ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি বলেছে, এই আক্রমণ সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। এটি নির্বাচনি পরিবেশ নষ্ট করতে সন্ত্রাসী তৎপরতার বহিঃপ্রকাশ। 

আরো পড়ুন:

মির্জা আব্বাসকে দেখে ইনকিলাব মঞ্চের কর্মীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান

হাদিকে দেখতে ঢামেকে শফিকুর রহমান ও মির্জা আব্বাস

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে আরো বলা হয়, দেশের একটি চক্র পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টি করে নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করতে চাইছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণতান্ত্রিক আন্দোলনে উদ্ভূত পরিবর্তনকে বাধাগ্রস্ত করতেই এ ধরনের সহিংসতা উসকে দেওয়া হচ্ছে। হীন রাজনৈতিক উদ্দেশ্যে সমাজে ভয়-আতঙ্ক ছড়ানোই এই হামলার মূল লক্ষ্য।

গণতন্ত্রের পথচলা রুদ্ধ করতে এবং জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত করতে সন্ত্রাসী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে উল্লেখ করে বিবৃতিতে নাশকতাকারীদের কঠোর হস্তে দমন এবং দেশের মানুষের জান-মালের নিরাপত্তা এবং ভোটাধিকার রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। 

ঢাকা/আলী//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ

এছাড়াও পড়ুন:

ভারতের ‘র’ আমার ভাইকে বাঁচতে দেবে না: ওসমান হাদির বোন

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেছেন হাদির বোন মাহফুজা।

তিনি বলেছেন, ‘‘ভারতের ‘র’ আমার ভাইকে বাঁচতে দেবে না। আমার ভাইয়ের ওপর যারা গুলি করেছে তাদের বিচার চাই।’’

আরো পড়ুন:

গজারিয়ায় জনতার হাতে আটক ৩, অস্ত্র-গুলি উদ্ধার

ঢামেক হাসপাতালে নিরাপত্তা জোরদার

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে হাদির গুলিবিদ্ধের খবর জানতে পেরে ঝালকাঠির নলছিটি থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে যাওয়ার হওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এদিকে, হাদির ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠি-বরিশাল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাকর্মীরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে বিকেল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে এবং জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

অবরোধকারীরা জানান, হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় হামলার ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করেন তারা।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠি জেলা সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না বলেন, ‘‘হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আগামীকাল বিকেল ৪টায় ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় সড়ক অবরোধ করা হবে।’’

ঢাকা/অলোক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ