বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেদী হাসান দোলনের শুভেচ্ছা
Published: 1st, September 2025 GMT
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন।
দোলন বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এক ঐতিহাসিক মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার যখন ভূলুণ্ঠিত, ঠিক তখনই তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং দেশকে এক নতুন দিশা দেখিয়েছিলেন। তিনি স্মরণ করেন যে কীভাবে জিয়াউর রহমান একদলীয় শাসনের অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, যা দেশের রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে দোলন বলেন, দেশের গণতন্ত্র স্বৈরাচারী সরকারের হাতে গত ১৭ বছর ধরে জিম্মি ছিল। তখন মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যা শহীদ জিয়ার প্রতিষ্ঠিত গণতন্ত্রের মূল আদর্শের পরিপন্থী।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে মেহেদী হাসান দোলন সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের প্রধান শপথ হোক গণতন্ত্র পুনরুদ্ধার করা। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব।
তিনি আরও বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি আপামর জনসাধারণের অধিকার আদায়ের প্রতীক। শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্ব এবং তারেক রহমানের দূরদর্শিতায় আগামীর বাংলাদেশ হবে স্বনির্ভর বাংলাদেশ, ইনশাআল্লাহ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ গণতন ত র ব এনপ
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
ফতুল্লায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ‘বেলী ফুড’ নামে একটি কারখানার কার্যক্রম অবৈধভাবে পরিচালনার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার বুধবার (১৭ সেপ্টেম্বর) এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি ফতুল্লা এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানকালে ‘বেলী ফুড’ নামের প্রতিষ্ঠানটির পরিবেশগত ছাড়পত্র দেখাতে ব্যর্থ হয়। পরিবেশ দূষণ রোধে এবং আইন মেনে চলার বাধ্যবাধকতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণকারী অবৈধ কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পরিবেশ সুরক্ষায় এবং আইন মেনে চলতে সকল প্রতিষ্ঠানকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা পরিবেশ আইন লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।