ট্রলার আটকের পর বরগুনার পাথরঘাটা কোস্টগার্ডের কার্যালয় ঘেরাও করেছিলেন মৎস্যজীবীরা। দুই পক্ষের মধ্যে সেখানে সংঘর্ষ হয়। এ ঘটনার সপ্তাহখানেক পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি পাথরঘাটার অর্থনৈতিক কার্যক্রম।
গ্রেপ্তার আতঙ্কে জেলে ও মৎস্যজীবীদের বেশির ভাগই আত্মগোপনে। ফলে পাথরঘাটা মোকামে মাছের পাইকারি কেনাবেচা কমে গেছে দুই-তৃতীয়াংশ।
বিএফডিসি পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রটি দেশের দ্বিতীয় বৃহত্তম মাছের মোকাম। এটি পুরো উপজেলার অর্থনীতির হৃৎপিণ্ড। এটি ঘিরে কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার শ্রমিকের। মৎস্যজীবী ছাড়াও পরিবহন, বরফ, জ্বালানি ও মুদি-মনোহারি ব্যবসাসহ নানা ধরনের বাণিজ্য হয়। কিন্তু ১৭ জুন সংঘর্ষের পর থেকেই তাদের কর্মকাণ্ড একরকম স্থবির।
পাথরঘাটা নতুন বাজারের তেল ব্যবসায়ী ইউসুফ মিয়ার ভাষ্য, দিনে গড়ে তিনি ১০০ ব্যারেল ডিজেল (দুই হাজার লিটার) বিক্রি করতেন। এখন এক ব্যারেলও বিক্রি হয় না। তাছাড়া প্রতিটি ট্রলার সাগরে যাওয়ার জন্য ২৫-৩০ হাজার টাকার মুদি-মনোহারিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনত। এসব দোকানে এখন দিনে ২ হাজার টাকাও বেচাকেনা হয় না।
সূত্র জানায়, ১৭ জুন কোস্টগার্ডের সদস্য দুটি অবৈধ ট্রলার আটক করে। এতে ক্ষুব্ধ হয়ে পাঁচ শতাধিক জেলে ও ব্যবসায়ী তাদের স্টেশন ঘেরাও করেন। এক পর্যায়ে তারা কোস্টগার্ডের দুটি যানবাহন ভাঙচুর করেন। ফাঁকা গুলি ছুড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোস্টগার্ড। এ ঘটনায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আট শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা হয়। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন আটজন। এতে জেলে ও মৎস্যজীবীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়ায় তাদের বেশির ভাগই এলাকাছাড়া।
বিএফডিসিতে মাছ বিক্রি কমে যাওয়ায় সংশ্লিষ্ট সব ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছে বলে জানান বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.
এ বক্তব্যের সত্যতা মেলে উপজেলার আছিয়া বরফকলের মালিক কামরুল ইসলামের বক্তব্যে। তিনি বলেন, ‘কয়েকজন অসৎ মাছ ব্যবসায়ীর জন্য পাথরঘাটার প্রায় সব ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছেন। আমরা বরফ বিক্রি করতে পারছি না। অথচ নিয়মিত বিদ্যুৎ বিল দিতে হয়। ট্রলার মালিকদের কাছে বরফকল মালিকদের বকেয়া কয়েক কোটি টাকা। তারা এখন অন্য মোকাম থেকে বরফ কিনে সাগরে যাচ্ছেন। মাছও বিক্রি করছেন দক্ষিণাঞ্চলের অন্যান্য মোকামে। ইলিশ মৌসুম শেষ হলে ট্রলার মালিকরা বকেয়া দেবেন না। এতে অনেক বরফকল মালিক পথে বসবেন।’
পাথরঘাটা বিএফডিসি মৎস্যবাজার পাইকার সমিতির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনের ভাষ্য, কোস্টগার্ডের সঙ্গে সংঘর্ষের পর অবৈধ ট্রলিং ট্রলার সাগরে যাওয়া বন্ধ। এতে সাগরগামী অন্য ট্রলারের জেলেরা বেশি পরিমাণ ইলিশ পাচ্ছেন। মোহনা সংলগ্ন নদীতেও ইলিশ মিলছে ভালো। কিন্তু জেলেরা পাথরঘাটা মোকাম এড়িয়ে দক্ষিণাঞ্চলের অন্যান্য মোকামে মাছ বিক্রি করছেন।
তাঁর দেওয়া তথ্যমতে, সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হয় ১১ জুন। এরপর থেকে ওই কেন্দ্রে দিনে ২০০-৩০০ মণ ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছ বিক্রি হতো। কিন্তু সংঘর্ষের পর থেকে দিনে ২০ মণ ইলিশও মোকামে আসছে না।
পাথরঘাটা আড়তদার সমিতির দায়িত্বপ্রাপ্ত সভাপতি ছগির আলম বলেন, জেলে ও ট্রলার মালিকদের দাদন দেওয়া আছে কোটি কোটি টাকা। প্রতি ইলিশ মৌসুমে মাছ দিয়ে দাদনের
টাকা শোধ করেন তারা। কোস্টগার্ডের সঙ্গে মারামারির পর সাগরের অধিকাংশ ট্রলার পাথরঘাটা বিএফডিসি এড়িয়ে অন্য জায়গায় মাছ বিক্রি করছে। এতে একদিকে আড়তদারির টাকা
পাচ্ছেন না। অন্যদিকে দাদনের টাকাও পরিশোধ করছেন না কেউ।
কোস্টগার্ডের সঙ্গে জেলের ঝামেলার পর পাথরঘাটার সাধারণ মানুষের ক্ষতি হয়েছে বলে জানান পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ শিকদার। তিনি বলেন, এই কেন্দ্রে দিনে এক-দেড় হাজার মানুষের কর্মসংস্থান হয়। সমুদ্রগামী ট্রলার এখানে মাছ বিক্রি করতে আসছে না। তাই সংশ্লিষ্ট সব ব্যবসায় ধস নেমেছে। কর্মহীন শ্রমিকদের অনেকে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। এ অচলাবস্থা কাটাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হচ্ছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: প থরঘ ট র র প থরঘ ট ব যবস য় ব এফড স স ঘর ষ মৎস য
এছাড়াও পড়ুন:
রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপনের দাবি
রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম। তারা বলেছে, আত্মনিয়ন্ত্রণাধিকারসহ তাঁদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।
আজ শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আদিবাসী ফোরাম এই দাবি জানায়।
সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপনের এই আয়োজনে আরও বেশকিছু দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম। এসব দাবির মধ্যে আছে—পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। এ লক্ষ্যে সময়সূচিভিত্তিক রোডম্যাপ ঘোষণা করতে হবে; সমতল অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে; ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্পর্কে বিকৃত, খণ্ডিত বা মিথ্যা তথ্য প্রচার করা সব গণমাধ্যম বা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে; ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর সব নিপীড়ন–নির্যাতন বন্ধ করাসহ সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদে ২০০৭ সালে গৃহিত ‘আদিবাসীবিষয়ক ঘোষণাপত্র’ ও আইএলও ১৬৯ নম্বর কনভেনশন অনুসমর্থন ও আইএলও কনভেনশন ১০৭ বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, মানবাধিকারকর্মী খুশী কবির, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ।