জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সব প্রার্থীকে নিজ দায়িত্বে প্রচারিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নে কুমিল্লা–৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে নিজ এলাকায় পোস্টার অপসারণ কার্যক্রম উদ্বোধন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নিজ নামে ছাপানো পোস্টারগুলো সরিয়ে ফেলতে নির্দেশ দেন কাজী দ্বীন মোহাম্মদ। তিনি তার কর্মী–সমর্থকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত পোস্টার, ব্যানার ও ফেস্টুন নির্বাচনি আচরণবিধি ও নির্বাচন কমিশন নির্ধারিত সময়সীমা অনুযায়ী নিজ ব্যয় ও দায়িত্বে অপসারণ করার জন্য দিকনির্দেশনা দেন।

আরো পড়ুন:

তফসিলকে স্বাগত জানিয়ে ঢাবি ছাত্রদলের আনন্দ মিছিল

সিলেট বিভাগে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হলেন যারা

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা জামায়াতের আমির মো.

মিজানুর রহমানসহ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “নির্বাচন কমিশন ও নির্বাচন আইনের (আরপিও) নির্দেশনা মেনে চলাই আমাদের গণতান্ত্রিক দায়িত্ব। আমরা সর্বোচ্চ শৃঙ্খলা ও স্বচ্ছতার সাথে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করতে প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনি প্রচারের পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করা আইনগত বাধ্যবাধকতা, তাই আমরা তা যথাসময়ে বাস্তবায়ন করছি।”

স্থানীয় জনগণ ও ব্যবসায়ী সমাজ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “এর ফলে শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ গড়ে উঠবে।”

ঢাকা/রুবেল/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ওসমান হাদির ওপর হামলার নিন্দা জানিয়েছেন তারেক রহমান 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। এ হামলার তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর আনুমানিক ২টা ২৫ মিনিটে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনি প্রচারকালে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। 

ওসমান হাদির ওপর হামলার নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই। কোনও সময়ই না। আমাদের মতাদর্শ যাই হোক, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, দুপুর ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসেন। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।

ঢাকা/রফিক

সম্পর্কিত নিবন্ধ