নিষ্ঠুর সময় পার করেছেন ব্রাজিলের ২৫ বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার অ্যালেক্সসান্দ্রো রিবেইরো। শৈশবে বোতল কুড়িয়ে পেট চালাতে হয়েছে তাকে। ফ্লামেঙ্গো একাডেমিতে ভিনিসিয়াস জুনিয়রের বন্ধু ছিলেন তিনি। যদিও ব্রাজিলের কোন ক্লাব পরবর্তীতে তাকে দলে নিতে রাজি হয়নি। প্রায় দেড় বছর ক্লাবহীন থাকার পর পর্তুগালের তৃতীয় বিভাগের দলে যোগ দেন। সেখান থেকে দ্বিতীয় বিভাগ হয়ে ফ্রান্সের ক্লাব লিলিতে আসেন তিনি।

এরপর জহুরি কার্লো আনচেলত্তির নজরে পড়ে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয়েছে রিবেইরোর। সেখানে নির্ভার ও দাপুটে পারফরম্যান্স দিয়েছেন দীর্ঘদেহি এই ডিফেন্ডার। এতেই তার ওপর চোখ পড়েছে ইউরোপের শীর্ষ পর্যায়ের কিছু ক্লাবের।

সংবাদ মাধ্যম মেট্রো ইউকে দাবি করেছে, প্রিমিয়ার লিগের জায়ান্ট আর্সেনাল রিবেইরোর বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে। প্যারাগুয়ে ম্যাচে তাকে দেখার জন্য স্কাউট পাঠিয়েছিল গানাররা। ওই ম্যাচে নিঁখুত পারফরম্যান্স দিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

ভক্তরা ব্রাজিল জাতীয় দলে এখন গ্যাব্রিয়েল মাঘালহায়েস ও রিবেইরো জুটি দেখতে চান। আর্সেনালও একই চিন্তা করছে। মাঘালহায়েসের সঙ্গে রিবেইরোর জুটি গড়তে লিলির সঙ্গে যোগাযোগও করছে ক্লাবটি। যদিও রিবেইরোকে নিয়ে কিছুটা ভিন্ন পরিকল্পনা আর্সেনালের। মাঘালহায়েস ও উইলিয়াম সালিবার বিকল্প ডিফেন্ডার হিসেবে তাকে দলে রাখতে চান মিকেল আর্তেতা। সালিবা আগামী মৌসুমে আর্সেনাল ছাড়তে পারেন। তখন রিবেইরো হবেন দলটির মেইন ডিফেন্ডার।

আর্সেনাল ছাড়া সদ্য শেষ হওয়া মৌসুমে ইতালির লিগ শিরোপা জয়ী দল নাপোলি রিবেইরোর ওপর নজর রাখছে। দলটির কোচ অ্যান্তোনি কন্তে আগামী মৌসুমে লিগ শিরোপা ধরে রাখার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে ভালো করার প্রজেক্ট হাতে নিয়েছেন। এরই মধ্যে ডি ব্রুইনি নাপোলিতে যোগ দিয়েছেন। এখন রিবেইরোর মতো একজন ডিফেন্ডার চায় দলটি।

রিবেইরোর দামও তুলনামূলক কম। তাকে ২০২২ সালে মাত্র ২ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল লিলি। বর্তমান তার বাজারদর ১৮ মিলিয়ন ইউরোর কাছাকাছি। যদিও ওই দামে লিলি এখন তাকে ছাড়বে কিনা তা বলা কঠিন। দলবদল প্রসঙ্গে রিবেইরো সম্প্রতি বলেছেন, ওই সিদ্ধান্ত তিনি নন নেবেন তার বর্তমান ক্লাব লিলির সভাপতি।    

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল দলবদল আর স ন ল আর স ন ল

এছাড়াও পড়ুন:

ধোনি কেন আইপিএল ছাড়তে পারছেন না: পেছনে হাজার কোটি টাকার খেলা

বয়স ৪৪, শরীরও আর আগের মতো চলছে না। তবু মহেন্দ্র সিং ধোনি আইপিএল ছাড়েননি। সর্বশেষ মৌসুমে খেলেছেন, শোনা যাচ্ছে, পরের মৌসুমেও খেলবেন। অথচ তাঁর মাঠের পারফরম্যান্স বলছে, সময় ফুরিয়েছে। তবু তিনি খেলে যাচ্ছেন কেন? ক্রিকেট ছাড়তে পারছেন না তাই? নাকি খ্যাতির মোহ? সত্যিটা এসবের চেয়েও বড়—ধোনি এখন শুধুই একজন ক্রিকেটার নন, তিনি একটি বিশাল অর্থনৈতিক ইকোসিস্টেমের মূল স্তম্ভ, যাঁর বিদায় মানে অনেক কিছুর ধস।

চলুন দেখা যাক, কীভাবে ধোনির একটুখানি মাঠে থাকা বদলে দেয় বিশাল অঙ্কের হিসাব।২৩ কোটি ৫০ লাখ ডলারের ব্র্যান্ড ভ্যালু

২০২৫ আইপিএল ছিল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) জন্য ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসেই সবচেয়ে বাজে মৌসুম। পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে থেকে মৌসুম শেষ করেছে তারা। কিন্তু অবাক হওয়ার মতো ব্যাপার, এর কোনো প্রভাবই পড়েনি সিএসকের ব্র্যান্ড ভ্যালুতে; বরং সামান্য বেড়েছে!
হুলিহ্যান লোকির ‘আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি ২০২৫’ প্রতিবেদন বলছে, ২০২৫ সালে সিএসকের ব্র্যান্ড ভ্যালু বেড়ে হয়েছে ২৩ কোটি ৫০ লাখ ডলার, যা ২০২৪ সালে ছিল ২৩ কোটি ১০ লাখ ডলার। যদিও আইপিএলের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজির র‍্যাঙ্কিংয়ে চেন্নাই ১ নম্বর থেকে তিনে নেমে গেছে, কিন্তু সেটা পুরোপুরি মাঠের পারফরম্যান্সের কারণে নয়।
তুলনা করে দেখা যাক—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) প্রথমবার আইপিএল জেতায় তাদের ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে ২৬ কোটি ৯০ লাখ ডলারে, উঠে এসেছে ১ নম্বরে। অথচ সিএসকে কিছু না করেই সেরা তিনে আছে শুধু একজনের জন্য—ঠিক ধরেছেন, এম এস ধোনি!

আরও পড়ুনফিক্সিং, বিদ্রোহ এবং ষড়যন্ত্রে ভরা ড্রেসিংরুম: পাকিস্তান ক্রিকেটের অস্থির অধ্যায়২৭ জুলাই ২০২৫দর্শকসংখ্যায় ‘ধোনি ইফেক্ট’

২০২৩ আইপিএলের একটি মুহূর্তই বলে দেয়, ধোনির উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাত্র ৩ বল খেলেছিলেন ধোনি, করেছিলেন ১২ রান। তাতেই ওটিটি প্ল্যাটফর্মে ভিউয়ারশিপ পৌঁছায় ১ কোটি ৭০ লাখে, যা ছিল সে মৌসুমের সর্বোচ্চ। এমনকি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের ১ কোটি ৬০ লাখ ভিউয়ারকেও ছাপিয়ে গিয়েছিল ধোনির সেই ৩ বল স্থায়ী ইনিংসটা!
টিএএম মিডিয়া রিসার্চ বলছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ধোনি দিনে গড়ে বিভিন্ন প্লাটফর্মে ১৪ ঘণ্টা স্ক্রিন টাইম ধরে রেখেছেন। ২০২৪ সালে তিনি ৪২টি ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন, যা অমিতাভ বচ্চন (৪১) ও শাহরুখ খানের (৩৪) চেয়েও বেশি।

মহেন্দ্র সিং ধোনি

সম্পর্কিত নিবন্ধ

  • ৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা
  • অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ 
  • ধোনি কেন আইপিএল ছাড়তে পারছেন না: পেছনে হাজার কোটি টাকার খেলা