বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেদী হাসান দোলনের শুভেচ্ছা
Published: 1st, September 2025 GMT
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন।
দোলন বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এক ঐতিহাসিক মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার যখন ভূলুণ্ঠিত, ঠিক তখনই তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং দেশকে এক নতুন দিশা দেখিয়েছিলেন। তিনি স্মরণ করেন যে কীভাবে জিয়াউর রহমান একদলীয় শাসনের অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, যা দেশের রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে দোলন বলেন, দেশের গণতন্ত্র স্বৈরাচারী সরকারের হাতে গত ১৭ বছর ধরে জিম্মি ছিল। তখন মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যা শহীদ জিয়ার প্রতিষ্ঠিত গণতন্ত্রের মূল আদর্শের পরিপন্থী।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে মেহেদী হাসান দোলন সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের প্রধান শপথ হোক গণতন্ত্র পুনরুদ্ধার করা। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব।
তিনি আরও বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি আপামর জনসাধারণের অধিকার আদায়ের প্রতীক। শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্ব এবং তারেক রহমানের দূরদর্শিতায় আগামীর বাংলাদেশ হবে স্বনির্ভর বাংলাদেশ, ইনশাআল্লাহ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ গণতন ত র ব এনপ
এছাড়াও পড়ুন:
সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও চ্যানেল ২৪ এর স্টাফ করোসপনডেন্ট আহসান সাদিক শাওনের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ । শুক্রবার ( ১ লা নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে তারা এ শোক প্রকাশ করেন।
গনমাধ্যমে পাঠানো শোক বার্তায় বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের আহবায়ক জি এম সুমন বলেন, মরহুমার মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ গভীর ভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, দীর্ঘ ১ মাস অসুস্থ থাকার পর গত বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।