গাজীপুরের কালীগঞ্জে মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন ‘মা ও শিশু সহায়তা তহবিল কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪’ বিষয়ক পৌরসভা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

খাগড়াছড়িতে ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার

খুলনায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও এসআইএমসিবিপি প্রকল্পের পরিচালক ড.

প্রকাশ কান্তি চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার।

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভুঁইয়া, পৌরসভা কমিটির সদস্যবৃন্দ এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগীগণ।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা ‘মা ও শিশু সহায়তা তহবিল’ কর্মসূচির বাস্তবায়ন পদ্ধতি, তহবিল ব্যবস্থাপনা, উপকারভোগী নির্ধারণ ও পর্যবেক্ষণ বিষয়ে বিস্তারিত ধারণা অর্জন করেন।

ঢাকা/রফিক/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত সহ য ত তহব ল উপজ ল

এছাড়াও পড়ুন:

ধামরাইয়ে অটো রাইস মিলে জরিমানা

ঢাকার ধামরাইয়ে রাইস মিলে পাটের বস্তা ব্যবহার না করায় একটি কারখানা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার আইঙ্গন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।

আরো পড়ুন:

ঝিনাইদহে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জে ইলিশ কেনাবেচার অপরাধে ১২ জনের কারাদণ্ড

অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি। এ সময় সুষম অটো রাইস মিল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ অনুযায়ী রাইস মিলে পাটের বস্তা ব্যবহার করতে হয়। আইন না মেনে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় এ জরিমানা করা হয়েছে। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি বলেন, “পরিবেশ সুরক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, ধামরাই উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান।

ঢাকা/আরিফুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ