ক্লাব বিশ্বকাপে কে কোথায় দাঁড়িয়ে, সর্বোচ্চ শট মেসির, সর্বোচ্চ সেভও এক আর্জেন্টাইনের
Published: 19th, June 2025 GMT
ফিফা ক্লাব বিশ্বকাপে এবারই প্রথম ৩২টি দল। প্রাথমিক পর্বে যারা মাঠে নেমেছে আট গ্রুপে ভাগ হয়ে। পরিবর্ধিত এই সংস্করণে সব কটি দল এখন পর্যন্ত একটি করে ম্যাচ খেলেছে। হিসাব করলেই পেয়ে যাবেন, এ পর্যন্ত ম্যাচ হয়েছে মোট ১৬টি। এক ম্যাচ করে খেলার পর কোন ক্লাবের কী অবস্থা?
যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে বাংলাদেশ সময় গতকাল রাতে মরক্কোর ক্লাব উইদাদকে ২–০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে ২–১ গোলে জেতে অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গ। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে ১–১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। আজ বাংলাদেশ সময় সকালে মিসরীয় ক্লাব আল আইনকে ৫–০ গোলে হারিয়েছে জুভেন্টাস। ইতালিয়ান ক্লাবটির বড় জয়ের মধ্য দিয়ে শেষে হয় ক্লাব বিশ্বকাপের প্রথম রাউন্ড।
জানিয়ে রাখা ভালো, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল অর্থাৎ ৮ গ্রুপ থেকে ১৬টি দল উঠবে শেষ ষোলোয়।
আরও পড়ুনসবচেয়ে বেশি জার্সি বিক্রি: মেসির সঙ্গে আছেন এক বাংলাদেশি বংশোদ্ভূতও৫৭ মিনিট আগেকে কোথায় দাঁড়িয়েএ গ্রুপ: এই গ্রুপের দুটি ম্যাচই ড্র হয়েছে। দুটিই গোলশূন্য। প্রথম ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল মিসরের ক্লাব আল আহলি ও পর্তুগালের ক্লাব পোর্তো। অন্য ম্যাচটি খেলেছে ব্রাজিলের পালমেইরাস ও মেসির ইন্টার মায়ামি।
বি গ্রুপ: প্রথম ম্যাচে জয় পাওয়া ফ্রান্সের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। ব্রাজিলের ক্লাব বোতাফোগোও জিতেছে, তবে গোল ব্যবধানে তারা আছে দুইয়ে। বোতাফোগোর কাছে হারা যুক্তরাস্ট্রের সিয়াটল সাউন্ডার্স ১ ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে তৃতীয়। পিএসজির কাছে হারা আতলেতিকো মাদ্রিদও ১ ম্যাচে পয়েন্ট না পেয়ে চতুর্থ। গোল ব্যবধানে আতলেতিকোর (–৪) চেয়ে শ্রেয়তর অবস্থানে সিয়াটল (–১)।
আল আইনের জালে আজ ৫ গোল করেছে জুভেন্টাস.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ল ব ব শ বক প প রথম
এছাড়াও পড়ুন:
মাসদাইরে মশক নিধনে বিএনপি নেতারা
ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় মশক নিধনে স্থানীয় জনপ্রতিনিধিদের দেখা না গেলেও বিএনপি নেতারা মাঠে নেমেছেন। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এলাকার বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে মশা মারার ওষধ দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় ইউনিয়ন পরিষদের মেম্বাররা থাকলেও তারা মশক নিধনে কোন রকম ভূমিকা রাখেনি। এতে করে মশার উৎপাত যেমন বেড়েছে তেমনি ঘরে ঘরে জ¦র, ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে।
ইতিমধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বেশ কয়েকজন। গতকাল মশক নিধনে বিএনপি নেতারা এগিয়ে আসায় স্থানীয়রা তাদের সাধুবাদ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা থেকে মশক নিধন কর্মসূচী শুরু হয়।
বেশ রাত পর্যন্ত এলাকার প্রধান সড়ক, শাখা রাস্তা, বিভিন্ন বাড়ির রাস্তা-গলি, জলাশয়ে ওষধ দেয়া হয়।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা মহিলা দলের সহ সভাপতি রোজিনা মেম্বার, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হক আলমগীর, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইয়াসিন আরাফাত সহ অনেকে ।