নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক বছর আগেই সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছরের ১২ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা চলবে ৫ জুলাই পর্যন্ত। এই আসরটি হবে একেবারেই ব্যতিক্রমী ও ঐতিহাসিক। কারণ, প্রথমবারের মতো অংশ নিচ্ছে ১২টি দল। আর খেলা হবে ৭টি ভেন্যুতে। মোট ম্যাচ হবে ৩৩টি।

সূচিতে চোখ বুলালেই বোঝা যায়, এই আসরে রয়েছে অনেক চমক ও উত্তেজনার উপাদান। বিশেষ করে ১৪ জুন। এই দিনটি আলাদা করে নজর কাড়ছে। কারণ, এদিন মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচের টিকিট ইতোমধ্যে হট কেকের মতো বিক্রি শুরু হয়ে গেছে।

বিশ্বকাপের জন্য দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে—
গ্রুপ-১:
ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও দুটি বাছাইপর্ব জয়ী দল।
গ্রুপ-২: ইংল্যান্ড (স্বাগতিক), নিউ জিল্যান্ড (ডিফেন্ডিং চ্যাম্পিয়ন), ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও দুটি বাছাইপর্ব জয়ী দল।

আরো পড়ুন:

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: সূচি ও ভেন্যু ঘোষণা

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্স অনুর্ধ্ব-১৯ মেয়েরা 

এইবারের আসরে আগে থেকেই জায়গা করে নিয়েছে ৮টি দল— ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাকি ৪টি জায়গা পূরণ হবে বাছাইপর্ব থেকে। যেখানে অংশ নেবে ১০টি দেশ। ইতোমধ্যে বাংলাদেশ, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, নেপাল ও থাইল্যান্ড নিশ্চিত করেছে বাছাইপর্বে খেলা। ইউরোপ, আফ্রিকা ও পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকেও দল আসবে এই লড়াইয়ে।

ভেন্যু ও হাইভোল্টেজ ম্যাচগুলো:
ম্যাচগুলো হবে ইংল্যান্ডের ঐতিহাসিক ও জনপ্রিয় ক্রিকেট স্টেডিয়ামগুলোত— ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, সাউদাম্পটন, ব্রিস্টল ও এজবাস্টন। লর্ডস ও দ্য ওভাল বাদ থাকলেও উত্তেজনার কমতি নেই।

উদ্বোধনী ম্যাচ: ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা (১২ জুন)।
১৩ জুন: নিউ জিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা।
১৪ জুন: ভারত বনাম পাকিস্তান।

নকআউট রাউন্ড:
সেমিফাইনাল:
৩০ জুন ও ২ জুলাই।
ফাইনাল: ৫ জুলাই।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সরাসরি জায়গা পাবে সেমিফাইনালে। এরপর সেমিফাইনালের বিজয়ীরা মুখোমুখি হবে ফাইনালে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন র ট ট য় ন ট ব শ বক প ব ছ ইপর ব ব শ বক প ফ ইন ল

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ