পটুয়াখালীর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে প্রায় ৫ কেজি ওজনের একটি পোয়া মাছ ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মাছটি উন্মুক্ত নিলামে মৎস্য ব্যবসায়ী পিএস মুসা কিনে নেন।  

ভোরে স্থানীয় জেলে সিরাজ মাঝি মাছটি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন। মাছটি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরে তার জালে ধরা পড়ে। মাছটির ওজন হয়েছে ৪ কেজি ৯০০ গ্রাম।    

আরো পড়ুন:

পদ্মায় জেলের জালে ধরা পড়ল ১১ কেজির কাতল

জেলের জালে ২ কেজির ইলিশ, ৬ হাজার টাকায় বিক্রি

এ প্রজাতির মাছ সচরাচর ধরা পড়ে না। আড়তে মাছটি দেখার জন্য স্থানীয়রা ভিড় জমান। স্থানীয়ভাবে এটি দাতিনা মাছ নামেও পরিচিত। এ মাছের এয়ার ব্লাডার আন্তর্জাতিক বাজারে অনেক দামি। যা দিয়ে চিকিৎসার সরঞ্জাম তৈরি করা হয়।

মাছটির ক্রেতা পিএস মুসা বলেন, ‘‘মাছটি আমি বিদেশে রপ্তানি করব। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) সাড়ে ৪ কেজি ওজনের একটি কালো পোয়া ৭২ হাজার টাকায় কিনেছি।’’ 

ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের গবেষণা সহকারী বখতিয়ার উদ্দিন বলেন, ‘‘পোয়া হলো স্কাইনিডিয়া পরিবারের দুষ্প্রাপ্য সামুদ্রিক মাছ। এটির ওজন ৫০ কেজিরও বেশি হয়। মাছটি বঙ্গোপসাগরের কক্সবাজার, মহেশখালী, সেন্টমার্টিন, পটুয়াখালী ও বরিশাল উপকূলে মাঝে-মধ্যে পাওয়া যায়। গভীর পানির কাদামাটি বা বালুময় তলদেশে এরা বসবাস করে।’’ 

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘‘এ মাছকে ব্ল্যাক স্পটেড ক্রোকারও বলা হয়। সম্প্রতি দুটি মাছ জেলেদের জালে ধরা পড়েছে। এটি খুশির খবর। এর এয়ার ব্লাডার আন্তর্জাতিক বাজারে অনেক দামি। তাই মাছটির দাম বেশি। সর্বোচ্চ ২৫ কেজি ওজনের এই মাছ ধরা পড়েছে।’’
 

ঢাকা/ ইমরান/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মৎস য

এছাড়াও পড়ুন:

দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ৩৫ মিনিট বন্ধ সব ফ্লাইট

দক্ষিণ কোরিয়ায় গত বৃহস্পতিবার কঠিন এক পরীক্ষায় অংশ নিয়েছেন পাঁচ লাখের বেশি পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে ভর্তির এ পরীক্ষায় পরীক্ষার্থীরা যেন সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেন, এ জন্য নানা উদ্যোগ নেওয়া হয়। পুলিশ মোতায়েন, অফিস দেরিতে শুরুসহ নানা উদ্যোগের অন্যতম একটি ছিল পরীক্ষার জন্য আধা ঘণ্টার বেশি সময় সব ফ্লাইট বন্ধ রাখা।

দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির হওয়ার জন্য অপরিহার্য এ পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। অধিকাংশ পরীক্ষার্থীই ২০০৭ সালে জন্ম নেওয়া। ওই বছরটিকে অনেক পরিবার সন্তান জন্মের জন্য শুভ হিসেবে বিবেচনা করেছিল। এর ফলে সে সময় জন্মহার বেড়ে গিয়েছিল।

বেলা ১টা ৫ থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়েছিল। এর কারণ হলো, ওই সময় ছিল ইংরেজি পরীক্ষায় শ্রবণ (লিসেনিং) পরীক্ষা। পরীক্ষার শ্রবণ অংশের সময় পরীক্ষার্থীদের যেন কোনো বিরক্তি না হয়, তাই উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়।

এ সিদ্ধান্তের কারণে ৬৫টি আন্তর্জাতিক ফ্লাইটসহ মোট ১৪০টি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকে। ফ্লাইট ট্র্যাকারে দেখা গেছে, বিমান পরিবহণ মন্ত্রণালয় তিন হাজার মিটারের (৯ হাজার ৮৪৩ ফুট) নিচে বিমান চলাচল নিষিদ্ধ করায় বেশ কিছু উড়োজাহাজ বিমানবন্দরের কাছে আকাশে চক্কর দিচ্ছিল।

আরও পড়ুনসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালে ভর্তির তথ্য, আবেদন শুরু ২১ নভেম্বর৪ ঘণ্টা আগেএই বছর ৫ লাখ ৫৪ হাজারের বেশি পরীক্ষার্থী নিবন্ধন করেছেন

সম্পর্কিত নিবন্ধ

  • দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ৩৫ মিনিট বন্ধ সব ফ্লাইট