গাজীপুরে গৃহবধূ খুন, অভিযুক্ত পলাতক
Published: 25th, June 2025 GMT
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছুরিকাঘাতে নার্গিস আক্তার (৪৫) নামে এক গৃহবধূ খুন হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টার দিকে কাপাসিয়া উপজেলার ধরপাড়া গ্রামে তাকে হত্যা করা হয়। পুলিশ জানায়, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে নার্গিসের স্বামীর ভাইয়ের ছেলে অটোরিকশাচালক নাজমুল শেখ (৩০) তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন।
নিহত গৃহবধূ উপজেলার ধরপাড়া গ্রামের মো.
আরো পড়ুন:
প্রবাসীর লাশ হাসপাতালে ফেলে গেলেন স্ত্রী, পরিবারের অভিযোগ হত্যা
ভাড়াটিয়ার ধাক্কায় বাড়িওয়ালার মৃত্যু, আটক ৩
ওসি জানান, পারিবারিক বিরোধের একপর্যায়ে নার্গিস, তার স্বামী ও নাজমুলের মধ্যে ঝগড়া বাধে। পরে নাজমুল ছুরি দিয়ে নার্গিসকে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
নিহতের বোন সুফিয়া আক্তার বলেন, “আমার বোনকে নাজমুল বুকে ছুরি মেরে হত্যা করেছেন। আমি এখন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লাশের পাশে আছি।”
স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান জানান, গত রমজানে নার্গিসের স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় নাজমুলের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। মাদকাসক্ত নাজমুলকে নিয়ে ইউনিয়ন পরিষদে একাধিক সালিশি বৈঠক হয়। সেই পুরনো বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে।
ঢাকা/রফিক/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য ন হত
এছাড়াও পড়ুন:
ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল: ট্রফি নিয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে ফুটবল–উৎসব
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তৃতীয়বারের মতো আয়োজিত ‘ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫’–এর ট্রফি ট্যুর শেষ হলো আজ। ১২ নভেম্বর চট্টগ্রামে শুরু হয় এই ট্রফি ট্যুর। পরপর দুই দিনে চট্টগ্রামের ৯টি বিশ্ববিদ্যালয় ঘুরে ট্রফি ঢাকায় আসে ১৫ নভেম্বর। ঢাকায় টানা তিন দিনব্যাপী ২০টি বিশ্ববিদ্যালয়ে ট্রফি ট্যুর শেষ হয় আজ।
আরও পড়ুনটাইব্রেকারের ‘কালো জাদু’র অভিযোগ নাইজেরিয়ার, বিশ্বকাপ–স্বপ্ন ভেঙে চুরমার৩৭ মিনিট আগেএ উদ্যোগে সাড়া পড়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। ট্রফির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছবি তোলা ও ভিডিও ধারণের মাধ্যমে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, খেলোয়াড় ও সমর্থকদের অংশগ্রহণে প্রতিটি ক্যাম্পাসই কিছু সময়ের জন্য পরিণত হয় ফুটবল–উৎসবের মঞ্চে।
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো ট্রফি ট্যুরের একটি মুহূর্ত