মানুষের মধ্যে সবচেয়ে বড় ভুল ধারণা, স্তন ক্যানসারের কোনো চিকিৎসা নেই এবং মৃত্যু অবধারিত। তবে অন্যান্য ক্যানসারের মতো স্তন ক্যানসারও এখন সম্পূর্ণ নিরাময় করা যায়। স্টেজ ওয়ান ও টুতে এটি শতভাগ নির্মূল করা সম্ভব। স্টেজ ফোরেও রোগীকে দীর্ঘদিন সুস্থ রাখা যায়।

‘বিশ্বমানের ক্যানসার চিকিৎসা এখন বাংলাদেশে’ শীর্ষক অনলাইন আলোচনায় কথাগুলো বলেন ঢাকা মেডিকেল হাসপাতালের ক্যানসার বিভাগের ক্লিনিক্যাল অনকোলজিস্ট এবং কনসালট্যান্ট ডা.

নাজিরুম মুবিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন তিনি। অনুষ্ঠান উপস্থাপনা করেন নাসিহা তাহসিন। ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরিতে অনুষ্ঠানটির আয়োজন করে এসকেএফ অনকোলজি।

এখনো স্তন ক্যানসার নিয়ে রয়েছে নানা ভ্রান্ত ধারণা ও সচেতনতার অভাব। তাই প্রতিবছর অক্টোবর মাস ‘স্তন ক্যানসার সচেতনতার মাস’ হিসেবে পালন করা হয়। আলোচনার এ পর্বে স্তন ক্যানসার নিয়ে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেন ডা. নাজিরুম মুবিন। পর্বটি বুধবার (২২ অক্টোবর) সরাসরি প্রচারিত হয় প্রথম আলো ডটকম এবং প্রথম আলো, এসকেএফ অনকোলজি ও এসকেএফের ফেসবুক পেজে।

অনুষ্ঠানের শুরুতেই স্তন ক্যানসার সম্পর্কে ডা. নাজিরুম মুবিন বলেন, ‘স্তনের কোষগুলোর যখন অস্বাভাবিক বিভাজন হয় এবং এটি কোনো চাকা বা টিউমারের আকার ধারণ করে, তখন সেই টিউমার থেকে ক্যানসার সৃষ্টি হতে পারে। এটি কারসিনোমা, সারকোমা বা লিম্ফোমা হতে পারে। পুরুষদেরও স্তন ক্যানসার হতে দেখা যায়, যদিও তা খুব বিরল।’

স্তন ক্যানসারের ঝুঁকি ও লক্ষণ

স্তন ক্যানসারের ঝুঁকি নিয়ে ডা. নাজিরুম মুবিন বলেন, স্তন ক্যানসারের ঝুঁকির কারণ শুধু জিনগত নয়, এর সঙ্গে জীবনযাত্রার অভ্যাস ও পরিবেশগত কারণগুলোও জড়িত। ১৫ থেকে ২০ শতাংশ ক্ষেত্রে জিনগত, অর্থাৎ পরিবার কিংবা নিকটাত্মীয়ের স্তন ক্যানসার বা বিআরসিএ১/বিআরসিএ২ মিউটেশনের কারণে হয়ে থাকে। ৮৫ শতাংশ ক্ষেত্রে অভ্যাসগত কিংবা পরিবেশগত কারণে স্তন ক্যানসার হয়ে থাকে। যেমন দেরিতে বিয়ে করা, দেরিতে সন্তান নেওয়া, কম সন্তান নেওয়া বা নিঃসন্তান হওয়া, শিশুকে বুকের দুধ পান না করানো, কায়িক পরিশ্রম কম করা, ধূমপান করা ইত্যাদি।

ডা. নাজিরুম মুবিন আরও বলেন, অন্যান্য বেশ কিছু ক্যানসারের মতো স্তন ক্যানসারের লক্ষণ প্রাথমিক দিকে তেমন প্রকাশ পায় না। খুব অ্যাডভান্স স্টেজে গিয়ে উপসর্গগুলো দেখা দেয়, যা খুবই ভয়াবহ।

প্রসঙ্গক্রমে উপস্থাপক জানতে চান, জন্মনিয়ন্ত্রণ পিল অথবা হরমোন থেরাপি কি স্তন ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে? উত্তরে ডা. নাজিরুম মুবিন বলেন, জন্মনিয়ন্ত্রণ বড়ি ও হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি স্তন ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। কারণ, এর মধ্যে স্তন ক্যানসার রিস্ক বাড়ানোর উপাদান থাকে। মাসিক বন্ধ হওয়ার পর পোস্ট মেনোপজাল সিম্পটম কমানোর জন্য যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ব্যবহার করা হয়, সেটিও স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

বাংলাদেশে স্তন ক্যানসারের বর্তমান পরিস্থিতি, রোগনির্ণয়, ডায়াগনসিস ও চিকিৎসাসুবিধা বিষয়ে পরামর্শ দেন ডা. নাজিরুম মুবিন

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

‘আমি রাজনীতির শিকার হয়েছি’

আইএমডিবির জনপ্রিয় সেলিব্রেটির তালিকায় শীর্ষস্থানে অবস্থান এবং ‘সার্চ: নয়না দ্য মার্ডার কেস’ সিরিজের সাফল্য—সব মিলিয়ে দারুণ রোমাঞ্চিত শ্রদ্ধা দাস। তিনি বলেন, ‘এত বছর ধরে নানা ভাষায় কাজ করেছি। ছয়টি ভাষায় অভিনয় করেছি। তাই এই স্বীকৃতি, প্রশংসা আর ভালোবাসা—সবকিছুই উপভোগ করছি।’

সৃজনশীলতার পাশাপাশি বাণিজ্যিকভাবেও সফল হয়েছে ‘সার্চ: নয়না দ্য মার্ডার কেস’। আলাপের শুরুতেই শ্রদ্ধা জানান, কঙ্কণা সেন শর্মার মতো অভিনেত্রী এবং রোহন সিপ্পির মতো পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর কাছে বিশেষ আনন্দের। সিরিজে তাঁর চরিত্র নিয়ে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া তাঁকে আরও উচ্ছ্বসিত করেছে।

শ্রদ্ধা দাস। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ