বাংলাদেশ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, “রাষ্ট্র সংস্কার যদি এবার না হয়, তাহলে আর কোনোদিন হবে না। এই সময়ে রাষ্ট্র সংস্কার করতেই হবে। যদি সংস্কার না হয়, তাহলে গণঅভ্যুত্থানের ফল আসবে না।”

বুধবার (১৮ জুন) দুপুরে ঝিনাইদহে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। রাশেদ খানের নেতৃত্বে কয়েকশ মোটরসাইকেলের শোভাযাত্রা ঝিনাইদহ কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে হরিণাকুন্ড উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়।

নির্বাচনে চাঁদাবাজ, দখলদার, মাফিয়া, ফ্যাসিস্টকে ভোট না দিয়ে ক্লিন ইমেজের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন রাশেদ খান।

তিনি বলেছেন, আমাদের দল চাঁদাবাজি করে, এমন একটা প্রমাণ দিতে পারলে অবশ্যই আমি রাজনীতি ছেড়ে দেবো। এখন মানুষ চাচ্ছে, ভালো মানুষ রাজনীতিতে আসুক। দুই কেজি গোস্ত, ৫০০ টাকা আর ১০ কেজি চাল দিয়ে ভোটের রাজনীতি মানুষ এখন আর চায় না। ক্লিন ইমেজধারীদেরকে মানুষ পছন্দ করছে। আমার থেকে ভালো প্রার্থী যদি নির্বাচনে আসে, তবে অবশ্যই তাকে ভোট দিন।

গণঅধিকার পরিষদের এই শীর্ষ নেতা বলেন, প্রতিটা ক্ষেত্রেই আমাদের প্রতি বিরূপ আচরণ করছে বিভিন্ন রাজনৈতিক দল। এটা ঠিক না। আমি কোনোভাবেই সরে যাব না। আমার ভুল হলে আমাকে জানান। কিন্তু, ভিন্ন প্রক্রিয়ায় আমার দলকে প্রতিহত করলে তার ফল ভালো হবে না।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, শৈলকূপা উপজেলা কমিটির সভাপতি মেহেদী হাসান, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.

মিশন আলীসহ অন্য নেতাকর্মীরা।

ঢাকা/সোহাগ/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন ত

এছাড়াও পড়ুন:

আ‌সি‌ফের জন্য গণঅধিকার পরিষদের দরজা সবসময় খোলা: রাশেদ খান

উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে যোগদা‌নের আহ্বান জা‌নি‌য়ে গণঅ‌ধিকার প‌রিষ‌দের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ব‌লে‌ছেন, তার জন্য আমা‌দের দরজা সবসময় খোলা র‌য়ে‌ছে। তি‌নি আস‌লে যোগ‌্যতা ও মর্যাদা অনুযায়ী তা‌কে সম্মা‌নিত করা হ‌বে।  

উপ‌দেষ্টা প‌রিষদ থে‌কে পদত্যাগের পর আসিফ গণঅ‌ধিকার প‌রিষ‌দে যোগ দি‌তে পা‌রেন এমন গুঞ্জ‌নের ম‌ধ্যে বৃহস্প‌তিবার এ বিষ‌য়ে দল‌টির সাধারণ সম্পাদক এ কথা ব‌লেন। 

তি‌নি ব‌লেন, ‘‘সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এক সময় আমাদের সঙ্গে রাজনীতি করেছেন এবং তার সঙ্গে আমাদের সখ্য রয়েছে। তিনি পদত্যাগ করার আগের দিনও তার সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। গণঅধিকার পরিষদে আসার ব্যাপারে তিনি ইতিবাচক। কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি যদি আমাদের সঙ্গে আসতে চান সেক্ষেত্রে তার যোগ্যতা ও মর্যাদা অনুযায়ী তাকে সম্মানিত করা হবে।’’ 

রাশেদ খান বলেন, ‘‘আন্দোলন সংগ্রমে তিনি ভূমিকা রেখেছেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের তিনি নায়ক। তিনি চাইলে যে কোনো দলে যোগদান করতে পারেন। অথবা নতুন দলও গঠন করতে পারেন। সেই স্বাধীনতা তার রয়েছে। যেহেতু আমরা একসঙ্গে রাজনীতি করেছি, আমাদের সঙ্গে তার সখ্য রয়েছে, সেক্ষেত্রে গণঅধিকার পরিষদে আসলে তার জন্য ভালো হবে। তিনি সহজে আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারবেন। যেটি অন্য দলের ক্ষেত্রে তার জন্য কঠিন হবে। তিনি যদি চান গণঅধিকার পরিষদে আসতে পারেন। তার জন্য গণঅধিকার পরিষদের দরজা সবসময় খোলা রয়েছে।’’

‘‘তিনি (আসিফ) উপদেষ্টা ছিলেন, সরকারে থাকলে সমালোচনা হয়। বয়স তো খুব বেশি না, এই বয়সে বেশ কিছু ভুলভ্রান্তি করেছেন। আমরা মনে করি বয়স বাড়ার সঙ্গে তার ভেতরে পরিপক্বতা বাড়বে। বুঝবেন, দেখবেন, শিখবেন। তার ভুলভ্রান্তি নিয়ে আলোচনা করা এই মুহূর্তে সমীচীন নয়,’’ বলেন তিনি। 

জুলাই অভ্যুত্থান নিয়ে রাশেদ বলেন, আসিফ মাহমুদের জন্যই ৬ আগস্টের কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট করা হয়। এই সাহসী ভূমিকা ছিল তার। যে সিদ্ধান্তের কারণে স্বৈরাচারী হাসিনার পতন হয়। তার প্রতি আমাদের ভালোবাসা দেখানো উচিত ব‌লেও মন্তব‌্য ক‌রেন রা‌শেদ খান। 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে উপ‌দেষ্টা আ‌সিফ মাহমুদ ও মাহফুজ আলম বুধবার প্রধান উপ‌দেষ্টার কা‌ছে পদত্যাগপত্র দি‌য়ে সরকার থেকে সরে দাঁড়িয়েছেন। এরপর থেকেই গণঅ‌ধিকার প‌রিষ‌দে আ‌সি‌ফের যোগদান নি‌য়ে গুঞ্জন ছড়িযে পড়ে। যদিও এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেননি আসিফ। 

ঢাকা/নঈমুদ্দীন// 

সম্পর্কিত নিবন্ধ

  • আ‌সি‌ফের জন্য গণঅধিকার পরিষদের দরজা সবসময় খোলা: রাশেদ খান