ওসমান হাদীকে নেওয়া হচ্ছে এভারকেয়ারে
Published: 12th, December 2025 GMT
পরিবারের সিদ্ধান্তে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। আজ দুপুরে বিজয়নগরে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেলের পরিচালক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘তাঁর মাথায় বুলেটের আঘাত আছে। বুকে ও পায়েও আঘাত আছে। ধারণা করা হচ্ছে পায়ের আঘাতটা রিকশা থেকে পড়ে গিয়ে হতে পারে। আমরা ঢাকা মেডিকেলে একটা প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) করেছি। এখন তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠাচ্ছি।’
তিনি বলেন, ‘পরিবারের সম্মতিতেই তাঁকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে। পরিবার প্রথমদিকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা বলেছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ারে নেওয়ার কথা বলেছে। আমরা তাদের সিদ্ধান্ত মোতাবেক এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা প্রস্তুত রয়েছে। এখনই তাঁকে সেখানে নেওয়ার ব্যবস্থা করছি।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাতাসে মায়ের হাহাকার, ‘গর্তে পড়ে ছেলেটা মা, মা বলে ডাকছিল’
তিন-চার কাঠা জমির এক পাশে ছোট্ট বাড়িটি ঘিরে এখন শুধুই হাহাকার। বাড়ির চারপাশে কৃষিজমি। বাড়ি–লাগোয়া দুটি পুকুরও আছে। গত দুই দিনে সেই জমিতে হাজারো মানুষের পায়ের ছাপে তৈরি হয়েছে ধুলার আস্তরণ। মাটির এই নীরব জবাব যেন সাক্ষী দিচ্ছে মর্মান্তিক এক ঘটনার। রাজশাহীর তানোরের নিভৃত গ্রামে অবহেলায় প্রাণ গেল দুই বছরের শিশু সাজিদের।
শুক্রবার বাড়ির আঙিনায় খাটিয়ায় শুইয়ে রাখা ছিল সাজিদের নিথর দেহ। ছোট্ট শিশুটিকে শেষবার দেখতে ভিড় করেন হাজারো মানুষ। ভিড়ের মধ্যে আলাদা করে চেনা যাচ্ছিল সাজিদের মা রুনা খাতুনকে।
শিশু সাজিদ