‘জামায়াত ক্ষমতায় গেলে সার-কীটনাশক ফ্রিতে দেওয়া হবে’
Published: 12th, December 2025 GMT
গোপালগঞ্জ-১ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ বলেছেন, ‘‘জামায়াতে ইসলামী ইতোমধ্যে ঘোষণা করেছে, ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে ৫ ঘণ্টা করা হবে। একইসঙ্গে কৃষকদের সার-কীটনাশকসহ কৃষি সংশ্লিষ্ট জিনিসপত্র ফ্রিতে দেওয়া হবে।’’
শুক্রবার (১২ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর আনন্দ মিছিল শেষ এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আব্দুল হামিদ বলেন, ‘‘আপনারা এই মিছিলে যোগ দিয়ে জানিয়ে দিয়েছেন, এই দেশের মানুষ সন্ত্রাসমুক্ত; ঘুষমুক্ত একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণে জামায়াতে ইসলামীকে পছন্দ করে। জামায়াতে ইসলামীর এই সৎ নেতৃত্ব থাকলে দেশ থেকে দুর্নীতি চির বিদায় হবে। একটি সুখী, সুন্দর সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা কায়েম হবে।’’
ঢাকা/বাদল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মেসির জন্য প্রস্তুতি তুঙ্গে কলকাতায়
শুক্রবার গভীর রাতে ভারতে পা রাখতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাকে নিয়ে আয়োজনের শেষ নেই ভারতে। সল্টলেক স্টেডিয়াম থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, সব জায়গাতেই শেষ মুহূর্তের প্রস্তুতি। কলকাতা থেকে মুম্বাই, দিল্লি এবং হায়দরাবাদে যাবেন মেসি।
তবে এটি মেসির প্রথম ভারত সফর নয়। এর আগে, ২০১১ সালে প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন আর্জেন্টিনার হয়ে। কলকাতায় হয়েছিল সে ম্যাচটি। তবে এবার ভারতে আসছেন মেসি একক সফরে। যদিও মুম্বাইতে তার সঙ্গে যোগ দেবেন মেসির ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ ও বিশ্বকাপ জয়ী রদ্রিগো ডি পল ।
সময়ের নিরিখে কলকাতায় সবচেয়ে কম সময় থাকবেন মেসি। তবে এখানে অনুষ্ঠানে থাকছে নানা বৈচিত্র্য। ইতিধ্যেই মেসির থিমসং সামনে এসেছে। অরিন্দম চট্টোপাধ্যায়ের সুরে সেই গানের ভিডিওতে মেসিকে ঘিরে কলকাতা ফুটবলের নানা উন্মাদনা তুলে ধরা হয়েছে। মেসির নাম লেখা নানা ধরণের টি-শার্টও বাজারে এসেছে।
দক্ষিণ আমেরিকার সংস্কৃতির ট্যাঙ্গো নাচের সঙ্গে মেলানো হয়েছে রবীন্দ্রসঙ্গীত। টলিউডের শিল্পীরা মেসির সামনে এই পারফরম্যান্স করবেন। মাঠে খুদে ফুটবলারদের সঙ্গে একটি কোচিং ক্লিনিকে অংশ নেবেন মেসি। পরে দেখবেন মোহনবাগান ও ডায়মন্ডহারবারের ম্যাচ। যা খবর, মাঠে নেমে দু-একটা পেনাল্টি কিকও নিতে পারেন কিংবদন্তী।
টিকিট বিক্রি বেশ ভালো হয়েছে বলে দাবি আয়োজকদের। বেশ কিছু কর্পোরেটকে বড় সংখ্যার টিকিট দেওয়া হয়েছে। মাঠ ভরে যাবে বলেই আশা করা হচ্ছে। কলকাতা ছাড়ার আগে শ্রীভূমিতে নিজের মূর্তি উদ্বোধন করবেন মেসি। যেখানে দিয়েগো ম্যারাডোনার মূর্তিও আছে। ২১ মিটার (৭০ম ফুট) উচ্চতার সেই ভাস্কর্য নিয়ে ভারতজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।
কলকাতায় লোহার নির্মিত ভাস্কর্যটিতে মেসিকে বিশ্বকাপ উঁচিয়ে রাখা অবস্থায় দেখা যাবে। নিরাপত্তাজনিত কারণে তিনি সরাসরি উপস্থিত না থেকে ভার্চুয়ারি উন্মোচন করবেন ভাস্কর্যটি।
ভারতে তিন দিনের সফরে ভ্রমণ করবেন চারটি শহরে। সূচিতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎও। এই সফরে বলিউড তারকা শাহরুখ খান ও ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গেও দেখা করবেন তিনি।
ভাস্কর্যের প্রধান শিল্পী মন্টি পল বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ৪০ দিনের মধ্যেই ভাস্কর্যটির কাজ শেষ করা হয়েছে। ‘মেসির মূর্তি তৈরি করা আমার জন্য গর্বের বিষয়। এটি আমার তৈরি সবচেয়ে উঁচু ভাস্কর্য।’
কলকাতায় একটি ছোট প্রীতি ম্যাচ খেলার পর মেসি যাবেন হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতে। হায়দরাবাদে তার সম্মানে আয়োজিত কনসার্টে অংশ নেওয়ার পাশাপাশি আরেকটি প্রীতি ম্যাচও খেলবেন তিনি।
প্রায় প্রত্যেক শহরে মেসি দর্শনের টিকিট ধরা হয়েছে সাড়ে চার হাজার রুপি, শুধু মুম্বাইয়ে টিকিটের দাম চড়া- ৮২৫০ রুপি।
ভারত সফরে মেসির ব্যস্ত সূচি (বাংলাদেশ সময়)
১৩ ডিসেম্বর, কলকাতা
রাত ২টা: কলকাতায় পা রাখবেন মেসি।
সকাল ১০-১১টা: বিশেষ অতিথিদের সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়।
সকাল ১১-১১.৪৫ মি.: মেসির ভাস্কর্যের ভার্চুয়াল উদ্বোধন।
সকাল ১১.৪৫-১১.৫৫: যুব ভারতী স্টেডিয়ামে আগমন।
বেলা ১২টা: যুব ভারতীতে শাহরুখ খানের আগমন।
বেলা ১২.৩০ মি.: স্টেডিয়ামে মুখমন্ত্রী মমতা ব্যানার্জি ও সৌরভ গাঙ্গুলির আগমন।
বেলা ১২.৩০-১টা: প্রীতি ম্যাচ ও অন্য অনুষ্ঠান।
বেলা ২টা: হায়দারাবাদের উদ্দেশ্যে যাত্রা।
১৩ ডিসেম্বর, হায়দারাবাদ
সন্ধ্যা ৭.৩০ মি.: মেসি ও তেলেঙ্গানার মুখ্যমন্তী রেভান্ত রেড্ডিকে নিয়ে রাজিব গান্ধি স্টেডিয়ামে সেভেন ভার্সেস সেভেন ম্যাচ। সন্ধ্যায় মেসির সম্মানে গানের কনসার্ট।
১৪ ডিসেম্বর, মুম্বাই
বিকেল ৪টা: ভারতের ক্রিকেট ক্লাবের প্যাডেল কাপে অংশগ্রহণ।
বিকেল ৪.৩০ মি.: সেলিব্রেটি ফুটবল ম্যাচ।
বিকেল ৫.৩০ মি.: চ্যারিটি ফ্যাশন শোয়ের আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠান।
১৫ ডিসেম্বর, নয়া দিল্লি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ
বেলা ২টা: অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠান, মিনার্ভা অ্যাকাডেমি খেলোয়াড়দের পুরস্কার প্রদান।
সন্ধ্যা ৭টা: মেসির বিদায়।
ঢাকা/সুচরিতা/শাহেদ