ইউটিউব শর্টসে যুক্ত হলো গুগলের সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিডিও জেনারেটর ভিও থ্রি। নতুন এ সুবিধা চালুর ফলে এখন থেকে ইউটিউবের মোবাইল অ্যাপে ছোট বার্তা লিখে সর্বোচ্চ আট সেকেন্ডের ভিডিও তৈরি করা যাবে। ভিডিওতে শব্দও যুক্ত থাকবে। ফলে সহজেই ভালো মানের ইউটিউব শর্টস তৈরির সুযোগ মিলবে।

ইউটিউবের তথ্যমতে, ব্যবহারকারীরা যেকোনো কাল্পনিক দৃশ্যের প্রম্পট লেখার পাশাপাশি অ্যানিমেটেড, সিনেমাটিক বা অন্য কোনো ভিজ্যুয়াল ধরন নির্বাচন করলেই কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিও তৈরি করে দেবে ভিও থ্রি। শর্টসের জন্য আনা ভিও থ্রির সংস্করণ দৈর্ঘ্য ও মানের দিক থেকে সীমিত। তবে ভিডিও বানাতে কোনো ফুটেজ, ক্যামেরা বা সফটওয়্যার না লাগায় এটিকে গুগল বড় অগ্রগতি হিসেবে দেখছে। এর আগে ইউটিউব শর্টসে ড্রিম স্ক্রিন সুবিধায় কেবল ব্যাকগ্রাউন্ড তৈরি করা যেত। ভিও থ্রি সেই সীমাবদ্ধতা ভেঙে দিয়েছে। এখন পটভূমি ছাড়াও এটি সম্পূর্ণ ভিডিও বানিয়ে দিতে পারবে।

গুগলের দাবি, ভিও থ্রি প্রাকৃতিক ক্যামেরা মুভমেন্ট তৈরি করতে পারে, একাধিক বস্তুর গতিবিধি শনাক্তের পাশাপাশি ভিজ্যুয়াল স্টাইল বজায় রাখতে সক্ষম। ভিও থ্রি ব্যবহার করতে ইউটিউব অ্যাপের ক্রিয়েট ট্যাব থেকে ক্রিয়েটে ভিডিও অপশন বেছে নিতে হবে। এর জন্য কোনো ভিডিও আপলোড বা জেমিনি সাবস্ক্রিপশন প্রয়োজন নেই। তৈরি হওয়া ভিডিওতে শব্দও যুক্ত থাকবে। এরপর দৃশ্য অনুযায়ী সাউন্ড ও ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত হবে। প্রতিটি ভিডিওতেই দৃশ্যমান ‘এআই জেনারেটেড’ লেখা থাকবে এবং থাকবে অদৃশ্য ওয়াটারমার্ক সিনথআইডি।

গুগলের তথ্যমতে, নতুন এ সুবিধা শর্ট ভিডিও নির্মাতা, মিম নির্মাতা কিংবা নতুন ব্যবহারকারীদের জন্য খুবই কার্যকর হবে। শুধু এআই তৈরি ভিডিও নয়, ব্যবহারকারীরা চাইলে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিজের ভিডিওর সঙ্গে নতুন ভিডিওটি ব্যবহার করতে পারবেন। তবে আশঙ্কাও রয়েছে। ইউটিউবে এরই মধ্যে এআই তৈরি নানা বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়েছে। শর্টসে ভিও থ্রি চালু হওয়ার পর এ ধরনের কনটেন্ট আরও বাড়তে পারে।

সূত্র: টেক রাডার

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল: ট্রফি নিয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে ফুটবল–উৎসব

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তৃতীয়বারের মতো আয়োজিত ‘ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫’–এর ট্রফি ট্যুর শেষ হলো আজ। ১২ নভেম্বর চট্টগ্রামে শুরু হয় এই ট্রফি ট্যুর। পরপর দুই দিনে চট্টগ্রামের ৯টি বিশ্ববিদ্যালয় ঘুরে ট্রফি ঢাকায় আসে ১৫ নভেম্বর। ঢাকায় টানা তিন দিনব্যাপী ২০টি বিশ্ববিদ্যালয়ে ট্রফি ট্যুর শেষ হয় আজ।

আরও পড়ুনটাইব্রেকারের ‘কালো জাদু’র অভিযোগ নাইজেরিয়ার, বিশ্বকাপ–স্বপ্ন ভেঙে চুরমার৩৭ মিনিট আগে

এ উদ্যোগে সাড়া পড়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। ট্রফির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছবি তোলা ও ভিডিও ধারণের মাধ্যমে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, খেলোয়াড় ও সমর্থকদের অংশগ্রহণে প্রতিটি ক্যাম্পাসই কিছু সময়ের জন্য পরিণত হয় ফুটবল–উৎসবের মঞ্চে।

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো ট্রফি ট্যুরের একটি মুহূর্ত

সম্পর্কিত নিবন্ধ