ওয়েম্বলি স্টেডিয়ামে ইতিহাস গড়ল ব্ল্যাকপিঙ্ক
Published: 16th, August 2025 GMT
এদিন ব্ল্যাকপিঙ্ক যেন পণ করে এসেছিল, প্রমাণ করবে, তারাই এ সময়ের দুনিয়ার সেরা গার্ল গ্রুপ। গত শুক্রবার রাতে লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ২ ঘণ্টা ৩০ মিনিটের গান ও নাচ মিলিয়ে দর্শকেরা যেন চলে গিয়েছিলেন জাদুবাস্তবতার দুনিয়ায়।
জিসু, জেনি, রোজে ও লিসা—এই চার সদস্যের দল প্রথম কে-পপ গার্ল ব্যান্ড হিসেবে ওয়েম্বলির মঞ্চে পারফর্ম করল। তাদের আগে এই মঞ্চে পারফর্ম করে গেছেন মাইকেল জ্যাকসন, টেলর সুইফট, বিটিএস, ওয়েসিসসহ পৃথিবীর নানা দেশের বিখ্যাত সব ব্যান্ড ও শিল্পীরা। ফ্রেডি মার্কারির কুইন ব্যান্ডের বিখ্যাত ‘লাইভ এইড’ কনসার্টটি এখানেই হয়েছিল। সব মিলিয়ে এটা ছিল ব্ল্যাকপিঙ্কের জন্য স্বপ্নপূরণের মতো।
এদিন কনসার্টের ফাঁকে লিসা বলেন, ‘ওয়েম্বলিতে পারফর্ম করা আমাদের জন্য এক সম্মানের। ৭০ হাজার দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই রাতকে অসাধারণ করে তুলেছেন।’ জেনি যোগ করেন, ‘এটা এক মহাকাব্যিক স্বপ্ন। এখনো বিশ্বাস করা মুশকিল।’ রোজে আরও বলেন, ‘লন্ডনে শেষবারের মতো আসা ছিল দারুণ এক স্মৃতি কিন্তু এবারের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন মাত্রার।’
ব্ল্যাকপিঙ্কের সদস্যরা। ছবি: ব্যান্ডের এজেন্সির সৌজন্যে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অসুস্থ ভিপি রাজিবের খোঁজখবর নিলেন বিএনপি নেতা আজাদ
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিবের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) ও নারায়ণগঞ্জ - ২ আড়াইহাজার আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম আজাদ।
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্কয়ার হাসপাতলে চিকিৎসাধীন বিএনপি নেতা রাজিবকে দেখতে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ।
এসময়ে তিনি রাজিবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা জন্য দোয়া করেন।
উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক রাজিবুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি শাকিল মিয়া, বিএনপি নেতা আনোয়ার সাদত সুমন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, যুবদল নেতা সুজন সরদার প্রমুখ।
উল্লেখ্য - নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব দীর্ঘদিন ধরেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসায় ছিলেন।
গত শুক্রবার তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পান্থপথের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।