে। খুব সুন্দর একটি জমজমাট বাণিজ্যিক ছবি উপহার দেওয়ার প্রচেষ্টা ছিলো তার ভেতর। এই প্রচেষ্টা তাকে অনেক দূর নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।’’

টগর সিনেমার কেন্দ্রীয় চরিত্র আদর আজাদ সম্পর্কে মানিক বলেন, ‘‘সিনেমা পাগল মানুষ। সিনেমা নিয়ে পাগলামি টা সে ধরে রেখেছে।সম্পূর্ণভাবে টগর হয়ে উঠার সবরকম চেষ্টা ছিলো তার ভেতর। আমি বলবো এই চেষ্টায় সে অনেকটাই সফল।’’

আরো পড়ুন:

বাবা হ‌তে যাওয়ার খবর জানা‌লেন আরবাজ

রাজকে নিয়ে যা জানালেন শুভশ্রী

পূজা চেরীকে এই পরিচালক বলেছেন সুঅভিনেত্রী। সিনেমায় পূজার চরিত্রটি খুব উপভোগ করেছেন তিনি। 

মানিক রোজী সিদ্দিকীর চরিত্রকে বললেন, গর্জিয়াস। মানিকের ভাষায়, ‘‘চরিত্রটা খুবি আনপ্রেডিক্টেবল ছিলো। তিনি অত্যন্ত গর্জিয়াস এবং প্রাণবন্তভাবে চরিত্রটি ফুটিয়ে তুলেছেন। এছাড়া অন্যরাও চরিত্রানুযায়ী ভালো করেছেন।’’ 

সিনেমার কালার কারেকশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক ,কোরিওগ্রাফি, অ্যাকশ্যান ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন এই পরিচালক। তবে তার মতে, সিনেমাটোগ্রাফি, এডিটিং আরো ভালো হতে পারতো। সিনেমাতে অতিরিক্ত গালিগালাজ এর বিষয়ে আপত্তিও তুলেছেন তিনি। 

আর একটি জিনিস খুব মিস করেছন মানিক। তার ভাষ্য, ‘‘খুব চাচ্ছিলাম আদর- পূজার একটি রোমান্টিক গান হোক। এটা মিসিং ছিলো। যাই হোক আমি টগর টিমকে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি।’’

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন চর ত র প রথম

এছাড়াও পড়ুন:

প্রদর্শনী, কুইজ, সুডোকুতে জমজমাট বিজ্ঞান উৎসব

তৃতীয়বারের মতো আয়োজিত বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের জাতীয় পর্বে চলছে শিক্ষার্থীদের বিজ্ঞান প্রজেক্টের প্রদর্শনী।

এ ছাড়া কুইজ, রুবিকস কিউব ও সুডোকু প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তারা। এর ফাঁকে ফাঁকে রয়েছে বিশেষজ্ঞদের থেকে বিজ্ঞানবিষয়ক বক্তব্য শোনা।

আজ শুক্রবার সকালে রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে এ উৎসব চলবে বিকেল পর্যন্ত।

আয়োজনে বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, কিশোর তরুণদের বিজ্ঞান, এআইয়ের মতো বিজ্ঞানের নতুন বিষয়গুলোর প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। চিন্তাশক্তির বিকাশ ঘটানোই এই উৎসবের উদ্দেশ্য।

বিকাশ লিমিটেডের ইভিপি অ্যান্ড হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রধান হুমায়ুন কবির বলেন, এ দেশের মানুষের মেধা আছে, বুদ্ধি আছে যা কাজে লাগাতে হবে। পৃথিবী অনেক এগিয়ে গেছে। এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, বিজ্ঞানমনস্ক হওয়া বেশি জরুরি। এ দেশে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ব্যয় হয় বিদেশি পরামর্শকদের পেছনে। তাই এ দেশের মেধাকে এ জায়গা ধরতে হবে। চিন্তা করতে হবে, সমস্যা সমাধান করতে হবে, প্রোগ্রামিং করতে হবে।

কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, বিজ্ঞান জানতে হবে, বিজ্ঞানমনস্ক হতে হবে। ভালো ছাত্র হতে হলে প্রচুর পড়তে হবে, নানা সামাজিক কাজে যুক্ত থাকতে হবে। ভালো মানুষ হতে হবে।

‘রোবটরা কি পৃথিবী দখল করে নেবে’—এ বিষয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক লাফিফা জামাল। তিনি বলেন, ‘রোবট কি মানুষের জায়গা দখল করে নেবে? রোবট কিন্তু তার অনুকূল পরিবেশ না পেলে সে কিছু করতে পারে না; কিন্তু মানুষ তা পারে। নিজের বুদ্ধিকে শাণ দিতে হবে।’

আয়োজনে ‘জিন এবং ডিএনএ’—যে ভাষায় লেখা আমাদের গল্প’ নিয়ে কথা বলবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক আদনান মান্নান। এ ছাড়া কার্টুন ও কমিকস নিয়ে কার্টুনিস্ট নাসরিন সুলতানা ‘কালিতুলিতে গল্পবিজ্ঞান’ নিয়ে কথা বলেন। গান পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ অন্তু।

জাতীয় বিজ্ঞান উৎসবে ৭০টির বেশি স্কুলের আঞ্চলিক পর্বের বিজয়ী ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিয়েছে প্রজেক্ট প্রদর্শনী ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায়। প্রজেক্ট প্রদর্শনীতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা একটি ক্যাটাগরিতে অংশ নিচ্ছে। আর কুইজের নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে রয়েছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এবং মাধ্যমিক ক্যাটাগরিতে নবম থেকে দশম শ্রেণি ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে আয়োজনের সূচনা করেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা, বিকাশ লিমিটেডের ইভিপি অ্যান্ড হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট হুমায়ূন কবির, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম।

এ পর্বের বিজয়ীদের জন্য থাকছে ল্যাপটপ, ট্যাব, বই, বিজ্ঞান বাক্স, ট্রফি, মেডেল, সার্টিফিকেটসহ অনেক পুরস্কার। এ ছাড়া দিনব্যাপী থাকবে রোবট শো, সায়েন্স আনপ্লাগড (বিজ্ঞান বক্তৃতা), বিজ্ঞান ম্যাজিক, প্রশ্নোত্তর পর্ব, গান, তারকাকথনসহ অনেক আয়োজন।

বিজ্ঞান উৎসবের যেকোনো খবর জানতে চোখ রাখুন bigganchinta.com-এ, বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ও বিজ্ঞানচিন্তার ফেসবুক পেজ ও গ্রুপে এবং প্রথম আলো ও বিজ্ঞানচিন্তার প্রিন্ট সংস্করণে।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রদর্শনী, কুইজ, সুডোকুতে জমজমাট বিজ্ঞান উৎসব