নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল মো. মোস্তফাকে চার হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে চৌমুহনী হকার্স মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মো. মোস্তফার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আজ বুধবার বিকেলে তাঁকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ। গতকাল জেলা পুলিশ অভিযান চালালেও বিষয়টি জানানো হয়েছে আজ।

নোয়াখালীর পুলিশ সুপার মো.

আবদুল্লাহ আল ফারুক প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তফাকে ইয়াবাসহ হাতেনাতে ধরা হয়। তাঁর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় নিয়মিত মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে চৌমুহনী হকার্স মার্কেট এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। সেখানে মোস্তফাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে তাঁকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার হওয়া কনস্টেবল মোস্তফার বাড়ি চট্টগ্রাম জেলায়। তিনি প্রায় তিন বছর ধরে চৌমুহনী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ ম হন

এছাড়াও পড়ুন:

অসুস্থ ভিপি রাজিবের খোঁজখবর নিলেন বিএনপি নেতা আজাদ

‎ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিবের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) ও নারায়ণগঞ্জ - ২ আড়াইহাজার আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম আজাদ।

‎‎সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্কয়ার হাসপাতলে চিকিৎসাধীন বিএনপি নেতা রাজিবকে দেখতে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ।

‎‎এসময়ে তিনি রাজিবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা জন্য দোয়া করেন।

‎‎উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক রাজিবুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি শাকিল মিয়া, বিএনপি নেতা আনোয়ার সাদত সুমন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, যুবদল নেতা সুজন সরদার প্রমুখ।

‎‎উল্লেখ্য - নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব দীর্ঘদিন ধরেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসায় ছিলেন।

গত শুক্রবার তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পান্থপথের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।
 

সম্পর্কিত নিবন্ধ