রাষ্ট্র সংস্কার যদি এবার না হয়, কোনোদিন হবে না: রাশেদ খান
Published: 18th, June 2025 GMT
বাংলাদেশ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, “রাষ্ট্র সংস্কার যদি এবার না হয়, তাহলে আর কোনোদিন হবে না। এই সময়ে রাষ্ট্র সংস্কার করতেই হবে। যদি সংস্কার না হয়, তাহলে গণঅভ্যুত্থানের ফল আসবে না।”
বুধবার (১৮ জুন) দুপুরে ঝিনাইদহে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। রাশেদ খানের নেতৃত্বে কয়েকশ মোটরসাইকেলের শোভাযাত্রা ঝিনাইদহ কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে হরিণাকুন্ড উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়।
নির্বাচনে চাঁদাবাজ, দখলদার, মাফিয়া, ফ্যাসিস্টকে ভোট না দিয়ে ক্লিন ইমেজের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন রাশেদ খান।
তিনি বলেছেন, আমাদের দল চাঁদাবাজি করে, এমন একটা প্রমাণ দিতে পারলে অবশ্যই আমি রাজনীতি ছেড়ে দেবো। এখন মানুষ চাচ্ছে, ভালো মানুষ রাজনীতিতে আসুক। দুই কেজি গোস্ত, ৫০০ টাকা আর ১০ কেজি চাল দিয়ে ভোটের রাজনীতি মানুষ এখন আর চায় না। ক্লিন ইমেজধারীদেরকে মানুষ পছন্দ করছে। আমার থেকে ভালো প্রার্থী যদি নির্বাচনে আসে, তবে অবশ্যই তাকে ভোট দিন।
গণঅধিকার পরিষদের এই শীর্ষ নেতা বলেন, প্রতিটা ক্ষেত্রেই আমাদের প্রতি বিরূপ আচরণ করছে বিভিন্ন রাজনৈতিক দল। এটা ঠিক না। আমি কোনোভাবেই সরে যাব না। আমার ভুল হলে আমাকে জানান। কিন্তু, ভিন্ন প্রক্রিয়ায় আমার দলকে প্রতিহত করলে তার ফল ভালো হবে না।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, শৈলকূপা উপজেলা কমিটির সভাপতি মেহেদী হাসান, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.
ঢাকা/সোহাগ/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হাসপাতাল ছেড়ে বাসায় গেলেন নুর
গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতাল ছাড়েন।
আরো পড়ুন:
নুরের শর্ট টাইম মেমোরি লস হয়নি: ঢামেক পরিচালক
গণঅধিকারের সমাবেশে বিভিন্ন দলের নেতা: জাতীয় পার্টিকে দ্রুত নিষিদ্ধ করতে হবে
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি জানিয়ে বলেন, “নুরুল হক নুরকে হাসপাতালের ভিআইপি কেবিন-১ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। পরে বিকেল পোনে ৫টার দিকে অ্যাম্বুলেন্সে করে তিনি নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন।”
এর আগে গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন রাত সোয়া ৯টার দিকে সংঘর্ষ হয়, এতে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
নুরুল হক নুরকে প্রথমে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি প্রায় ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা/এসবি