‘এক হাদির মৃত্যু হলে লক্ষ হাদি জন্ম নেবে’
Published: 12th, December 2025 GMT
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির ওপর দুর্বৃত্তদের গুলির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিক্ষোভ মিছিলটি ডাকসু ভবনের সামনে থেকে শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
আরো পড়ুন:
রাজশাহীতে ওয়াসার মেগাপ্রকল্পের শ্রমিকদের বিক্ষোভ
নোয়াখালীতে গ্যাস সরবরাহের দাবিতে সড়কে বিক্ষোভ
এ সময় শিক্ষার্থীরা, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’, ‘হাদির বুকে গুলি চলে, প্রশাসন কী করে’সহ নানা স্লোগান দেন।
সমাবেশে হাজী মুহম্মদ মুহসিন হল সংসদের ভিপি সাদিক শিকদার বলেন, “এক হাদির মৃত্যু হবে, লক্ষ হাদি জন্ম নেবে। সহস্র শহিদের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ যাদের কাছে দিয়েছি, সেই ইন্টেরিম সরকার জুলাই বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা হাদির ওপর গুলি করা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই। আমরা শহীদ তিতুমীরের বংশধর।”
ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক এস এম আল মিনহাজ বলেন, “ওসমান হাদি ভাইয়ের ঠিক কানের নিচে টার্গেট করে পেশাদার শ্যুটার দিয়ে গুলি করানো হয়েছে। হাদির চিকিৎসা নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র যেন না হয়, তা নিয়ে আমাদের সজাগ থাকতে হবে।”
ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, “ওসমান হাদির সংগ্রাম মূলত আমাদের সংগ্রাম। ওসমান হাদির সংগ্রাম জুলাইয়ের সংগ্রাম।” তিনি শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন।
ঢাকা/সৌরভ/জান্নাত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ওসম ন হ দ র
এছাড়াও পড়ুন:
মদনপুর ইউনিয়ন বিএনপির ৭১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
বন্দর উপজেলা বিএনপির আওতাধীন মদনপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন এই কমিটির অনুমোদন দেন।
মো. মামুনকে সভাপতি, মো. শারজাহানকে সিনিয়র সহ-সভাপতি ও শাহীন শাহ মিঠুকে সাধারণ সম্পাদক এবং নাজমুল হকে সাংগঠনিক সম্পাদক মদনপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির প্রকাশ করা হয়।
বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন বলেন, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে ঐক্যবদ্ধ কাজ করার লক্ষ্যে মদনপুর ইউনিয়ন বিএনপি কমিটি প্রকাশ করা হয়েছে। এই কমিটির নেতৃবৃন্দ সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবে।