বাঘাইছড়িতে মারিশ্যা-দীঘিনালা সড়কে ৮ ঘণ্টার পর যান চলাচল স্বাভাবিক
Published: 3rd, August 2025 GMT
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা-দীঘিনালা সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ধসের আট ঘণ্টা পর সড়ক থেকে স্তূপ হয়ে থাকা মাটি সরানো হয়েছে। এতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে সড়কে ধসে পড়া মাটি পরিষ্কারের পর কাদামাটি রয়ে গেছে। এতে সড়ক পিচ্ছিল হয়ে পড়েছে বলে চালকেরা জানিয়েছেন।
যানবাহন চালক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সারা রাত ভারী বৃষ্টি হয়। বৃষ্টির কারণে বাঘাইছড়ির মারিশ্যা-দীঘিনালা সড়কের ৯, ১০ ও ১৪ কিলোমিটার এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মীরা মাটি সরানোর কাজ শুরু করেন। টানা আট ঘণ্টা কাজ করে বেলা তিনটার দিকে সড়ক থেকে ধসে পড়া মাটি সরানো সম্ভব হয়। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। তবে সড়কে পড়ে থাকা কাদা ও পলি সরানো সম্ভব হয়নি। ওই এলাকায় বৃষ্টি হলে আবারও পাহাড়ধসের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
৯ কিলো এলাকার বাসিন্দা সমর জ্যোতি চাকমা বলেন, সড়ক থেকে ধসে পড়া মাটি সরানো হয়েছে ঠিকই। কিন্তু ঝুঁকি রয়ে গেছে। ধসে পড়া স্থানে আবারও যেকোনো মুহূর্তে পাহাড়ধসের ঘটনা ঘটতে পারে। তা ছাড়া সড়ক থেকে পরিষ্কার করে মাটি সরানোর পরও কাদার কারণে সড়ক পিচ্ছিল হয়ে উঠেছে।
খাগড়াছড়ি সওজ নির্বাহী প্রকৌশলী মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।
ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”
জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।
ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”
ঢাকা/শাহেদ