সাভারে সেনা অভিযানে মহাসড়কে ছিনতাইকারী চক্রের গ্রেপ্তার ৫
Published: 17th, June 2025 GMT
ঢাকা-আরিচা মহাসড়কের ছিনতাইপ্রবণ এলাকায় যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এক ছিনতাইকারীকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে সাভারের বিভিন্ন স্থান থেকে মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৬ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সেনাবাহিনী।
এর আগে রোববার দিবাগত রাতে শুরু হয়ে সোমবার সকাল পর্যন্ত চলে এই অভিযান।
বাংলাদেশ সেনাবাহিনীর সাভার সেনানিবাসস্থ ৯ পদাতিক ডিভিশনের অধীন ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান, পিএসসি। পাশাপাশি মেজর মো.
সেনাবাহিনীর একাধিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন অংশে সক্রিয় ছিল তিন ভাগে বিভক্ত একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। এদের একটি দল সাভার থেকে বিশমাইল পর্যন্ত, আরেকটি দল সিএমবি মোড় পর্যন্ত এবং তৃতীয়টি নবীনগর পর্যন্ত এলাকা ভাগ করে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চক্রের মূলহোতা সোহেল (৩৪), সম্রাট (২৮), সুমন (২৬), দুর্জয় (২৪) ও সমর (২৫)। সোহেল সাভারের নামাবাজার এলাকা থেকে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে খুন, ছিনতাই, চাঁদাবাজি ও হয়রানির একাধিক মামলা রয়েছে।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়াচ্ছিল। তাদের গ্রেপ্তারের ফলে ঢাকা-আরিচা মহাসড়কে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/সাব্বির/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫