বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী সারা জীবন মজলুম মানুষের পক্ষে কাজ করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। তিনি কখনো অন্যায়ের কাছে আপোষ করেননি।” 

তিনি বলেন, “মওলানা ভাসানী ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনে ওয়ালাইকুম আসসালাম বলে স্বাধীনতার বীজ বপন করেছিলেন। ১৯৭১ সালে জিয়াউর রহমানের নেতৃত্বে জনগণের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে।” 

আরো পড়ুন:

দেশের মানবাধিকার পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’: বিএনপি

তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে বিএনপির মিছিল

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টাঙ্গাইলের সন্তোষে দরবার হলে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “বিগত দিনে ফ্যাসিস্ট সরকার জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। তারা দেশের মানুষ ও সম্পদকে শোষণ করেছে। সর্বশেষ ২০২৪-এর জুলাইয়ে তারেক রহমানের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে।” 

তিনি বলেন, “দেশের মানুষ গণতন্ত্রের সুবাতাস পেতে শুরু করেছে। ইতোমধ্যে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ২০১৪, ১৮ ও ২৪ এর নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দেওয়ার জন্য উৎসাহী।” 

মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক একেএম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ অন্যরা। 

এর আগে, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সুলতান সালাউদ্দিন টুকু। পরে তিনি ভাসানীর জীবন নিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ঢাকা/কাওছার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র উদ দ ন মওল ন

এছাড়াও পড়ুন:

বন্দরে রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস- ২০২৫ উপলক্ষে বন্দরে  র‌্যালি, আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়ে জয়ছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে র‌্যালি শেষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে বন্দর উপজেলার অদম্য নারী আনোয়ারা বেলি, কোহিনুর আক্তার শানু ও শান্তনা আক্তার শান্তাকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়।

আলোচনা সভায় সভাপতি বক্তব্যে বন্দর উপজেলা পরিষদের নবগত নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার বলেন,নারী সমাজকে যথাযোগ্য মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার প্রয়াসে বেগম রোকেয়ার অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আজ বেগম রোকেয়া দিবস উপলক্ষে আমি এই মহীয়সী নারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

তিনি আরো বলেন, ঊনবিংশ শতাব্দীতে রক্ষণশীল সমাজব্যবস্থায় পিছিয়ে পড়া নারীদের ভাগ্যোন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা। এ উপলব্ধি থেকে বেগম রোকেয়া নারীশিক্ষা বিস্তারে বিরাট সাহসী ভূমিকা পালন করেন। বেগম রোকেয়া নারী উন্নয়নের পথে যে যাত্রা শুরু করেছিলেন, তার ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে । সময়ের সাথে নারীদের এগিয়ে যাওয়া ছাড়া কোন বিকল্প নাই।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রহিমা আক্তার ইতি, প্রানী সম্পাদ অফিসার ডা. আশ্রাফুল আলম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন বেগমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও নারী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন গনমাধ্যমকর্মীরা । 
 

সম্পর্কিত নিবন্ধ

  • বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি
  • একটি দল ভোটের প্রয়োজনে আ.লীগের নাম মুখে নেয় না: সালাউদ্দিন আহমেদ
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির দোয়া
  • নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান
  • শরিক ২৯ দলের বৈঠক, বিএনপির সঙ্গে দ্রুত ফয়সালার সিদ্ধান্ত
  • টোকেন মূল্যে বৈষম্যের অভিযোগ ইবি ছাত্রদলের
  • যুক্তরাষ্ট্র নিরাপত্তার নিশ্চয়তা দিলে নির্বাচন আয়োজনে প্রস্তত ইউক্রেন, বললেন জেলেনস্কি
  • একটি দলের কর্মীরা হেলমেট মাথায় দিয়ে মহড়া দিচ্ছে: এ্যানি
  • বন্দরে রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত