তখন বেলা পড়ে এসেছে। কালো রঙের চীনা হাঁসের মতো চিপচিপে গলা বাড়িয়ে তরতর করে জলের নালা পেরিয়ে আসছে একেকটি নৌকা। তাতে দু–একজন করে লোক। কেউ নৌকা বাইছেন, কেউ বসে আছেন। সব কটি নৌকাতেই কমবেশি মাছ। তাঁরা মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওর থেকে মাছ ধরে দিনের শেষে একটি অস্থায়ী ঘাটে ফিরছেন। সেখানে অপেক্ষায় মাছের পাইকার আর ক্রেতা।
মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ও আখাইলকুরা ইউনিয়নের সংযোগস্থল কাউয়াদীঘি হাওরপারের কালাইপুরা এলাকার একটি কালভার্টের ওপর এই হাট বসেছে। সকালে ও বিকেলে কাউয়াদীঘি হাওরে মাছ ধরে মৎস্যজীবীরা এ ঘাটে মাছ বিক্রি করতে আসেন। খুচরা মৎস্য ব্যবসায়ীরা ওখান থেকে পাইকারি দরে মাছ কিনে ছড়িয়ে পড়েন ছোট-বড় গ্রামীণ হাটের দিকে, শহরের দিকে। শ্রাবণ থেকে কার্তিক মাস—এ সময়ে এই অস্থায়ী হাট বসে। এখানে শুধু কাউয়াদীঘি হাওরের তাজা মাছই ওঠে।
হাওরের তাজা মাছ পেতে যেতে হবে কাউয়াদীঘি হাওরপারের করমউল্লাপুর কালভার্ট ঘাটে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অসুস্থ ভিপি রাজিবের খোঁজখবর নিলেন বিএনপি নেতা আজাদ
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিবের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) ও নারায়ণগঞ্জ - ২ আড়াইহাজার আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম আজাদ।
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্কয়ার হাসপাতলে চিকিৎসাধীন বিএনপি নেতা রাজিবকে দেখতে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ।
এসময়ে তিনি রাজিবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা জন্য দোয়া করেন।
উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক রাজিবুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি শাকিল মিয়া, বিএনপি নেতা আনোয়ার সাদত সুমন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, যুবদল নেতা সুজন সরদার প্রমুখ।
উল্লেখ্য - নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব দীর্ঘদিন ধরেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসায় ছিলেন।
গত শুক্রবার তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পান্থপথের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।