ফিফা ক্লাব বিশ্বকাপে এবারই প্রথম ৩২টি দল। প্রাথমিক পর্বে যারা মাঠে নেমেছে আট গ্রুপে ভাগ হয়ে। পরিবর্ধিত এই সংস্করণে সব কটি দল এখন পর্যন্ত একটি করে ম্যাচ খেলেছে। হিসাব করলেই পেয়ে যাবেন, এ পর্যন্ত ম্যাচ হয়েছে মোট ১৬টি। এক ম্যাচ করে খেলার পর কোন ক্লাবের কী অবস্থা?

যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে বাংলাদেশ সময় গতকাল রাতে মরক্কোর ক্লাব উইদাদকে ২–০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে ২–১ গোলে জেতে অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গ। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে ১–১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। আজ বাংলাদেশ সময় সকালে মিসরীয় ক্লাব আল আইনকে ৫–০ গোলে হারিয়েছে জুভেন্টাস। ইতালিয়ান ক্লাবটির বড় জয়ের মধ্য দিয়ে শেষে হয় ক্লাব বিশ্বকাপের প্রথম রাউন্ড।

জানিয়ে রাখা ভালো, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল অর্থাৎ ৮ গ্রুপ থেকে ১৬টি দল উঠবে শেষ ষোলোয়।

আরও পড়ুনসবচেয়ে বেশি জার্সি বিক্রি: মেসির সঙ্গে আছেন এক বাংলাদেশি বংশোদ্ভূতও৫৭ মিনিট আগেকে কোথায় দাঁড়িয়ে

এ গ্রুপ: এই গ্রুপের দুটি ম্যাচই ড্র হয়েছে। দুটিই গোলশূন্য। প্রথম ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল মিসরের ক্লাব আল আহলি ও পর্তুগালের ক্লাব পোর্তো। অন্য ম্যাচটি খেলেছে ব্রাজিলের পালমেইরাস ও মেসির ইন্টার মায়ামি।

বি গ্রুপ: প্রথম ম্যাচে জয় পাওয়া ফ্রান্সের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। ব্রাজিলের ক্লাব বোতাফোগোও জিতেছে, তবে গোল ব্যবধানে তারা আছে দুইয়ে। বোতাফোগোর কাছে হারা যুক্তরাস্ট্রের সিয়াটল সাউন্ডার্স ১ ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে তৃতীয়। পিএসজির কাছে হারা আতলেতিকো মাদ্রিদও ১ ম্যাচে পয়েন্ট না পেয়ে চতুর্থ। গোল ব্যবধানে আতলেতিকোর (–৪) চেয়ে শ্রেয়তর অবস্থানে সিয়াটল (–১)।

আল আইনের জালে আজ ৫ গোল করেছে জুভেন্টাস.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ল ব ব শ বক প প রথম

এছাড়াও পড়ুন:

প্রধান শিক্ষকদের দশম গ্রেডসহ ১৪০০০ শিক্ষক নিয়োগপ্রক্রিয়া চলছে: গণশিক্ষা উপদেষ্টা

চলতি বছরের সেপ্টেম্বর মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রাথমিক উপদেষ্টা বলেন, ‘আশা করি, সেপ্টেম্বর থেকে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হবে। প্রকল্পের ক্রয়প্রক্রিয়া শুরু হয়েছে। যারা বাস্তবায়ন করবে, তাদের প্রশিক্ষণও চলছে। আগস্টের মধ্যে সব প্রস্তুতি শেষ করে সেপ্টেম্বরেই মাঠে নামা যাবে।’ তিনি আরও বলেন, দুটি প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে বড় প্রকল্পটি ১৫০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে, অন্য প্রকল্পটি কক্সবাজার ও বান্দরবানে কার্যকর হবে।

আরও পড়ুনঅষ্টম শ্রেণিতে আবারও বৃত্তি পরীক্ষা ফিরছে, আছে প্রশ্নও২৮ জুলাই ২০২৫

বিধান রঞ্জন রায় বলেন, প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়াসহ প্রায় ১৪ হাজার শিক্ষক নিয়োগ এবং পিএসসির মাধ্যমে ৩ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। নিম্নবিত্ত শিক্ষার্থীদের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি মানোন্নয়নে জোর দেওয়া হচ্ছে। বেসরকারি কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষার বাইরে থাকলেও তাদের জন্য আলাদা ব্যবস্থা চালু আছে।

সরকারি বিদ্যালয়ে সময় বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ১ বছরে মাত্র ১৮০ দিন স্কুল থাকে। শিক্ষক-শিক্ষার্থীর সংযোগ যদি না থাকে, তাহলে শেখার সুযোগ সীমিত হয়। তাই সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়কে শিশুদের আনন্দঘন পরিবেশে রূপান্তর করা হচ্ছে।

আরও পড়ুনপ্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীর তথ্য এন্ট্রি যাচাই ও অনুমোদন করার জরুরি নির্দেশনা০৩ আগস্ট ২০২৫

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, বিভাগীয় কমিশনার মো. শহীদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এবং পরিচালক (নীতিনির্ধারণ ও কার্যক্রম) মোহাম্মদ কামরুল হাসান।

জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণ করা হয়।

সভায় জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। তাঁরা মাঠপর্যায়ে প্রাথমিক শিক্ষার বাস্তব চিত্র তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

আরও পড়ুনপ্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ৫ ঘণ্টা আগেআরও পড়ুনবিদেশি শিক্ষার্থীদের জন্য ই-ভিসা চালু করল যুক্তরাজ্য৭ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ