অপরাজিত ২২৯ রান। সেটাও মাত্র ৮১ বলে। স্ট্রাইকরেট ২৮২.৭১। ইনিংসে মেরেছেন ২৩ ছক্কা, ১৪ চার।

গতকাল অস্ট্রেলিয়ার একটি টি–টোয়েন্টি টুর্নামেন্টে এমন ঝোড়ো ইনিংস খেলেছেন নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি ডিভিশন ওয়ান ক্লেঞ্জো গ্রুপ শিল্ডের চতুর্থ রাউন্ডের ম্যাচটিতে তিনি খেলেছেন ভিক্টোরিয়ার আলটোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে। ম্যাচে এডওয়ার্ডসের দলের প্রতিপক্ষ ছিল উইলিয়ামস ল্যান্ডিং এসসি।

ক্লেঞ্জো গ্রুপ শিল্ড অস্ট্রেলিয়ার ফার্স্ট গ্রেড ক্রিকেট টুর্নামেন্টে।  অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সাব–আর্বস চার্চেস অ্যান্ড কমিউনিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন এটি আয়োজন করে।

২২৯ রান করেছেন এডওয়ার্ডস.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টি–টোয়েন্টিতে করলেন ২২৯*, মারলেন ২৩টি ছক্কা

অপরাজিত ২২৯ রান। সেটাও মাত্র ৮১ বলে। স্ট্রাইকরেট ২৮২.৭১। ইনিংসে মেরেছেন ২৩ ছক্কা, ১৪ চার।

গতকাল অস্ট্রেলিয়ার একটি টি–টোয়েন্টি টুর্নামেন্টে এমন ঝোড়ো ইনিংস খেলেছেন নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি ডিভিশন ওয়ান ক্লেঞ্জো গ্রুপ শিল্ডের চতুর্থ রাউন্ডের ম্যাচটিতে তিনি খেলেছেন ভিক্টোরিয়ার আলটোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে। ম্যাচে এডওয়ার্ডসের দলের প্রতিপক্ষ ছিল উইলিয়ামস ল্যান্ডিং এসসি।

ক্লেঞ্জো গ্রুপ শিল্ড অস্ট্রেলিয়ার ফার্স্ট গ্রেড ক্রিকেট টুর্নামেন্টে।  অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সাব–আর্বস চার্চেস অ্যান্ড কমিউনিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন এটি আয়োজন করে।

২২৯ রান করেছেন এডওয়ার্ডস

সম্পর্কিত নিবন্ধ