টেম্বা বাভুমা নাকি জয় শাহ, কে জিতলেন ট্রফি, আইসিসির ভিডিও নিয়ে বিভ্রান্তি
Published: 17th, June 2025 GMT
লর্ডসে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর এই জয় নিয়ে গতকাল নিজেদের এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছিল আইসিসি। সে ভিডিওতে আইসিসি চেয়ারম্যান জয় শাহকে দেখানো হয় একাধিকবার, যা ভক্ত থেকে সাংবাদিকেরা ভালোভাবে নিতে পারেননি। কটূক্তি ও হাস্যরসের শিকার হয়েছেন আইসিসির ভারতীয় চেয়ারম্যান।
আরও পড়ুনবেশি টাকা কামাতে ভারত দল থেকে নায়ারকে অবসর নিতে বলেছিলেন এক তারকা ক্রিকেটার৭ ঘণ্টা আগেসংবাদমাধ্যম জানিয়েছে, সমালোচনা শুরুর পর গতকাল ভিডিওটি সরিয়ে নিয়েছিল আইসিসি। কিন্তু আজ আবারও বাংলাদেশ সময় সকাল ১০টা ৩২ মিনিটে ভিডিওটি পুনরায় পোস্ট করা হয় আইসিসির এক্স হ্যান্ডলে। ৪৫ সেকেন্ডের এ ভিডিওতে মোট ২৩টি শটের মধ্যে ১১ বারই দেখানো হয় জয় শাহকে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। এর মধ্য দিয়ে ২৭ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট জিতল প্রোটিয়ারা।
স্বাভাবিকভাবেই সবার আশা ছিল ম্যাচের পর এই ভিডিওতে দুই দলের খেলোয়াড়েরাই বেশি প্রাধান্য পাবেন। কিন্তু এর মধ্যে জয় শাহর একাধিকবার উপস্থিতি অনেকেরই চোখে বিঁধেছে।
যেমন শ্রীলঙ্কার ক্রিকেট সাংবাদিক অ্যান্ড্রু ফিদেল ফার্নান্দো। নিজের এক্স হ্যান্ডলে তাঁর পোস্ট, ‘এই যে গ্রোক (এআই চ্যাটবট), টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জয় শাহ কত রান ও উইকেট নিয়েছে।’
আরও পড়ুনবল টেম্পারিংয়ের অভিযোগ থেকে মুক্তি মিলল অশ্বিনের৯ ঘণ্টা আগেএরিকা মরিস নামে আরেক ক্রিকেট সাংবাদিক তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বুঝতেই পারিনি আইসিসি ফাইনাল ছিল জয় শাহ বনাম জয় শাহ। ভিডিওটি দেখে মনে হয়েছে, এটা জয় শাহকে প্রশংসা করার গোষ্ঠীর (একজন সদস্য) বানানো। হ্যাঁ, তিনি আইসিসির চেয়ারম্যান কিন্তু এই পোস্টটি ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে, আর জয় শাহকে দেখানো হয়েছে ১২ বার (১১ বার)।’
ক্রিকেট সম্প্রচারক পল ডেনেট তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আইসিসির ভিডিওটি দেখেছেন? টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল উদ্যাপনের কথা ছিল—কিন্তু তার বদলে জয় শাহকে দেখানো হয়েছে ১১ বার। খুবই অদ্ভুত। হাস্যকর।’
ভারতের কার্টুনিস্ট সতীর্শ আচার্য এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী অধিনায়ক টেম্বা বাভুমার চেয়ে আইসিসির ভিডিওতে জয় শাহকে বেশিবার দেখানোর বিষয়টি মজার।’
মাত্র ৩৫ বছর বয়সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ। আইসিসির ইতিহাসের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান তিনি। ২০০৯ সালে গুজরাটে ক্রিকেট সংগঠক হিসেবে ক্যারিয়ার শুরু করা জয় শাহ বিসিসিআইয়ের সচিব পদে ছিলেন। এই পদ ছেড়ে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট স ট চ য ম প য়নশ প আইস স র ভ ফ ইন ল জয় শ হ
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫