চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চিটাগাং ইন্টারন্যাশনাল অল উইমেন ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৫’। ৪-৬ সেপ্টেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এ উৎসব। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে নারী নির্মাতাদের চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র। এটি সকলের জন্য উন্মুক্ত। 

নারীদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে বিশ্বজুড়ে নারী নির্মাতাদের অনুপ্রাণিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ফিল্ম ফর আস, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ফিল্ম ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে সহযোগিতা করেছে কানেক্টহার। সেরা ফিকশন ও সেরা ডকুমেন্টারি বিভাগে প্রদর্শিত হবে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র।  

আরো পড়ুন:

ফেরদৌসের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন শ্রীলেখা

পরিচালকের বিরুদ্ধে নায়িকার বিস্ফোরক অভিযোগ

প্রথম আসরে প্রতিযোগিতা বিভাগে থাকছে মোট ১৩টি চলচ্চিত্র। এর মধ্যে ৭টি ফিকশন এবং ৬টি ডকুমেন্টারি। এছাড়া প্রদর্শিত হবে ১২টি ফিলিস্তিনি চলচ্চিত্র এবং কানেক্টহার থেকে নির্বাচিত আরো ১৫টি সিনেমা। 

৪ সেপ্টেম্বর, উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রতিযোগিতা বিভাগে মনোনীত চলচ্চিত্র প্রদর্শন। ৫ সেপ্টেম্বর, ফিলিস্তিনের নারী নির্মাতাদের নির্মিত ১২টি চলচ্চিত্র প্রদর্শন; ফিলিস্তিনি জনগণের সংগ্রামের সঙ্গে সংহতি প্রকাশই এই আয়োজনের লক্ষ্য। ৬ সেপ্টেম্বর, কানেক্টহারের নির্বাচিত ১৫টি চলচ্চিত্র প্রদর্শন। একই দিনে প্রতিযোগিতা বিভাগের পুরস্কার ঘোষণা ও বিতরণ শেষে সমাপনী অনুষ্ঠান। 

উৎসব পরিচালক মাসউদুর রহমান বলেন, “উদ্বোধনী আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। পাঁচটি দেশের নারী নির্মাতারা যুক্ত হয়েছেন এই প্রথম আসরে। নারী নির্মাতাদের গল্পে যে দৃঢ়তা, সংগ্রাম ও আশার প্রতিফলন ঘটে, দর্শকদের আমরা সেটিই দেখাতে চাই।” 

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “বাংলাদেশে এমন একটি উৎসব আয়োজন হচ্ছে দেখে আনন্দিত। এটি নারী নির্মাতাদের কাজগুলোকে সামনে নিয়ে আসবে, তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে বিশেষ ভূমিকা রাখবে।”

ফিল্ম ফর আস-এর সহ-প্রতিষ্ঠাতা এবং উৎসবের সহ-আয়োজক সাদিয়া আফরিন বলেন, “আমরা এই উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলোকে কেবল সিনেমা হিসেবে দেখছি না; এগুলো নারীদের টিকে থাকার অভিজ্ঞতা, সমাজ ব্যবস্থার প্রতিফলন এবং নারীদের সাহসী মত প্রকাশের মাধ্যম।”

এইউডব্লিউ ফিল্ম ক্লাবের সভাপতি এবং সহ-আয়োজক সুমাইয়া বুশরা যোগ করেন, “এই উৎসবের মাধ্যমে নারী নির্মাতাদের জন্য আমরা নতুন এক দিগন্ত উন্মোচন করতে চাই।”

ফিলিস্তিনি নারী নির্মাতাদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শন এই উৎসবের অন্যতম আকর্ষণ। সেখানে উঠে আসবে ইসরায়েলি দখলদারি, ফিলিস্তিনি প্রতিরোধ এবং মানবিক টানাপড়েনের চিত্র।

দেশ-বিদেশি নির্মাতাদের এসব কাজ কেবল শিল্পকর্ম নয়, বরং সময় ও সমাজের দলিল হয়ে দর্শকদের নতুন ভাবনায় আহ্বান জানাবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ত চলচ চ ত র স প ট ম বর এই উৎসব অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

‎সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব : ডিসি

‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনসৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সকল ধর্মমত, সকল  সম্প্রদায় তারা একত্রিত হয়েছে।

সকলেই সার্বিক সহয়তা করছে যাতে করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব সুন্দর ভাবে পজলন করতে পারে। পূজাকে ঘিরে  একটি গোষ্ঠি চাইবে পূজা উৎসব নষ্ট করে দেয়ার জন্য। 

সে জন্য আমাদের তৎপরতা রয়েছে। আমাদের  গোয়েন্দা সংস্থা কাজ করছে। তার পাশাপাশি র‍্যাব, বিজিবি,  সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশবাহিহনী সবাই কাজ করছে যাতে করে সুন্দর ভাবে পূজা উৎসব শেষ করতে পারি।

‎‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)  শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাটে দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

‎দূর্গা পূজা বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যেকোনো অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর ভাবে প্রতিমা বিসর্জনের স্থান নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

‎‎জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে।

‎‎এসময় তিনি প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতার নির্দেশনা দেন।

‎‎তিনি বলেন, সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব।

‎‎এসময় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ দাবিই পূরণ চান অনশনরত জবি শিক্ষার্থীরা
  • জকসুর রোডম্যাপ ঘোষণা, নির্বাচন ২৭ নভেম্বর
  • অস্ট্রেলীয় সাংবাদিকের প্রশ্নে কেন চটে গেলেন ট্রাম্প, আলবানিজের কাছে নালিশেরও হুমকি দিলেন
  • কারও কোনো অপরাধ নাই
  • বিশ্বকর্মা পূজা: গাঙ্গেয় শিল্পের উৎসব
  • আজ থেকে বুসান উৎসব, নানাভাবে রয়েছে বাংলাদেশ
  • ‎সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব : ডিসি
  • সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় পাকিস্তানি তারকা হানিয়া আমির
  • গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল: প্রথমবারের মতো বলল জাতিসংঘ
  • ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া