২০১১ সালে চট্টগ্রাম ওয়াসায় ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ তৈরি করা হয়েছিল। পুনর্গঠন করা হয়েছিল ওয়াসা বোর্ডও। তখন এমডি পদে নিয়োগ পান বোর্ডের তৎকালীন চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ। এরপর দীর্ঘ ১৪ বছর তিনি একটানা দায়িত্ব পালন করেছেন। তবে এবার এমডি নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকার এ কে এম ফজলুল্লাহকে আট দফায় নিয়োগ দেয়। এ পদে কখনো প্রতিযোগিতা হয়নি। কোনো বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়নি। সরকারের ইচ্ছায় নিয়োগ হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ‘বিতর্কিত’ এ কে এম ফজলুল্লাহকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। গত বছরের ৩০ অক্টোবর তাঁকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর পর থেকে এমডি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করে যোগ্য লোক খোঁজা শুরু করে মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত কর্মসম্পাদন সহায়তা কমিটি। অর্থাৎ ওয়াসার ইতিহাসে এবারই প্রথম এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হলো।

জানা গেছে, চলতি বছরের ২৪ মার্চ প্রথমবারের মতো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২৫ মার্চ আবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশ্লিষ্ট কমিটি। এরপর ৭ এপ্রিল সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে সব বিজ্ঞপ্তি বাতিল করে এখন নতুন করে আবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার কয়েকটি জাতীয় দৈনিকে নতুন আকারে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ওয়াসার জনসংযোগ কর্মকর্তা কাজী নূরজাহান শীলা।

এ কে এম ফজলুল্লাহর নানা কর্মকাণ্ড বিতর্ক তৈরি করেছিল। তিনি কোনো প্রকল্পের কাজই নির্ধারিত সময়ে শেষ করতে পারেননি। প্রায় প্রতিবছরই পানির দাম বাড়িয়েছেন। নিজের বেতন-ভাতা প্রায় দেড় শ শতাংশ বাড়ানোর আবদারও করেন।

এ কে এম ফজলুল্লাহর বিদায়ের পর চট্টগ্রাম ওয়াসার এমডির দায়িত্ব পালন করেছেন স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা। গত ফেব্রুয়ারিতে তাঁকে বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক হিসেবে বদলি করা হয়। বর্তমানে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের দায়িত্ব পালন করছেন মনোয়ারা বেগম। পাশাপাশি তিনি চট্টগ্রাম ওয়াসার এমডির দায়িত্বও পালন করছেন।

১৯৬৩ সালে মাত্র তিনটি গভীর নলকূপ নিয়ে যাত্রা শুরু করেছিল চট্টগ্রাম ওয়াসা। শুরুতে সংস্থার প্রধানের পদ ছিল চেয়ারম্যান। এরপর ২০১১ সালে এসে এমডি পদটি সৃজন করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এমডির পদটি সংস্থাটির জন্য বেশ গুরুত্বপূর্ণ। তদারকি, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের কেন্দ্রবিন্দু হলো এই পদ। দায়িত্বে যিনি থাকেন, তিনি পুরো সংস্থার নকশা, উন্নয়ন, অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামোর নজরদারি করেন। গ্রাহকের কাছে প্রাথমিকভাবে এমডিই দায়বদ্ধ থাকেন। ফলে এ পদে কে নিয়োগ পাচ্ছেন, তা নিয়ে এখন ওয়াসায় আলোচনা চলছে।

সংস্থাটির ইতিহাসে একমাত্র এমডি এ কে এম ফজলুল্লাহ তাঁর আমলে অন্তত ১০টি বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা গড়ে তুলতে এসব প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে ৯টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। একটির কাজ চলছে। সব মিলিয়ে তিনি প্রায় ১৪ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন। তবে একের পর এক প্রকল্প নিলেও নগরে পানির সংকট কাটেনি। প্রকল্পের সুফল নিয়েও রয়েছে নানা প্রশ্ন।

এ কে এম ফজলুল্লাহর নানা কর্মকাণ্ড বিতর্ক তৈরি করেছিল। তিনি কোনো প্রকল্পের কাজই নির্ধারিত সময়ে শেষ করতে পারেননি। প্রায় প্রতিবছরই পানির দাম বাড়িয়েছেন। নিজের বেতন-ভাতা প্রায় দেড় শ শতাংশ বাড়ানোর আবদারও করেন। তবে বিদেশ সফর নিয়ে আলোচনা ছিল বেশি। তাঁর আমলেই ৪১ কর্মকর্তা-কর্মচারী উগান্ডায় প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন।

এমডি পদে ১৪ বছর ধরে অস্বচ্ছ প্রক্রিয়ায় এক ব্যক্তিকেই নিয়োগ দেওয়া হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের ইচ্ছায় এ কে এম ফজলুল্লাহ দফায় দফায় নিয়োগ পেয়েছেন। অবশেষে এ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আশা করা যায়, বর্তমান সরকার স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীকে এমডি পদে নিয়োগ দেবে।এস এম নাজের হোসাইন, সহসভাপতি, ক্যাব

এখানেই শেষ নয়, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছিল। ২০২০ সালের ১১ সেপ্টেম্বর তাঁর নামে দুদক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বরাবর দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ করেছিলেন চট্টগ্রামের বাসিন্দা হাসান আলী। পরে ২৩ সেপ্টেম্বর অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়, তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। আদালতের ওই পদক্ষেপের পর ওয়াসা ভবনের একটি কক্ষে রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়।

বর্তমানে ওয়াসায় পয়োনিষ্কাশন প্রকল্পের কাজ চলমান। হালিশহর অঞ্চলে নির্মাণ করা হচ্ছে পয়ঃশোধনাগার। নগরজুড়ে বসানো হচ্ছে পয়ো–পাইপ সংযোগ। এর বাইরে নতুন দুটি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। একটি হলো উত্তর কাট্টলী অঞ্চলে (ক্যাচমেন্ট-৫) পয়োনিষ্কাশন প্রকল্প। আরেকটি পানি সরবরাহ উন্নয়ন প্রকল্প। দুই প্রকল্পে প্রায় ৬ হাজার ৭১৮ কোটি টাকা ব্যয় হবে। এসব প্রকল্প বাস্তবায়নে দ্রুত এ পদে নিয়োগপ্রক্রিয়া শেষ করা উচিত বলে মনে করেন নগরের গ্রাহক ও বিশেষজ্ঞরা।

বিজ্ঞপ্তির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ হবে বলে আশা করেন ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী জাতীয় প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় সহসভাপতি এস এম নাজের হোসাইন। তিনি প্রথম আলোকে বলেন, এমডি পদে ১৪ বছর ধরে অস্বচ্ছ প্রক্রিয়ায় এক ব্যক্তিকেই নিয়োগ দেওয়া হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের ইচ্ছায় এ কে এম ফজলুল্লাহ দফায় দফায় নিয়োগ পেয়েছেন। অবশেষে এ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আশা করা যায়, বর্তমান সরকার স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীকে এমডি পদে নিয়োগ দেবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স থ ন য় সরক র প রকল প র ক জ র জন য ব কর ছ ল র এমড প রথম

এছাড়াও পড়ুন:

সিলেটে বাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ২২

ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলন কেন্দ্র করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সিলেট কার্যালয়ে অভিযান চালিয়ে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) সকালে নগরের আম্বরখানাস্থ বাসদ কার্যালয় থেকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। 

বাসদ নেতারা অভিযোগ করেছেন, সকালে নিয়মিত পাঠচক্র চলাকালে হঠাৎ পুলিশ কার্যালয় ঘেরাও করে নেতাকর্মীদের ধরে নিয়ে যায়। 

আরো পড়ুন:

যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অর্থ সহায়তা দিল শিবির

বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে সিকৃবি উপাচার্যের অঙ্গীকার

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘‘নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ (শনিবার) ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা নগরে কর্মসূচি পালনের চেষ্টা করেছিল। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা মিললে তাদের গ্রেপ্তার দেখানো হবে। গ্রেপ্তারদের নাম পরবর্তীতে জানানো হবে।’’ 

বাসদের সিলেট জেলা সভাপতি আবু জাফর বলেন, ‘‘ব্যাটারিচালিত রিকশার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আজ (শনিবার) চৌহাট্টা থেকে আমাদের পূর্বঘোষিত ‘ভুখা মিছিল’ কর্মসূচি ছিল। কিন্তু শুক্রবার (৩১ অক্টোবর) রাতে পুলিশ নিষেধাজ্ঞা দেয়। এরপর আমরা কর্মসূচি স্থগিত করি। তবে সব শ্রমিককে তা জানানো সম্ভব হয়নি। সকালে শহীদ মিনার এলাকায় কয়েকজন শ্রমিক জড়ো হন। কিন্তু কার্যালয়ে শুধু পাঠচক্র চলছিল। সেখানে অভিযান চালিয়ে পুলিশ ২২ নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে।’’

এর আগে একই ইস্যুতে শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাতে নগরের আখালিয়া কালীবাড়ী এলাকার বাসা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকেও আটক করে পুলিশ।

গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে আন্দোলন করেন ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকরা। ওই সময় আনোয়ার হোসেন সুমনসহ কয়েকজন বামঘরানার রাজনীতিকও আন্দোলনে অংশ নেন। আন্দোলনকারীরা ব্যাটারি রিকশা চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবি তুলে ধরে তা মেনে নিতে রবিবার (২ নভেম্বর) পর্যন্ত সময় বেঁধে দেন। সেই আলটিমেটাম শেষ হওয়ার একদিন আগে সিপিবির সুমন ও বাসদের ২২ নেতাকর্মীকে আটক করা হলো।

শনিবার (১ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, ‘‘ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনে তৃতীয় পক্ষ ইন্ধন দিচ্ছে। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘাতের আশঙ্কায় রবিবারের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।’’ 

গত সেপ্টেম্বরের শেষ দিকে সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে শতাধিক রিকশা জব্দ ও একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর থেকে নগরে ব্যাটারি রিকশা চলাচল বন্ধ রয়েছে। 
 

ঢাকা/নুর/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • স্টিভ জবসের পথেই রয়েছেন টিম কুক
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক
  • বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার
  • সিলেটে বাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ২২