দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি চলছে। চলতি অর্থবছরের ৩০ জুন থেকে ২২ আগস্ট পর্যন্ত এই বন্দর দিয়ে ২ হাজার ৯১ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে। এ থেকে বাংলাদেশ সরকার আয় করেছে ১৭ লাখ ১০ হাজার ৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি প্রায় ১৮ কোটি টাকা।

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি মূলত আমদানি নির্ভর হলেও ধীরে ধীরে বাড়ছে রপ্তানি কার্যক্রম। বর্তমানে রাইস ব্রান (তুষের তেল), টোস্ট বিস্কুট, ম্যাংগো জুস, ঝুট কাপড়, নুডুলসসহ বিভিন্ন ধরনের বেকারি পণ্য ভারতে রপ্তানি হচ্ছে এই বন্দর দিয়ে। সবশেষ গত ২৫ ফেব্রুয়ারি হিলি থেকে ভারতে পণ্য রপ্তানি হয়েছিল।

আরো পড়ুন:

হিলি স্থলবন্দরে কাঁচা মরিচ ১১০ টাকা অথচ খুচরায় ১৬০

ভোমরায় ৩ দিনে এল ২ হাজার টন পেঁয়াজ

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক বিপুল আহমেদ বলেন, “ভারতের অভ্যন্তরে কিছু জটিলতা আছে। সেগুলো দ্রুত সমাধান হলে হিলি স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানির পরিমাণ আরো বৃদ্ধি পাবে। ফলে সরকারের আয় বৃদ্ধি পাবে।” 

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দীন বলেন, “সরকারের প্রচেষ্টায় রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় বৈদেশিক মুদ্রার আয় বেড়েছে। এই বন্দরে প্রায় দুই মাসে রপ্তানিতে রাজস্ব আদায় হয়েছে ১৮ কোটি টাকা।” 

ঢাকা/মোসলেম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ