মানবতাবিরোধী অপরাধের বিচারে দ্বিতীয় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু
Published: 17th, June 2025 GMT
জুলাই গণ–অভ্যুত্থান ও বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এর কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত ট্রাইব্যুনাল–২–এর বিচারপতি ও বিচারকদের সংবর্ধনা অনুষ্ঠান হয়।
ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এবং দুই সদস্য মো.
সংবর্ধনা অনুষ্ঠান শেষে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আজকে আনুষ্ঠানিক সংবর্ধনার মাধ্যমে ট্রাইব্যুনাল–২–এর কার্যক্রম শুরু হয়ে গেছে। এখন ট্রাইব্যুনাল–১ থেকে কিছু মামলা ট্রাইব্যুনাল–২–এ স্থানান্তর করা হবে। কিছু নতুন মামলা ট্রাইব্যুনাল–২–এ দাখিল করা হবে। এর মাধ্যমে ট্রাইব্যুনাল–২ সম্পূর্ণভাবে কার্যকর হবে।’
দ্বিতীয় ট্রাইব্যুনালের উদ্দেশ্য সম্পর্কে চিফ প্রসিকিউটর বলেন, ইতিমধ্যে অনেকগুলো মামলা হয়ে গেছে। একটি ট্রাইব্যুনালের পক্ষে এতগুলো মামলা নিষ্পত্তি করা কঠিন হবে। সে বিবেচনায় দ্বিতীয় ট্রাইব্যুনাল করা হয়েছে। মামলাগুলো ভাগাভাগি করে দুটো ট্রাইব্যুনালে দেওয়া হবে। যাতে একই সঙ্গে অনেকগুলো মামলার বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, বিগত ১৭ বছরে দেশের মানুষের ওপর ঘটে যাওয়া সব ধরনের অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে ন্যায়বিচারের প্রত্যাশা থাকবে। একই সঙ্গে এই ন্যায়বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায়বিচার করা হয়, সেটি নিশ্চিত করা প্রয়োজন।
আরও পড়ুনবোমা মারলেও ভয় পাব না, বললেন ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী১১ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: ল ইসল ম
এছাড়াও পড়ুন:
লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আরো পড়ুন:
বাড়িতে থাকা টাকা হাতিয়ে নিতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা: পুলিশ
শরীয়তপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
গ্রেপ্তারকৃতরা হলেন- বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে আলাউদ্দিন ও লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে পারভেজ।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, ‘‘সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বশিকপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যান তিনজন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’’
ঢাকা/লিটন/রাজীব