জুলাই গণ–অভ্যুত্থান ও বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এর কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত ট্রাইব্যুনাল–২–এর বিচারপতি ও বিচারকদের সংবর্ধনা অনুষ্ঠান হয়।

ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এবং দুই সদস্য মো.

মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আজকে আনুষ্ঠানিক সংবর্ধনার মাধ্যমে ট্রাইব্যুনাল–২–এর কার্যক্রম শুরু হয়ে গেছে। এখন ট্রাইব্যুনাল–১ থেকে কিছু মামলা ট্রাইব্যুনাল–২–এ স্থানান্তর করা হবে। কিছু নতুন মামলা ট্রাইব্যুনাল–২–এ দাখিল করা হবে। এর মাধ্যমে ট্রাইব্যুনাল–২ সম্পূর্ণভাবে কার্যকর হবে।’

দ্বিতীয় ট্রাইব্যুনালের উদ্দেশ্য সম্পর্কে চিফ প্রসিকিউটর বলেন, ইতিমধ্যে অনেকগুলো মামলা হয়ে গেছে। একটি ট্রাইব্যুনালের পক্ষে এতগুলো মামলা নিষ্পত্তি করা কঠিন হবে। সে বিবেচনায় দ্বিতীয় ট্রাইব্যুনাল করা হয়েছে। মামলাগুলো ভাগাভাগি করে দুটো ট্রাইব্যুনালে দেওয়া হবে। যাতে একই সঙ্গে অনেকগুলো মামলার বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, বিগত ১৭ বছরে দেশের মানুষের ওপর ঘটে যাওয়া সব ধরনের অন্যায়, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে ন্যায়বিচারের প্রত্যাশা থাকবে। একই সঙ্গে এই ন্যায়বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায়বিচার করা হয়, সেটি নিশ্চিত করা প্রয়োজন।

আরও পড়ুনবোমা মারলেও ভয় পাব না, বললেন ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী১১ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল ইসল ম

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ