গাজীপুরের শ্রীপুরে আকাশের দিকে পিস্তল তাক করে ফাঁকা গুলি ছোড়েন এক তরুণ। সেই দৃশ্য ধারণ করে পোস্ট করেন নিজের ফেসবুক প্রোফাইলে। শনিবার রাত থেকে ৫ সেকেন্ডের ওই ভিডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর পুলিশ ওই তরুণের খোঁজ শুরু করলে পালিয়ে যান তিনি। ফেসবুক থেকেও সরিয়ে ফেলেন ওই ভিডিও।
ভিডিওতে দেখা যায়, নির্মাণাধীন একটি ভবনের ছাদে হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছেন ওই তরুণ। ফুল হাতা কালো শার্ট পরা তরুণকে আকাশের দিকে পিস্তল তাক করে গুলি ছুড়তে দেখা যায়। অনুসন্ধানে জানা গেছে, ওই তরুণের নাম তেহিম মাতবর (১৮)। তাঁর বাড়ি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামে।
গাজীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হাজি ইসমাইল হোসেন ওই তরুণের পরিচয় নিশ্চিত করে বলেন, তেহিম মাতবর এলাকায় নানা অপরাধে জড়িত। এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয় সে। গুলি ছোড়ার ভিডিওটি তিনি দেখেছেন জানিয়ে বলেন, ওই তরুণই যে তেহিম, এটা নিশ্চিত করে বলতে পারেন।
স্থানীয় লোকজনের ভাষ্য, তেহিম মাতবরের নিয়ন্ত্রণে ১৫-২০ সদস্যের একটি কিশোর গ্যাং এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। লোকজনকে জিম্মি করে টাকা আদায়সহ নানা অপরাধে তারা জড়িত।
ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ। তবে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত তেহিম মাতবরকে গ্রেপ্তার করা যায়নি বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো
সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন? সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে ঠিক কোন কোন উপকার পাওয়া যায়। অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—
এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।
আরো পড়ুন:
যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে
লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?
দুই. সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।
তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
যেভাবে পুরোপুরি সুফল পাবেন
বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।
মনে রাখবেন, প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।
প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।
সূত্র: ওয়েবএমডি
ঢাকা/লিপি