এমডি নিয়োগে এবারই প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ
Published: 25th, July 2025 GMT
২০১১ সালে চট্টগ্রাম ওয়াসায় ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ তৈরি করা হয়েছিল। পুনর্গঠন করা হয়েছিল ওয়াসা বোর্ডও। তখন এমডি পদে নিয়োগ পান বোর্ডের তৎকালীন চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ। এরপর দীর্ঘ ১৪ বছর তিনি একটানা দায়িত্ব পালন করেছেন। তবে এবার এমডি নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকার এ কে এম ফজলুল্লাহকে আট দফায় নিয়োগ দেয়। এ পদে কখনো প্রতিযোগিতা হয়নি। কোনো বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়নি। সরকারের ইচ্ছায় নিয়োগ হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ‘বিতর্কিত’ এ কে এম ফজলুল্লাহকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। গত বছরের ৩০ অক্টোবর তাঁকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর পর থেকে এমডি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করে যোগ্য লোক খোঁজা শুরু করে মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত কর্মসম্পাদন সহায়তা কমিটি। অর্থাৎ ওয়াসার ইতিহাসে এবারই প্রথম এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হলো।
জানা গেছে, চলতি বছরের ২৪ মার্চ প্রথমবারের মতো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২৫ মার্চ আবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশ্লিষ্ট কমিটি। এরপর ৭ এপ্রিল সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে সব বিজ্ঞপ্তি বাতিল করে এখন নতুন করে আবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার কয়েকটি জাতীয় দৈনিকে নতুন আকারে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ওয়াসার জনসংযোগ কর্মকর্তা কাজী নূরজাহান শীলা।
এ কে এম ফজলুল্লাহর নানা কর্মকাণ্ড বিতর্ক তৈরি করেছিল। তিনি কোনো প্রকল্পের কাজই নির্ধারিত সময়ে শেষ করতে পারেননি। প্রায় প্রতিবছরই পানির দাম বাড়িয়েছেন। নিজের বেতন-ভাতা প্রায় দেড় শ শতাংশ বাড়ানোর আবদারও করেন।এ কে এম ফজলুল্লাহর বিদায়ের পর চট্টগ্রাম ওয়াসার এমডির দায়িত্ব পালন করেছেন স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা। গত ফেব্রুয়ারিতে তাঁকে বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক হিসেবে বদলি করা হয়। বর্তমানে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের দায়িত্ব পালন করছেন মনোয়ারা বেগম। পাশাপাশি তিনি চট্টগ্রাম ওয়াসার এমডির দায়িত্বও পালন করছেন।
১৯৬৩ সালে মাত্র তিনটি গভীর নলকূপ নিয়ে যাত্রা শুরু করেছিল চট্টগ্রাম ওয়াসা। শুরুতে সংস্থার প্রধানের পদ ছিল চেয়ারম্যান। এরপর ২০১১ সালে এসে এমডি পদটি সৃজন করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এমডির পদটি সংস্থাটির জন্য বেশ গুরুত্বপূর্ণ। তদারকি, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের কেন্দ্রবিন্দু হলো এই পদ। দায়িত্বে যিনি থাকেন, তিনি পুরো সংস্থার নকশা, উন্নয়ন, অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামোর নজরদারি করেন। গ্রাহকের কাছে প্রাথমিকভাবে এমডিই দায়বদ্ধ থাকেন। ফলে এ পদে কে নিয়োগ পাচ্ছেন, তা নিয়ে এখন ওয়াসায় আলোচনা চলছে।
সংস্থাটির ইতিহাসে একমাত্র এমডি এ কে এম ফজলুল্লাহ তাঁর আমলে অন্তত ১০টি বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা গড়ে তুলতে এসব প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে ৯টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। একটির কাজ চলছে। সব মিলিয়ে তিনি প্রায় ১৪ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন। তবে একের পর এক প্রকল্প নিলেও নগরে পানির সংকট কাটেনি। প্রকল্পের সুফল নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
এ কে এম ফজলুল্লাহর নানা কর্মকাণ্ড বিতর্ক তৈরি করেছিল। তিনি কোনো প্রকল্পের কাজই নির্ধারিত সময়ে শেষ করতে পারেননি। প্রায় প্রতিবছরই পানির দাম বাড়িয়েছেন। নিজের বেতন-ভাতা প্রায় দেড় শ শতাংশ বাড়ানোর আবদারও করেন। তবে বিদেশ সফর নিয়ে আলোচনা ছিল বেশি। তাঁর আমলেই ৪১ কর্মকর্তা-কর্মচারী উগান্ডায় প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন।
এমডি পদে ১৪ বছর ধরে অস্বচ্ছ প্রক্রিয়ায় এক ব্যক্তিকেই নিয়োগ দেওয়া হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের ইচ্ছায় এ কে এম ফজলুল্লাহ দফায় দফায় নিয়োগ পেয়েছেন। অবশেষে এ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আশা করা যায়, বর্তমান সরকার স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীকে এমডি পদে নিয়োগ দেবে।এস এম নাজের হোসাইন, সহসভাপতি, ক্যাবএখানেই শেষ নয়, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছিল। ২০২০ সালের ১১ সেপ্টেম্বর তাঁর নামে দুদক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বরাবর দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ করেছিলেন চট্টগ্রামের বাসিন্দা হাসান আলী। পরে ২৩ সেপ্টেম্বর অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়, তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। আদালতের ওই পদক্ষেপের পর ওয়াসা ভবনের একটি কক্ষে রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়।
বর্তমানে ওয়াসায় পয়োনিষ্কাশন প্রকল্পের কাজ চলমান। হালিশহর অঞ্চলে নির্মাণ করা হচ্ছে পয়ঃশোধনাগার। নগরজুড়ে বসানো হচ্ছে পয়ো–পাইপ সংযোগ। এর বাইরে নতুন দুটি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। একটি হলো উত্তর কাট্টলী অঞ্চলে (ক্যাচমেন্ট-৫) পয়োনিষ্কাশন প্রকল্প। আরেকটি পানি সরবরাহ উন্নয়ন প্রকল্প। দুই প্রকল্পে প্রায় ৬ হাজার ৭১৮ কোটি টাকা ব্যয় হবে। এসব প্রকল্প বাস্তবায়নে দ্রুত এ পদে নিয়োগপ্রক্রিয়া শেষ করা উচিত বলে মনে করেন নগরের গ্রাহক ও বিশেষজ্ঞরা।
বিজ্ঞপ্তির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ হবে বলে আশা করেন ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী জাতীয় প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় সহসভাপতি এস এম নাজের হোসাইন। তিনি প্রথম আলোকে বলেন, এমডি পদে ১৪ বছর ধরে অস্বচ্ছ প্রক্রিয়ায় এক ব্যক্তিকেই নিয়োগ দেওয়া হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের ইচ্ছায় এ কে এম ফজলুল্লাহ দফায় দফায় নিয়োগ পেয়েছেন। অবশেষে এ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আশা করা যায়, বর্তমান সরকার স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীকে এমডি পদে নিয়োগ দেবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স থ ন য় সরক র প রকল প র ক জ র জন য ব কর ছ ল র এমড প রথম
এছাড়াও পড়ুন:
নারী এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়
আগামী বছর প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ অস্ট্রেলিয়ার সিডনিতে হয়ে গেছে টুর্নামেন্টের ড্র। বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘বি’–তে । যে গ্রুপে তাদের সঙ্গী টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ৯ বারের চ্যাম্পিয়ন চীন, দ্বিতীয় সফল দল ২ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও মধ্য এশিয়ার দল উজবেকিস্তান।
টুর্নামেন্টের সূচিও চূড়ান্ত হয়ে গেছে। ২০২৬ সালের ৩ মার্চ এশিয়ান কাপে অভিষেক হবে বাংলাদেশের। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। ৬ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে উত্তর কোরিয়ার বিপক্ষে। এরপর তৃতীয় ম্যাচটি খেলতে বাংলাদেশকে যেতে হবে অস্ট্রেলিয়ার অন্য প্রান্তে। ৯ মার্চ পার্থ রেকটাঙ্গুলার স্টেডিয়ামে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ উজবেকিস্তান।
চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। গ্রুপের তৃতীয় দল উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারী দল খেলেছে মাত্র একটি ম্যাচ। সেটিও ১৪ বছর আগে ২০১১ সালে। ঢাকায় এশিয়ান কাপের বাছাইপর্বের সেই ম্যাচে ০-৩ গোলে হারে বাংলাদেশ।
ফিফা র্যাঙ্কিংয়ে কোন দল কোথায়* ৯ আগস্ট আপডেট হবে র্যাঙ্কিং। বাংলাদেশের এগোনোর সম্ভাবনা আছে।
আরও পড়ুননারী এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপে সাবেক দুই চ্যাম্পিয়ন ২ ঘণ্টা আগেগ্রুপের শীর্ষ দুইয়ে থাকলে তো বটেই, তৃতীয় হলেও সুযোগ মিলতে পারে কোয়ার্টার ফাইনাল খেলার। তিন গ্রুপের তিনটি তৃতীয় দলের সেরা দুটিও উঠবে শেষ আটে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।
কোয়ার্টার ফাইনাল শুরু হবে ১৩ মার্চ। সেমিফাইনাল দুটি ১৭ ও ১৮ মার্চ। সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় ফাইনাল ২১ মার্চ।
বাছাইপর্বে তিনটি ম্যাচই জিতেছে বাংলাদেশ