ঋণ খেলাপের মামলায় বিকল্পধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও তাঁর স্ত্রী উম্মে কুলসুম মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক হেলাল উদ্দীন এই আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ প্রথম আলোকে বলেন, আবদুল মান্নান ও তাঁর স্ত্রীর কাছে ইস্টার্ন ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখার ১৮ কোটি ৩৯ লাখ টাকা পাওনা রয়েছে। এর বিপরীতে ব্যাংকে যে পরিমাণ সম্পদ তাঁরা বন্ধক রেখেছেন, তা খুবই কম।

এরশাদ বলেন, বন্ধক থাকা সম্পদ দিয়ে ওই ঋণ শোধ হবে না। এই অবস্থায় ঋণ পরিশোধ না করে তাঁরা দেশত্যাগের পাঁয়তারা করছেন বলে ব্যাংকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে বিশেষ পুলিশ সুপারকে (অভিবাসন) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ শত য গ

এছাড়াও পড়ুন:

নির্বাচনে বিএনপির মনোনয়ন আলোচনায় যেসব তারকা

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ অনুষ্ঠিত হবে—এমনটাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলোও তাই নির্বাচনমুখী। অন্তর্বর্তী সরকার বারবার জানিয়েছে, যে করেই হোক ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচনের আয়োজন তারা সম্পন্ন করবে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করছেন। নিজ নিজ নির্বাচনী এলাকায় পরিচিত ও গ্রহণযোগ্যতার পাশাপাশি দলীয় জরিপে যাঁরা এগিয়ে আছেন, তাঁরাই আলোচনায় আছেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বিনোদন অঙ্গনের তারকারাও। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে তাঁদের নামও শোনা যাচ্ছে।

বেবী নাজনীন

সম্পর্কিত নিবন্ধ