প্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে ঈদে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমাগুলো। দ্বিতীয় সপ্তাহেও সিনেমা দেখতে বেশির ভাগ প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে দর্শকদের দীর্ঘ লাইন। গত শুক্রবার থেকে শুরু হয়েছে ঈদের সিনেমার বিদেশ যাত্রা। যুক্তরাষ্ট্র-কানাডার অর্ধশতাধিক হলে মুক্তি পেয়েছে ঈদের আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। ঈদে মুক্তি পাওয়া ছয় ছবির মধ্যে শাকিব খানের ‘তাণ্ডব’ এর দর্শক সাড়া বেশি। সিনেমাটি মুক্তির এক সপ্তাহ পরও টিকিট সংকট রয়েছে। এ অবস্থার মধ্যেই তাণ্ডব সিনেমার বিদেশে মুক্তির খবর এলো। শুক্রবার থেকে ইউরোপ আমেরিকা ও কানাডার অর্ধশত সিনেমা হলে চলছে সিনেমাটি। সিনেমাটির ওভারসিজ রিলিজের দায়িত্বে রয়েছে বায়োস্কোপ ফিল্মস। 

প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ ও রুবনা রশীদ খান জানিয়েছেন–ইউরোপ, আমেরিকা ও কানাডায় প্রথম সপ্তাহে মোট অর্ধশত সিনেমা হলে মুক্তি পেয়েছে তাণ্ডব। তারা বলেন, ‘শাকিব খানের ছবির ক্ষেত্রে সবসময়ই একটু বড় পরিসরেই ভাবতে হয়। কারণ, তাঁর ফ্যানবেজটা বিশাল। এবারেও তাঁর ব্যতিক্রম হচ্ছে না। তবে এবারের ছবিটি নিয়ে আমরা ভিন্ন স্ট্র্যাটেজি গ্রহণ করেছিলাম। একই সঙ্গে আমেরিকা, কানাডা ও ইউরোপে মুক্তি পেয়েছে সিনেমাটি। নিউইয়র্কের কিউ গার্ডেন সিনেমাস ও শোকেস ফারমিংডেল এবং লস অ্যাঞ্জেলেসের লেমলি নর্থ হলিউডসহ ভার্জিনিয়া, বোস্টন, সান ফ্রানসিসকো, শিকাগো এবং ডালাসের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। বিদেশে বাংলা সিনেমার প্রসারে বহু বছর ধরেই কাজ করছে বায়োস্কোপ ফিল্মস। 

তাণ্ডব সিনেমার মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের ৫০তম পরিবেশনা পূর্ণ করতে যাচ্ছে। তাই বড় পরিসরেই ভিন্নভাবে আড়ম্বরপূর্ণ আয়োজনেই সিনেমাটি প্রচার-প্রচারণা চালিয়ে মুক্তির দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ হামিদ। এদিকে সুড়ঙ্গ ও তুফানের পর রায়হান রাফীর তাণ্ডব বিদেশি দর্শকদের কাছে দারুণ দর্শক টানবে বলে মনে করা হচ্ছে। ছবিটি নিয়ে রায়হান রাফী বলেন, ‘তাণ্ডব পয়সা উসুল সিনেমা। দেশের হলে হলে তাণ্ডবের অগ্রিম টিকিট সোল্ড আউট। সিনেমাটিতে একাধিক চমক রয়েছে; যা নিয়ে তেমন কিছুই বলতে চাই না। আশা করি, ছবিটি দর্শকরা হলে এসে দেখবেন এবং চমকগুলো উপভোগ করবেন।’

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র জানায়, একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প। ছবির গল্প রচনায় রয়েছেন পরিচালক নিজেই এবং চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান ও রায়হান রাফী যৌথভাবে। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান, সাবিলা নূর, ফজলুর রহমান বাবু, সুমন আনোয়ার, সিয়াম আহমেদসহ একাধিক তারকা। 

যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা ‘উৎসব’। তৃতীয় সপ্তাহ (২০ জুন) থেকে সিনেমাটি দেখা যাবে কানাডার ‘সিনেপ্লেক্স’, যুক্তরাষ্ট্রের ‘এএমসি’, ‘রিগ্যাল’, ‘সিনেমার্ক’ এবং যুক্তরাজ্যের ‘সিনেওয়ার্ল্ড’ চেইনে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো। তারা জানায়, ২১ জুন ‘উৎসব’ মুক্তি পাবে অস্ট্রেলিয়াতেও।চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘অ্যা ক্রিসমাস ক্যারল’-এর ছায়া অবলম্বনে তানিম নূর নির্মাণ করেছেন ‘উৎসব’ সিনেমাটি। এক কৃপণ ব্যক্তিকে কেন্দ্র করে গল্প।

এক উৎসবের রাতে অতীতের তিন ব্যবসায়িক অংশীদারের আত্মা তাঁর সামনে এসে হাজির হয়। তারা তাঁকে নিয়ে যায় নিজের অতীত, বর্তমান ও ভবিষ্যতের স্মৃতির ভেতরে। সেই অভিজ্ঞতায় বদলে যেতে থাকে মানুষটি। সেখানে জাহিদ হাসান রয়েছেন কৃপণ ব্যক্তির ভূমিকায়। তিন আত্মার চরিত্রে দেখা গেছে জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও অপি করিমকে। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ।
তানিম নূর জানান, প্রথম সপ্তাহে (১২ জুন) ঢাকা ও ঢাকার বাইরে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ‘উৎসব’ সিনেমার শো ছিল ৯টি। দ্বিতীয় সপ্তাহ (১৩ জুন) থেকে শো সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩টি। এবার দেশের বাইরেও প্রদর্শিত হতে যাচ্ছে সিনেমাটি। আশা করছি, দেশের মতো বিদেশের মাটিতেও সাড়া জাগাবে সিনেমাটি। 

দক্ষিণ আমেরিকাসহ আরও অনেক দেশে মুক্তির প্রস্তুতি চলছে ‘নীলচক্র’ সিনেমার। মিঠু খান পরিচালিত চলচ্চিত্রটির ইতোপূর্বে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে আমেরিকান ফিল্ম মার্কেটে। 

সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। এটি মন্দিরার দ্বিতীয় ছবি। ‘নীলচক্র’ সিনেমাটি ক্রাইম ঘরানার, যেখানে ইন্টারনেট জগতের নেতিবাচক দিককে তুলে ধরা হয়েছে। মানবকল্যাণে ইন্টারনেটের তাৎপর্যবহুল অবদান থাকলেও এর গহিনে রয়েছে ভয়াবহ ফাঁদ। এই ফাঁদে পড়ে অনেকের জীবন ধ্বংস হয়ে যায়, এমনকি প্রাণনাশের ঘটনাও ঘটে। এমনি প্রেক্ষাপটের ওপর নির্মিত হয়েছে সিনেমার কাহিনি। শুভ-মন্দিরা ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন শিরীন আলম, ফজলুর রহমান বাবু, খালেদা আক্তার কল্পনা, প্রিয়ন্তী ঊর্বী, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, মনির আহমেদ শাকিল, মাসুম রেজওয়ান এবং টাইগার রবি।

উত্তর আমেরিকাসহ বিভিন্ন দেশে মুক্তি পাবে ঈদের সিনেমা ‘ইনসাফ’। এমনটিই জানিয়েছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার। ছোট পর্দার দর্শকনন্দিত অভিনেতা মোশাররফ করিম, তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও শরিফুল রাজ আছেন অ্যাকশন ও থ্রিলার গল্পকেন্দ্রিক সিনেমাটিতে। 

ওয়েব চলচ্চিত্রের বাইরে বাংলাদেশে এটি ফারিণের দ্বিতীয় ছবি। প্রথমবারের মতো ফারিণ ফর্মুলা ছবির নায়িকা হয়েছেন তিনি। এখানে তাঁর বিপরীতে রয়েছেন শরিফুল রাজ। খলনায়কের ভূমিকায় দেখা যাবে মোশাররফ করিমকে। এ ছাড়াও ঈদে মুক্তি পাওয়া আরও একটি সিনেমার বিদেশে মুক্তির কথা রয়েছে। 


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঈদ র স ন ম য ক তর আম র ক

এছাড়াও পড়ুন:

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ১৬০ দিন পর শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা, উৎসবের আমেজ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দীর্ঘ ১৬০ দিন পর একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছেন। সকাল থেকেই ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ।

সকালে কুয়েট ক্যাম্পাসে দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস। ছাতা মাথায় দল বেঁধে ছুটছেন ক্লাসরুমের দিকে। কখনো এক ছাতার নিচে দু-তিনজন। কারও সঙ্গে অভিভাবকও এসেছেন। সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের দুটি শিক্ষাবর্ষের প্রায় দুই হাজার শিক্ষার্থী ক্লাসে যোগ দেন। নতুন উপাচার্য অধ্যাপক মাকসুদ হেলালী বিভিন্ন বিভাগ ঘুরে শ্রেণি কর্মসূচি পর্যবেক্ষণ করেন।

ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী দীপ্ত বলেন, ‘আমাদের প্রায় এক সেমিস্টার নষ্ট হয়ে গেছে। এই সময়টা খুব অস্বস্তিতে কেটেছে। ক্ষতি যা হওয়ার হয়েছে, তবে এখন আবার ক্লাস শুরু হওয়াটা ইতিবাচক দিক। আমরা আশাবাদী।’ একই ব্যাচের শিক্ষার্থী আম্মান বলেন, ‘অনেক দিন জীবনটা থেমে ছিল। আজকের দিনটা বিশেষ মনে হচ্ছে। ঠিক যেন স্কুলজীবনের প্রথম দিনের মতো। সব হতাশা কাটিয়ে আমরা অনেকটা নতুন করে শুরু করছি।’

হুমায়ুন কবির নামের এক অভিভাবক বলেন, ‘আমার ছেলে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ে। পাঁচ মাস ধরে ক্লাস বন্ধ থাকায় ও মানসিকভাবে খুব চাপের মধ্যে ছিল। একসময় অসুস্থও হয়ে পড়ে। কুয়েটে এমন পরিস্থিতি আগে দেখিনি। কর্তৃপক্ষ দায়িত্ব ঠিকভাবে পালন করলে হয়তো আগেই খুলে যেত। তারপরও এখন অন্তত খুলেছে, এটা বড় স্বস্তি।’

কুয়েটের ছাত্র পরিচালক আবদুল্লাহ ইলিয়াস আক্তার বলেন, আজ থেকে কুয়েটে ক্লাস শুরু হয়েছে। তবে এখনো সব শিক্ষার্থী আসেননি। যাঁদের কেবল ক্লাস রয়েছে, তাঁরা অংশ নিচ্ছেন। যাঁদের পরীক্ষা ছিল, তাঁরা প্রস্তুতির জন্য কিছুটা সময় চেয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে ১৪ আগস্ট, ক্লাস শুরু ১৭ আগস্ট।

গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। ওই রাতেই তৎকালীন উপাচার্য ও কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও সহ-উপাচার্য অধ্যাপক শরিফুল আলমকে অব্যাহতি দেয়। ১ মে চুয়েটের অধ্যাপক হজরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার দাবিতে ৪ মে থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। এরপর কোনো শিক্ষকই ক্লাসে ফেরেননি। শিক্ষক সমিতির বিরোধিতার মুখে হজরত আলী দায়িত্ব পালন করতে না পেরে ২২ মে পদত্যাগ করেন।

এরপর ১০ জুন নতুন উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি দেয় সরকার। সেই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাকসুদ হেলালী। পরদিন শুক্রবার তিনি খুলনায় এসে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পরপরই শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় গতকাল শিক্ষক সমিতির সাধারণ সভায় আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গতকাল সোমবার ক্লাস শুরুর নোটিশ জারি করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাইয়ের ১১ নাটক নিয়ে শিল্পকলায় উৎসব
  • ১৬ কোটি টাকায় সারা দেশে ফুটবলের তিন টুর্নামেন্ট
  • দুদিনের সফরে কলকাতায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
  • ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ
  • তাহলে তো স্পন্সর নিয়ে প্রোগ্রাম করলেই চাঁদাবাজি: সালাউদ্দিন
  • সিডনিতে ড্র অনুষ্ঠানে বাংলাদেশের কেউ না থাকায় হতাশ প্রবাসীরা
  • ‘মুক্তির উৎসব’ করতে সহযোগিতা চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে সাবেক সমন্বয়কের আবেদন
  • এবার পরিবার নিয়ে ঘরে বসেই ‘উৎসব’
  • খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ১৬০ দিন পর শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা, উৎসবের আমেজ