পূজার ফটোশুটে দীঘি, রূপের আভায় সঙ্গী জিলানী-রাতুল
Published: 14th, September 2025 GMT
আলো-আঁধারির ভেতর ঝলমল করে উঠল এক নতুন সাজ। গহনাগুলো যেন দীঘির সৌন্দর্যের সঙ্গে মিশে তৈরি করেছে উৎসবের এক বিশেষ আবহ। দুর্গাপূজা সামনে রেখে আয়োজিত এশিয়ান জুয়েলসের বিশেষ ফটোশুটে অংশ নিয়ে ভিন্ন আঙ্গিকে ধরা দিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।
গৌতম সাহার কোরিওগ্রাফিতে এই ফটোশুটে দীঘির সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান মডেল জিলানী ও রাতুল। লেন্সের পেছনে ছিলেন ফটোগ্রাফার বুলবুল আহমেদের টিম। লাল, সাদা, সোনালি আভায় গড়া গহনায় দীঘিকে দেখা গেছে অনন্য আবেদনময়ী রূপে।
আরো পড়ুন:
শাকিব খানকে নিয়েও ট্রল হয়: দীঘি
চিত্রনায়িকা দীঘির মাসে ইনকাম কত জানেন?
শুটিং শেষে দীঘি বললেন, “বিভিন্ন সাজে নিজেকে দেখতে সত্যিই অন্যরকম লাগে। পূজার ফটোশুটের অভিজ্ঞতা দারুণ। এশিয়ান জুয়েলস বাই তাসনুভা খানের প্রতিটি গহনাই আলাদা বৈশিষ্ট্যের, সবগুলোই ইউনিক।”
শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করা দীঘি এখন পূর্ণাঙ্গ নায়িকা। বড় পর্দায় অভিষেক থেকে শুরু করে সাম্প্রতিক ‘জংলি’ সিনেমায় তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। যদিও নতুন সিনেমার খবরে আপাতত আলোচনায় নেই, তবু লাইমলাইটে রয়েছেন পুরোপুরি। ভক্ত–অনুরাগীদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত মুহূর্ত ভাগ করে নেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন।
দীঘি মানেই আলোচনায় থাকা এক নাম। এবার পূজার সাজে তার নতুন ফটোশুট সেই আলোচনাকে ছড়িয়ে দিল উৎসবের উচ্ছ্বাসে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
ডাইনির সাজে শাবনূর!
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!
প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।
আরো পড়ুন:
পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ
বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক
সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।
ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”
পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”
ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”
ঢাকা/রাহাত/লিপি