চারপাশে সিসি ক্যামেরায় বসিয়ে বাড়িতে মাদক ব্যবসা, আটক ৫
Published: 25th, June 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী একটি গ্রামে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ডিজিটাল সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার বিকেলের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আখাউড়া বিজিবি ও আখাউড়া থানা পুলিশের সমন্বয়ে উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী সেনারবাদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা, ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩টি অ্যান্ড্রয়েড ও ১৭টি সাধারণ মোবাইলসহ মোট ৩২টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ এবং মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।
অভিযানে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মো.
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়ছল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনারবাদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রথমে মাদক ব্যবসায়ীরা আমাদের যৌথবাহিনীর ওপর হামলা করে কিন্তু আমরা হামলা উপেক্ষা করে এ অভিযান পরিচালনা করি। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আখাউড়া থানায় দুটি পৃথক মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব র হ মণব ড় য়
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ