আটলান্টার আকাশে ছিল উত্তেজনার ঝড়, আর মাটিতে মেসির জাদু। শুরুটা হতাশাজনক হলেও দ্বিতীয়ার্ধে লিওনেল মেসির এক ফ্রি-কিকেই বদলে গেল ম্যাচের গতিপথ। পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল ইন্টার মায়ামি।
বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে ফিফা ক্লাব বিশ্বকাপের ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মার্কিন ক্লাবটি যে লড়াই উপহার দিয়েছে, তা শুধু জয় নয় প্রতিশ্রুতি ও প্রত্যাবর্তনের এক অনন্য নিদর্শন।
প্রথমার্ধে যেন খেই হারিয়েই ছিল মায়ামি। ম্যাচের পঞ্চম মিনিটেই পেনাল্টিতে গোল হজম করে বসে তারা। পোর্তোর সামু আগেহোয়ার সুনির্দিষ্ট শটে এগিয়ে যায় ইউরোপীয় ক্লাবটি। এরপর প্রথমার্ধজুড়ে ক্লান্ত-নিষ্প্রভ এক মায়ামি।
আরো পড়ুন:
মেসির ছায়ায় নয়, এখন আর্জেন্টিনার ফুটবল দল পুরোপুরি স্বনির্ভর
সাত মাস পর জাতীয় দলে ফিরে নতুন মুখের মুখোমুখি মেসি
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই বাজিমাত! ম্যাচের ৪৭ মিনিটে মার্কেলো উইগানড্টের ক্রস থেকে দুর্দান্ত ফিনিশ করেন ভেনেজুয়েলান তরুণ সেগোভিয়া। আর ৫৪ মিনিটে সেই মাহেন্দ্রক্ষণ মেসির বাঁ পায়ের এক নিখুঁত বাঁকানো ফ্রি-কিকে বল জালে! বল যেন সরাসরি প্রেমে পড়েছিল জালের ডানদিকের উঁচু কোনার।
এই গোল ছিল মেসির ক্যারিয়ারের ৬৭তম ফ্রি-কিক গোল এবং মায়ামির হয়ে ৫০তম, একটি স্মরণীয় মাইলফলক।
গোল খাওয়ার পরেও পোর্তো ম্যাচে ফেরার চেষ্টা করে। কিন্তু ইন্টার মায়ামির রক্ষণ যেন হয়ে ওঠে এক দুর্ভেদ্য দুর্গ। গোলরক্ষক অস্কার উস্তারি একের পর এক সেভে নিশ্চিত করেন জয়।
দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। তাদের সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে পোর্তো ও আল আহলি।
পরের ম্যাচে পালমেইরাসের বিপক্ষে মাঠে নামবে মায়ামি, যেখানে জয় মানেই গ্রুপ চ্যাম্পিয়নের পথ পরিষ্কার।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আরো পড়ুন:
বাড়িতে থাকা টাকা হাতিয়ে নিতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা: পুলিশ
শরীয়তপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
গ্রেপ্তারকৃতরা হলেন- বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে আলাউদ্দিন ও লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে পারভেজ।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, ‘‘সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বশিকপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যান তিনজন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’’
ঢাকা/লিটন/রাজীব