টেক্সট মেসেজ দেওয়ার সময় যে ১২টি কাজ কখনোই করা উচিত নয়
Published: 28th, June 2025 GMT
স্মার্টফোনের যুগে টেক্সট মেসেজ বা খুদে বার্তা আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। চটজলদি খবর আদান–প্রদান থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে আড্ডা—সবই চলে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কিংবা খুদে বার্তায়। এর সঙ্গে যুক্ত হয়েছে আবেগ-অনুভূতি প্রকাশের নানা ইমোজি। ফলে যোগাযোগ হয়ে উঠেছে আরও সহজ ও প্রাণবন্ত। কিন্তু সব কথাই কি মেসেজে বলা যায়? কিংবা বলা উচিত? কোনো গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল প্রসঙ্গ খুদে বার্তায় বলা হলে, ছোট্ট পর্দায়ই হারিয়ে যেতে পারে বক্তব্যের মৌলিক অর্থ। তৈরি হতে পারে ভুল–বোঝাবুঝি। এমনকি স্বাভাবিক সম্পর্কও খারাপ হয়ে যেতে পারে। আবার ভুল সময়ে পাঠানো একটি ভুল বার্তা উপকারের চেয়ে ক্ষতিই করে বেশি। জেনে নেওয়া যাক এমন ১২টি কাজ, যা টেক্সট মেসেজে কখনোই করা উচিত নয়।
১.বিচ্ছেদ-বার্তা টেক্সটে নয়
সম্পর্ক স্বল্পকালীন কিংবা দীর্ঘদিনের—যা-ই হোক না কেন, নানা কারণেই তাতে বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হতে পারে। এমতাবস্থায় ব্রেকআপ বা সম্পর্কচ্ছেদের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সিদ্ধান্ত কোনোভাবেই টেক্সট মেসেজে জানানো উচিত নয়। অন্তত ফোন করে কিংবা সম্ভব হলে সামনাসামনি দেখা করে সম্পর্ক শেষ করার শ্রদ্ধাটুকু দেখান। ছোট্ট বার্তায় সম্পর্ক শেষ করা কেবল অভদ্রতা নয়, এটি অত্যন্ত বেদনাদায়ক ও অসম্মানজনক। অনেক সময় ভুল–বোঝাবুঝির কারণেও ব্রেকআপ হতে পারে। হয়তো মুখোমুখি আলোচনায় বেঁচে যেতে পারে আপনার সম্পর্ক।
২. ডেট বাতিলে খুদে বার্তা নয়প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য নির্ধারিত সময় বা দিনক্ষণ হুট করে বাতিল করার প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে ‘কাজ পড়ে গেছে, পরে দেখা হবে’-জাতীয় কিছু লিখে বার্তা পাঠিয়ে দেওয়া মোটেই শিষ্টাচারসম্মত নয়। এর চেয়ে বরং ফোন করে বিশেষ সমস্যার কথা জানিয়ে বলতে পারেন, আজ দেখা করতে পারছি না। আগামী ‘অমুক দিন বা সময়ে’ কি দেখা হতে পারে? এতে আপনার বিশ্বাসযোগ্যতা যেমন বজায় থাকবে, তেমনি প্রিয় মানুষটিও নিজেকে গুরুত্বহীন ভাববেন না।
খারাপ খবর টেক্সট মেসেজে জানাবেন নাউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরি
শারদীয় দুর্গাপূজা—হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঢাকের তালে, উলুধ্বনির সুরে, আলোকসজ্জার ঝলকে উৎসবমুখর হয়ে উঠেছিল প্রতিটি পূজামণ্ডপ। এই আনন্দে শোবিজ অঙ্গনের তারকারাও যুক্ত হন।
গতকাল বিজয়া দশমীর পবিত্র তিথিতে দেবীকে বিদায় জানানোর মধ্য দিয়ে দুর্গাপূজার সমাপ্তি ঘটে। পূজামণ্ডপগুলোতে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন ভক্তরা। একে অপরের মুখে সিঁদুর মেখে উল্লাসে মাতেন সনাতনীরা। দুর্গোৎসবের আনন্দ ছুঁয়ে গেছে অভিনেত্রী পূজা চেরিকেও। গতকাল সিঁদুর খেলায় অংশ নেন তিনি।
আরো পড়ুন:
‘সবাই ধরে নেয় আমি ঋষি কাপুরের অবৈধ মেয়ে’
সংসার ভাঙার কারণে স্বামীকে ১১ মিলিয়ন ডলার দিতে হবে অভিনেত্রীর?
পূজামণ্ডপে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পূজা চেরি। এ সময় জানতে চাওয়া হয়, বিজয়া দশমীর দিনে দেবী দুর্গার কাছে কী চাইলেন? জবাবে এই অভিনেত্রী বলেন, “আমার যে গর্ভধারিণী মা মারা গেছেন সে যেন ভালো থাকেন। যেখানেই থাকেন যেন ভালো থাকেন এটাই চেয়েছি এবং দুর্গা মাকে বলেছি ‘তুমি যেন ভালো থেকো’। কারণ আমরা সবাই চেয়ে বেড়াই কিন্তু মাকে একটু জিজ্ঞেস করি না যে, ‘মা তুমি কেমন আছো?”
ব্যক্তিগত জীবনে পূজা চেরি এখনো একা। ফলে তার বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে এই অভিনেত্রী বলেন, “এখানে একজন সিঁদুর আমার গালে লাগিয়ে দিচ্ছিল, তখন তারা বলল, ‘প্রার্থনা করি আগামীবার যেন দাদাসহ মণ্ডপে আসতে পারো’।” এ কথা বলে একটু হাসি মুখে পূজা বলেন, “দেখ যাক কী হয়! চিন্তার বিষয় চিন্তা করে দেখি।”
পূজা চেরি শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে এসে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অল্প সময়ের মধ্যেই অভিনয় গুণে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি।
ঢাকা/শান্ত