মানবতাবিরোধী অপরাধের বিচারে দ্বিতীয় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু
Published: 17th, June 2025 GMT
জুলাই গণ–অভ্যুত্থান ও বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এর কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত ট্রাইব্যুনাল–২–এর বিচারপতি ও বিচারকদের সংবর্ধনা অনুষ্ঠান হয়।
ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এবং দুই সদস্য মো.
সংবর্ধনা অনুষ্ঠান শেষে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আজকে আনুষ্ঠানিক সংবর্ধনার মাধ্যমে ট্রাইব্যুনাল–২–এর কার্যক্রম শুরু হয়ে গেছে। এখন ট্রাইব্যুনাল–১ থেকে কিছু মামলা ট্রাইব্যুনাল–২–এ স্থানান্তর করা হবে। কিছু নতুন মামলা ট্রাইব্যুনাল–২–এ দাখিল করা হবে। এর মাধ্যমে ট্রাইব্যুনাল–২ সম্পূর্ণভাবে কার্যকর হবে।’
দ্বিতীয় ট্রাইব্যুনালের উদ্দেশ্য সম্পর্কে চিফ প্রসিকিউটর বলেন, ইতিমধ্যে অনেকগুলো মামলা হয়ে গেছে। একটি ট্রাইব্যুনালের পক্ষে এতগুলো মামলা নিষ্পত্তি করা কঠিন হবে। সে বিবেচনায় দ্বিতীয় ট্রাইব্যুনাল করা হয়েছে। মামলাগুলো ভাগাভাগি করে দুটো ট্রাইব্যুনালে দেওয়া হবে। যাতে একই সঙ্গে অনেকগুলো মামলার বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, বিগত ১৭ বছরে দেশের মানুষের ওপর ঘটে যাওয়া সব ধরনের অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে ন্যায়বিচারের প্রত্যাশা থাকবে। একই সঙ্গে এই ন্যায়বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায়বিচার করা হয়, সেটি নিশ্চিত করা প্রয়োজন।
আরও পড়ুনবোমা মারলেও ভয় পাব না, বললেন ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী১১ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: ল ইসল ম
এছাড়াও পড়ুন:
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
ঢাকার গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, “সকাল ১০টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।”
তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঢাকা/এমআর/ইভা