Prothomalo:
2025-12-13@10:11:12 GMT
গরুর সঙ্গে বেপরোয়া গতির বাইকের ধাক্কা, ব্রাজিলিয়ান ফুটবলারের মৃত্যু
Published: 24th, October 2025 GMT
বাবার জন্মদিনের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু কে জানত, এটিই আন্তোনি ইলানোর শেষ যাত্রা? ব্রাজিলের তরুণ এই ফুটবলার যে পথেই এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন!
ইলানোর বাইক রাস্তায় একটি গরুর সঙ্গে সজোরে ধাক্কা খেলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। গত সোমবার ভোররাতে ব্রাজিলের পিয়াউই রাজ্যের আলতোস পৌর এলাকার একটি মহাসড়কে এ ঘটনা ঘটে। ২০ বছর বয়সী ইলানো খেলতেন পিয়াউই এস্পোর্তে ক্লাবে। এ বছর দলকে রাজ্য চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাতে তিনি অবদান রেখেছেন।
পিয়াউই এস্পোর্তে ক্লাবে খেলতেন ইলানো.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাইডাস সেন্টারের শীত মেলায় কী কী পাওয়া যাচ্ছে
ছবি: আয়োজকদের সৌজন্যে