কে হবেন ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি, মোদি ফিরলে সিদ্ধান্ত
Published: 25th, July 2025 GMT
কে হবেন ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি, সেই কৌতূহলের অবসান ঘটবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে ফেরার পর। তবে ক্ষমতাসীন দল বিজেপি এটুকু বুঝতে পারছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে দলের প্রতি শতভাগ নিবেদিত, এমন কাউকে ওই পদে বসানো উচিত। বিদায়ী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আচরণ থেকে শিক্ষা নিয়েই বিজেপির ওই সিদ্ধান্ত।
ক্ষমতাসীন দলের পাশাপাশি বিরোধীরাও এই নির্বাচনকে ঘিরে কৌশলী হতে চাইছে। বিরোধীরা ঠিক করেছে, সম্মিলিত প্রার্থী ঠিক করেই তারা উপরাষ্ট্রপতি ভোটে লড়াই করবে। সে জন্য ইন্ডিয়া জোটের প্রতিটি শরিকের সঙ্গে কথা বলা হবে। হার অবধারিত জেনেও বিরোধীরা চাইছে বিহার ভোটের আগে নিজেদের ঐক্যবদ্ধতার প্রমাণ রাখতে। প্রধান বিরোধী দল কংগ্রেস গতবারের মতো ভুল এবার আর করতে চায় না।
উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নির্বাচন কমিশন শুরু করে দিলেও ভোট কবে হবে, সেই তফসিল এখনো ঘোষণা করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের যুক্তরাজ্য সফর শেষে আজ শুক্রবার মালদ্বীপে পৌঁছেছেন। সেখানেও দুই দিনের সফরে মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবস এবং ভারত–মালদ্বীপ কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। নরেন্দ্র মোদি মালদ্বীপ সফর শেষ করে দেশে ফিরলে বিজেপি প্রার্থী পছন্দের কাজ সেরে ফেলবে। দ্বিধাহীন আনুগত্য আছে, এমন প্রার্থী বেছে নেওয়ার পর শরিকদের সঙ্গে বিজেপি নেতৃত্ব আলোচনা সারবে। দলের এক সূত্রের কথায়, এ ক্ষেত্রে বিজেপি শরিকদের সঙ্গে আগাম আলোচনায় বসতে বিশেষ রাজি নয়।
বিজেপি কাকে প্রার্থী ঠিক করে, তা দেখে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ তাদের প্রার্থী বাছাই নিয়ে আলোচনায় বসবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবার কংগ্রেস গতবারের ভুলের পুনরাবৃত্তি করতে রাজি নয়। ২০২২ সালে উপরাষ্ট্রপতি নির্বাচনে অন্য কারও সঙ্গে আলোচনা না করেই কংগ্রেস তাদের প্রার্থী মার্গারেট আলভার নাম ঘোষণা করেছিল। সেই প্রার্থীকে তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি মেনে নেয়নি। ওই দুই দল ধনখড় বা আলভা কাউকেই ভোট দেয়নি। বিরোধীদের মোট ৫৫ জন ভোটদানে বিরত ছিলেন। ধনখড় জিতেছিলেন ৩৪৬ ভোটে।
লোকসভা ও রাজ্যসভার সদস্যদের ভোটে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। দুই কক্ষেই সরকারপক্ষের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কাজেই ‘ক্রস ভোটিং’ না হলে শাসক দলের প্রার্থীর জয় নিয়ে সংশয় নেই। লোকসভা ও রাজ্যসভার মিলিত সদস্যসংখ্যা ৭৮২। জয়ের জন্য প্রয়োজন ৩৯২ জনের সমর্থন। লোকসভায় বিজেপি ও তার জোটসঙ্গীদের মোট ভোট ২৯৩। রাজ্যসভায় শাসক জোটের রয়েছে ১৩০ জনের সমর্থন। তুলনায় লোকসভায় ইন্ডিয়া জোটের ভোট ২৩৪ জন, রাজ্যসভায় ৭৯।
দল ও আদর্শের প্রতি শতভাগ নিবেদিত ও প্রশ্নহীন আনুগত্য থাকা নেতার সংখ্যা বিজেপিতে কম নয়। তাঁদের মধ্যে কাকে উপরাষ্ট্রপতি করা যেতে পারে, তা চূড়ান্ত হবে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আরএসএস প্রধান মোহন ভাগবতের আলোচনার ভিত্তিতে। বিজেপিতে এই মুহূর্তে মোদি ও অমিত শাহর ইচ্ছাই প্রথম ও শেষ কথা। তাঁরা চাইছেন রাজনাথ সিংয়ের মতো এমন কাউকে পছন্দ করতে, যিনি সংঘের আদর্শে অনুপ্রাণিত, দলের প্রতি নিবেদিত এবং সংসদীয় গণতন্ত্রে অভিজ্ঞ। প্রবলভাবে পরিচিত এবং বিরোধীদের সঙ্গে যাঁর রাজনৈতিক সখ্য সুবিদিত, এমন ব্যক্তিকে বেছে নিতে দল আগ্রহী। আবার বিহার বিধানসভা ভোট প্রভাবিত করবে, এমন কাউকে যদি প্রার্থী বাছতে হয় এবং সেই বাছাইয়ের মধ্য দিয়ে যদি সর্বভারতীয় রাজনৈতিক বার্তা দিতে হয়, তাহলে আরিফ মহম্মদ খানের মতো কাউকে পছন্দ করা যেতে পারে। কংগ্রেস, জনতা দল ও বহুজন সমাজ পার্টি হয়ে আরিফ মহম্মদ খান ২০০৪ সালে বিজেপিতে যোগ দেন। মোদির বিশ্বাসভাজন আরিফ মহম্মদ খান কিছুকাল আগেও কেরালার রাজ্যপাল ছিলেন। বর্তমানে তিনি বিহারের রাজ্যপাল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপর ষ ট রপত র জ যসভ দল র প ল কসভ
এছাড়াও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে গবেষণা পুরস্কার এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আবেদন করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগ ‘রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার’ ও ‘রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ফিজিক্স’ প্রদানের জন্য দেশের পদার্থবিজ্ঞানী ও গবেষকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
কোন সালের জন্য পুরস্কার —ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ড থেকে ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের গবেষণা কাজের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
পুরস্কার মল্যমান কত —১. পদার্থবিজ্ঞান বিষয়ে মৌলিক গবেষণার জন্য পুরস্কার পাওয়া গবেষককে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হবে।
২. পদার্থবিজ্ঞান বিষয়ে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে একজন বিজ্ঞানী বা গবেষককে নগদ ৫০ হাজার টাকা মূল্যের রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ —আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে জমা দিতে—আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তিন কপি আবেদনপত্র, তিন প্রস্থ জীবনবৃত্তান্ত, তিন প্রস্থ গবেষণাকর্ম এবং তিন কপি ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
দরকারি তথ্য—১. জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রকাশিত গবেষণাকর্ম পুরস্কারের জন্য বিবেচিত হবে।
২. যৌথ গবেষণা কাজের ক্ষেত্রে গবেষণা পুরস্কারের অর্থ সমান হারে বণ্টন করা হবে। এ ক্ষেত্রে সহযোগী গবেষক বা গবেষকের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
৩. আবেদনকারী যে বছরের জন্য আবেদন করবেন পাবলিকেশন ওই বছরের হতে হবে।
৪. একই পাবলিকেশন দিয়ে পরবর্তী বছরের জন্য আবেদন করা যাবে না।
৫. কোন কারণে একজন প্রার্থী পুরস্কারের জন্য আবেদন করলে প্রার্থিতার স্বল্পতা বিবেচনা করে তাঁর আবেদন বিবেচনা করা হবে।
৬. পরীক্ষক তাঁর গবেষণা কাজের পুরস্কারের জন্য সুপারিশ না করলে তাঁকে পুরস্কারের বিষয়ে বিবেচনা করা হবে না।
৭. পদার্থবিজ্ঞানে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার একবার প্রাপ্ত গবেষকও পরবর্তী সময়ে আবেদন করতে পারবেন।
৮. নতুন গবেষককে অগ্রাধিকার দেওয়া হবে।
৯. যদি মানসম্মত গবেষণা কাজ না পাওয়া যায়, সে ক্ষেত্রে পূর্বের পুরস্কার পাওয়া গবেষকের নতুন গবেষণা কাজের পুরস্কারের জন্য পরীক্ষকের সুপারিশের ভিত্তিতে বিবেচনা করা হবে।
# আবেদন জমা দেওয়ার ঠিকানা: প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।