মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ব্লকচেইনভিত্তিক ‘গ্রিন এলসি’ প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় ঋণপত্র ইস্যু প্রুফ অব কনসেপ্ট কার্যক্রমে সফলভাবে অংশগ্রহণ করেছে। দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের প্রযুক্তিগত সহযোগিতায় এ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এই কার্যক্রমে ওয়ান ব্যাংক পিএলসি বেনেফিসিয়ারি ব্যাংক হিসেবে যুক্ত ছিল।

বাংলাদেশের ট্রেড ফাইন্যান্স খাতে নিরাপদ, কাগজবিহীন ও সম্পূর্ণ ডিজিটাল ইকোসিস্টেম তৈরির প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে। ঋণপত্র লেনদেনের পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের প্রতিশ্রুতি বাস্তবায়নে এটি ব্যাংকের একটি নতুন পদক্ষেপ।

গত ১৪ জানুয়ারি জারি করা এফই সার্কুলার নং ০৬ অনুসারে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ নেয়া হয়েছে। সার্কুলারে ঋণপত্র প্রক্রিয়ার ট্রান্সমিশন, অ্যাডভাইজিং, প্রেজেন্টেশন, অ্যাকসেপ্টেন্সসহ প্রতিটি পর্যায়ে ইলেকট্রনিক সমাধান ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

গত ২৫ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রুফ অব কনসেপ্ট কার্যক্রমের উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার সাহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড.

মো. জাহিদ হোসেনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় স্পেকট্রামের এন্টারপ্রাইজ সেলস পরিচালক ফারহানুর রহমানও উপস্থিত ছিলেন।

ঢাকা/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

অসুস্থ ভিপি রাজিবের খোঁজখবর নিলেন বিএনপি নেতা আজাদ

‎ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিবের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) ও নারায়ণগঞ্জ - ২ আড়াইহাজার আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম আজাদ।

‎‎সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্কয়ার হাসপাতলে চিকিৎসাধীন বিএনপি নেতা রাজিবকে দেখতে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ।

‎‎এসময়ে তিনি রাজিবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা জন্য দোয়া করেন।

‎‎উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক রাজিবুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি শাকিল মিয়া, বিএনপি নেতা আনোয়ার সাদত সুমন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, যুবদল নেতা সুজন সরদার প্রমুখ।

‎‎উল্লেখ্য - নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব দীর্ঘদিন ধরেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসায় ছিলেন।

গত শুক্রবার তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পান্থপথের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।
 

সম্পর্কিত নিবন্ধ