এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের একেবারে প্রথম ম্যাচেই প্রতিপক্ষদের জন্য ভয়ঙ্কর বার্তা ছুঁড়ে দিল ভারত। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তরুণদের এই ম্যাচে দল গড়ে ফেলল যুব ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংস- ৪৩৩/৬! শুধু তাই নয়, যুব ওয়ানডেতে তৃতীয়বারের মতো ৪০০ রানের গণ্ডি টপকে নতুন বিশ্ব রেকর্ড গড়ল ভারত।

আগের দুই ইনিংসে ৪২৫/৩ (স্কটল্যান্ডের বিপক্ষে, ২০০৪) ও ৪০৫/৫ (উগান্ডার বিপক্ষে, ২০২২) করে এমন রেকর্ড ভারতেরই ছিল। এখন সেটিকে আরও উঁচুতে তুলে ধরল তাদের অনূর্ধ্ব-১৯ দল।

আরো পড়ুন:

১৭১ রানের ইনিংসে এশিয়া কাপে সুর্যবংশীর রেকর্ডের ঝড়

১২ বছরে ৩০ প্রচেষ্টার পর অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি পেলেন রুট

ভারতের রানের সুউচ্চ পাহাড় গড়ার নেপথ্যে সবচেয়ে উজ্জ্বল নাম- মাত্র ১৪ বছরের ওপেনার ভৈভব সুর্যবংশী। যিনি ৯৫ বলে ১৭১ রান করেন। ১৪ ছক্কায় সাজানো ছিল তার ঝলমলে ইনিংসটি। ক্রিকেটের ভাষায় বলতে গেলে ব্যাটিং আক্রমণকে পুরো ম্যাচটাই তিনি নিজের মতো করে চালিয়েছেন।

শুরুতে ধীর-স্থির, কিন্তু চোখে পড়ার মতো আত্মবিশ্বাস। ৩০ বলে পঞ্চাশ, ৫৬ বলে শতক। তারপর তো যেন আগুন ধরে গেল ব্যাটে। নিয়ন্ত্রিত আগ্রাসনের সেই চিত্রই ভারতের ইনিংসের ভিতটা পাথরের মতো শক্ত করে দেয়।

ভৈভবের ঝড়ো ইনিংসে শুধু ওপেনিং নয়, সময় মতো জ্বলে ওঠে মিডল অর্ডারও। অ্যারন জর্জ ও ভিহান মালহোত্রা- দু’জনই খেলেছেন দারুণ গতিময় ৬৯ রানের ইনিংস। তাদের ধারাবাহিক আক্রমণেই রানের গতি এক মুহূর্তের জন্যও কমতে দেওয়া হয়নি।

এই ৪৩৩ রান এখন ভারতের যুব ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সংখ্যাটাই বলে দেয়- এই দল কতটা ভয়ংকর ব্যাটিং ইউনিট।

বিশ্বজুড়ে যুব ওয়ানডেতে ৪০০+ স্কোর খুব একটা দেখা যায় না। অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা; কয়েকটি দেশ সে রেকর্ডে নাম লিখিয়েছে বটে, কিন্তু সবচেয়ে বেশি ৪০০+ ইনিংস (৩ বার) এখন শুধুই ভারতের।

যুব ওয়ানডের সর্বোচ্চ দলীয় সংগ্রহ অবশ্য এখনো অস্ট্রেলিয়ার দখলে রয়েছে। ২০০২ সালে কেনিয়ার বিপক্ষে তারা ৬ উইকেটে করেছিল ৪৮০ রান। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড র কর ড

এছাড়াও পড়ুন:

‘নিষিদ্ধ’ সেই সিনেমা, ওটিটিতে আরও যা দেখবেন

‘ডিমলাইট’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
এক স্ট্যান্ডআপ কমেডিয়ান। মধ্যবয়সী মানুষটি অন্যকে হাসিয়ে জীবিকা নির্বাহ করে; কিন্তু নিজের জীবনের হাসিটাই হারিয়ে ফেলেছে। এমন গল্প নিয়ে চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের নতুন সিনেমাটি বানিয়েছেন শরাফ আহমেদ জীবন।

‘ডিমলাইট’ সিনেমার পোস্টার

সম্পর্কিত নিবন্ধ