দীর্ঘ ৩০ বছর ধরে মোহাম্মদপুরে ব্যবসা করছি। এই এলাকার প্রতিটি গলি, প্রতিটি পরিবর্তন বলতে গেলে আমার চোখের সামনে ঘটেছে। সময়ের পরিক্রমায় অনেক কিছু বদলেছে—মানুষের মুখ, বাজারের ধরন, এমনকি রাজনীতির আবহাওয়াও। তবে একটা বিষয় কখনো বদলায় না, সেটা হলো আমাদের মতো সাধারণ মানুষের প্রত্যাশা আর সেই প্রত্যাশা পূরণের ঘাটতি।
গত বছরের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময়কার অভিজ্ঞতা আমার স্মৃতিতে এখনো টাটকা। আমি ব্যবসা করি রাস্তার পাশে। সেখানে প্রতিদিন নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দেখা হয়, কথা হয়। আন্দোলনের আগে থেকেই টান টান উত্তেজনা অনুভব করছিলাম। মানুষ কথা বলছিল, অস্থিরতা বাড়ছিল। তারপর যখন আন্দোলন শুরু হলো, তখন আসলে বোঝা গেল, পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে।
আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের স্যালুট দিয়ে ভাইরাল হন রিকশাচালক মো.সুজন খান। সেটি মনে রেখে সম্প্রতি তিনি একই ভঙ্গিতে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট