আমি করতেও পারি, আবারও নাও করতে পারি: ট্রাম্প
Published: 18th, June 2025 GMT
ইরানে মার্কিন হামলা প্রসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কী করতে চান, তা কেউ জানে না। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।
ট্রাম্প বলেছেন, “আমি এটা বলতে পারি না। আমি এটা করতে পারি, আবার আমি এটা নাও করতে পারি। কেউ জানে না আমি কী করতে চাই।”
ইরান আলোচনার টেবিলে ফিরতে চায় দাবি করে ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের এটা বলতে পারি যে, ইরান অনেক সমস্যায় পড়েছে এবং তারা আলোচনা করতে চায়। আর আমি বলেছিলাম, এই সব মৃত্যু এবং ধ্বংসের আগে আপনারা কেন আমার সাথে আলোচনা করেননি।”
তিনি জানান, ইরানিরা আলোচনার জন্য যোগাযোগ করেছে এবং তিনি তাদের বলেছেন ‘খুব দেরি হয়ে গেছে।’
ট্রাম্প বলেন, “সত্যি কথা বলতে অনেক দেরি হয়ে গেছে। এখন আর এক সপ্তাহ আগের মধ্যে অনেক পার্থক্য আছে।”
গত সপ্তাহে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ার পর থেকে আমেরিকা ইসরায়েলকে প্রতিরক্ষামূলক সহায়তা প্রদান করে আসছে। কিন্তু ট্রাম্প আবার ইরানে সামরিক পদক্ষেপ বর্ণনা করতে ‘আমরা’ শব্দটি ব্যবহার করেছেন।
তিনি বলেছেন, “শেষ না হওয়া পর্যন্ত কিছুই শেষ হয় না। আপনারা জানেন, যুদ্ধ খুবই জটিল। অনেক খারাপ জিনিস ঘটতে পারে। অনেক পরিবর্তন আসে। তাই আমি জানি না। আমি বলব না যে, আমরা এখনও কিছু জিতেছি। আমি বলব- আমরা অবশ্যই অনেক অগ্রগতি করেছি।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট র ম প বল বল ছ ন
এছাড়াও পড়ুন:
লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আরো পড়ুন:
বাড়িতে থাকা টাকা হাতিয়ে নিতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা: পুলিশ
শরীয়তপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
গ্রেপ্তারকৃতরা হলেন- বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে আলাউদ্দিন ও লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে পারভেজ।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, ‘‘সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বশিকপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যান তিনজন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’’
ঢাকা/লিটন/রাজীব