ব্রাজিলে আলোকাড়া রিবেইরোয় চোখ আর্সেনাল-নাপোলির
Published: 14th, June 2025 GMT
নিষ্ঠুর সময় পার করেছেন ব্রাজিলের ২৫ বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার অ্যালেক্সসান্দ্রো রিবেইরো। শৈশবে বোতল কুড়িয়ে পেট চালাতে হয়েছে তাকে। ফ্লামেঙ্গো একাডেমিতে ভিনিসিয়াস জুনিয়রের বন্ধু ছিলেন তিনি। যদিও ব্রাজিলের কোন ক্লাব পরবর্তীতে তাকে দলে নিতে রাজি হয়নি। প্রায় দেড় বছর ক্লাবহীন থাকার পর পর্তুগালের তৃতীয় বিভাগের দলে যোগ দেন। সেখান থেকে দ্বিতীয় বিভাগ হয়ে ফ্রান্সের ক্লাব লিলিতে আসেন তিনি।
এরপর জহুরি কার্লো আনচেলত্তির নজরে পড়ে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয়েছে রিবেইরোর। সেখানে নির্ভার ও দাপুটে পারফরম্যান্স দিয়েছেন দীর্ঘদেহি এই ডিফেন্ডার। এতেই তার ওপর চোখ পড়েছে ইউরোপের শীর্ষ পর্যায়ের কিছু ক্লাবের।
সংবাদ মাধ্যম মেট্রো ইউকে দাবি করেছে, প্রিমিয়ার লিগের জায়ান্ট আর্সেনাল রিবেইরোর বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে। প্যারাগুয়ে ম্যাচে তাকে দেখার জন্য স্কাউট পাঠিয়েছিল গানাররা। ওই ম্যাচে নিঁখুত পারফরম্যান্স দিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
ভক্তরা ব্রাজিল জাতীয় দলে এখন গ্যাব্রিয়েল মাঘালহায়েস ও রিবেইরো জুটি দেখতে চান। আর্সেনালও একই চিন্তা করছে। মাঘালহায়েসের সঙ্গে রিবেইরোর জুটি গড়তে লিলির সঙ্গে যোগাযোগও করছে ক্লাবটি। যদিও রিবেইরোকে নিয়ে কিছুটা ভিন্ন পরিকল্পনা আর্সেনালের। মাঘালহায়েস ও উইলিয়াম সালিবার বিকল্প ডিফেন্ডার হিসেবে তাকে দলে রাখতে চান মিকেল আর্তেতা। সালিবা আগামী মৌসুমে আর্সেনাল ছাড়তে পারেন। তখন রিবেইরো হবেন দলটির মেইন ডিফেন্ডার।
আর্সেনাল ছাড়া সদ্য শেষ হওয়া মৌসুমে ইতালির লিগ শিরোপা জয়ী দল নাপোলি রিবেইরোর ওপর নজর রাখছে। দলটির কোচ অ্যান্তোনি কন্তে আগামী মৌসুমে লিগ শিরোপা ধরে রাখার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে ভালো করার প্রজেক্ট হাতে নিয়েছেন। এরই মধ্যে ডি ব্রুইনি নাপোলিতে যোগ দিয়েছেন। এখন রিবেইরোর মতো একজন ডিফেন্ডার চায় দলটি।
রিবেইরোর দামও তুলনামূলক কম। তাকে ২০২২ সালে মাত্র ২ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল লিলি। বর্তমান তার বাজারদর ১৮ মিলিয়ন ইউরোর কাছাকাছি। যদিও ওই দামে লিলি এখন তাকে ছাড়বে কিনা তা বলা কঠিন। দলবদল প্রসঙ্গে রিবেইরো সম্প্রতি বলেছেন, ওই সিদ্ধান্ত তিনি নন নেবেন তার বর্তমান ক্লাব লিলির সভাপতি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল দলবদল আর স ন ল আর স ন ল
এছাড়াও পড়ুন:
ব্যর্থতার বৃত্তে নারী ফুটবল দল, ফিফা র্যাঙ্কিংয়ে অবনমন
মাস দুয়েক আগেও ফিফা র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ লাফ দিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু সাম্প্রতিক আন্তর্জাতিক মঞ্চে টানা ব্যর্থতার কারণে সেই অর্জন ফিকে হয়ে গেল। টানা চারটি আন্তর্জাতিক ম্যাচে হারের ধাক্কায় ফিফা র্যাঙ্কিংয়ে আট ধাপ নিচে নেমে গেল আফঈদা-ঋতুপর্ণাদের দল।
এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপসেরা হয়ে মূল পর্বে ওঠার পর আগস্ট মাসে বাংলাদেশ ১০৪তম স্থানে উঠে এসেছিল, যা ছিল দলের ইতিহাসে অন্যতম সেরা অবস্থান। সেই সময় তাদের র্যাঙ্কিং পয়েন্ট ছিল ১১৮০।
আরো পড়ুন:
আসিফের মন্তব্যে বাফুফের কাছে বিসিবি সভাপতির দুঃখ প্রকাশ
ফ্লাইট মিস করার পর ঢাকায় পা রাখলেন হামজা
এশিয়ান কাপ বাছাই পর্বের সাফল্যের পর বাংলাদেশ দলের পারফরম্যান্সে দেখা দিয়েছে ধারাবাহিক অবনতি। সাম্প্রতিক সময়ে খেলা চারটি ম্যাচের ফলই ছিল নেতিবাচক, যা র্যাঙ্কিংয়ে সরাসরি প্রভাব ফেলেছে।
অক্টোবর (ব্যাংকক): থাইল্যান্ডের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে যথাক্রমে ৩-০ এবং ৫-১ গোলে পরাজিত হয়।
নভেম্বর-ডিসেম্বর (ঢাকা): ঘরের মাঠে অনুষ্ঠিত তিন জাতি সিরিজে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে এবং আজারবাইজানের কাছে ২-১ গোলে হেরে যায়।
টানা চারটি পরাজয়ের ফলে বাংলাদেশ এখন ১০৪ নম্বর থেকে নেমে এসেছে ১১২ নম্বরে। তাদের বর্তমান র্যাঙ্কিং পয়েন্টও ১১৮০ থেকে কমে দাঁড়িয়েছে ১১৬৮।
যে দলগুলোর কাছে বাংলাদেশ হেরেছে, তাদের র্যাঙ্কিং প্রায় অপরিবর্তিত বা উন্নতি হয়েছে। থাইল্যান্ড (৫৩) এবং আজারবাইজান (৭৪) তাদের পূর্বের অবস্থানেই আছে। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া মালয়েশিয়া এক ধাপ উন্নতি করে এখন ৯১ নম্বরে অবস্থান করছে।
বাংলাদেশ নারী দলের এই র্যাঙ্কিং পতন স্পষ্টতই সাম্প্রতিক দুর্বল পারফরম্যান্সের ফল। কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের এখন এই পিছিয়ে পড়া কাটিয়ে ওঠার জন্য নতুন পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।
ঢাকা/আমিনুল