ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল আবার আসছে
Published: 25th, October 2025 GMT
বছর ঘুরে আবার আয়োজিত হতে যাচ্ছে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর শুরু হবে আগামী মাসের তৃতীয় সপ্তাহে। অনলাইনে নিবন্ধন শুরু হবে ২৯ অক্টোবর থেকে।
এবারের টুর্নামেন্টে ঢাকার ২৪টি, চট্টগ্রামের ১০টি এবং রাজশাহী ও খুলনার ৪টি করে মোট ৪২টি বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল অংশ নিতে পারবে। দেশের চারটি অঞ্চলকে মোট আটটি গ্রুপে ভাগ করে হবে টুর্নামেন্ট। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল নিয়ে ঢাকায় হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। আজ বিকেলে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক প্রতিনিধি ও ফুটবল দলের অধিনায়কদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রথম আলো কার্যালয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক প্রতিনিধি ও ফুটবল দলের অধিনায়কদের মতবিনিময় সভায় কথা বলছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব রেফারিজ ও সাবেক ফিফা রেফারি আজাদ রহমান, পাশে আছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু ও প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল দল প রথম আল য় ফ টবল
এছাড়াও পড়ুন:
মাইডাস সেন্টারের শীত মেলায় কী কী পাওয়া যাচ্ছে
ছবি: আয়োজকদের সৌজন্যে