১৭৩০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৫১৯০ টাকায়
Published: 17th, August 2025 GMT
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নাসির মাঝি (৩৫) নামে জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৭৩০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। রবিবার (১৭ আগস্ট) ভোরে বঙ্গোপসাগরের চর বিজয় সংলগ্ন এলাকায় মাছটি ধরা পড়ে।
সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা মৎস্য মার্কেটে মাছটি আনা হয়। নিলামের মাধ্যমে রাসেল ফিসের স্বত্ত্বাধিকারী রাসেল মিয়া ৩ হাজার টাকা কেজি দরে ৫ হাজার ১৯০ টাকায় মাছটি কিনে নেন।
জেলে নাসির মাঝি বলেন, “গতকাল শনিবার সন্ধ্যায় ইঞ্জিনচালিত ডিঙ্গি ট্রলার নিয়ে সাগরে মাছ শিকারে যাই। রাতে চর বিজয় সংলগ্ন এলাকায় জাল ফেলি। সকালে জাল টানার পর অন্যান্য মাছের সঙ্গে ইলিশটিও উঠে আসে।”
আরো পড়ুন:
মারা যাচ্ছে বাগদা চিংড়ি, দিশেহারা বাগেরহাটের চাষিরা
সাগরে ভাসছিল ২২ কেজির কোরাল, ধরা পড়ল জালে
তিনি আরো বলেন, “এতো বড় সাইজের ইলিশ সচরাচর ধরা পড়ে না। আমার জালে বড় ইলিশটি ধরা পড়ায় শুকরিয়া আদায় করেছি। দামও ভালো পেয়েছি।”
রাসেল ফিসের স্বত্ত্বাধিকারী রাসেল মিয়া বলেন, “সব সময় বড় ইলিশ মেলে না। আজ বাজারে আসা সবেচেয়ে বড় ইলিশ ছিল এটি। এ কারণে সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কিনে নিয়েছি। এটি বিক্রির জন্য উত্তরাচঞ্চলের দিকে পাঠাতে পারি। এখনো সিদ্ধান্ত নেইনি।”
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এখন অনেক জেলেই ইলিশসহ বিভিন্ন প্রজাতির বড় সাইজের মাছ পাচ্ছেন। বৃষ্টির কারণে গভীর সমুদ্রের মাছ তীরের দিকে চলে আসছে। আসা করছি, সব জেলেরাই মাছ পাবেন।”
ঢাকা/ইমরান/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অসুস্থ ভিপি রাজিবের খোঁজখবর নিলেন বিএনপি নেতা আজাদ
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিবের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) ও নারায়ণগঞ্জ - ২ আড়াইহাজার আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম আজাদ।
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্কয়ার হাসপাতলে চিকিৎসাধীন বিএনপি নেতা রাজিবকে দেখতে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ।
এসময়ে তিনি রাজিবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা জন্য দোয়া করেন।
উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক রাজিবুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি শাকিল মিয়া, বিএনপি নেতা আনোয়ার সাদত সুমন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, যুবদল নেতা সুজন সরদার প্রমুখ।
উল্লেখ্য - নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব দীর্ঘদিন ধরেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসায় ছিলেন।
গত শুক্রবার তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পান্থপথের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।