টাঙ্গাইলের সখিপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোমিন মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যুর অভিযোগ

বাড়িতে থাকা টাকা হাতিয়ে নিতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা: পুলিশ

এর আগে, গত রাতে ঘাটাইলের সাপমারা লক্ষ্মীন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মেজর কাওসার বাঁধন জানান, গত ১৭ নভেম্বর মোমিন মিয়া স্কুলছাত্রীকে প্রথমে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে কিশোরীর শরীরে তরল জাতীয় কিছু ছিটিয়ে অসুস্থ করে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটির নানী বাদী হয়ে ২০ নভেম্বর সখিপুর থানায় মামলা করেছেন। গ্রেপ্তার মোমিনকে সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/কাওছার/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মনোনীত প্রার্থী নিষ্ক্রিয়, তার বদলে নিজে মনোনয়ন দাবি করলেন বিএনপ

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে এমপিপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। কিন্তু তার বিরুদ্ধে প্রচার-প্রচারণায় নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন আরেক মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা। একইসঙ্গে বয়সের কারণে ওসমান ফারুক শারীরিক ও মানসিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারছেন না বা অক্ষম হয়ে পড়েছেন বলেও দাবি করেন তিনি। এ অবস্থায় জাহাঙ্গীর মোল্লা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের পরাজয় ঠেকাতে তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। 

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় কিশোরগঞ্জ জেলা শহরের একটি হোটেলের সম্মেলনে কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি করেন তিনি।

এ সময় জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, ‘‘এক এগারোর কালো অধ্যায়ের সময় ড. এম ওসমান ফারুকের বিতর্কিত ভূমিকা নেতাকর্মীদের হতাশ করেছিল। এ কারণে পরের নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। পরে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে প্রবাসজীবনে নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। দলের কঠিন সময়েও তিনি দলের কোনো পর্যায়ে ভূমিকা রাখেননি। সম্প্রতি মনোয়ন পাওয়ার পর তিনি মাত্র ছয়দিন এলাকায় ছিলেন। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি কোথাও যেতে পারেন না। নেতাকর্মীদের চিনতে পর্যন্ত পারেন না। এভাবে চলতে থাকলে এ আসনে বিএনপি নিশ্চিত পরাজয়ের মুখে পড়বে। কাজেই এ মনোনয়ন পরিবর্তন করতে হবে। তার পরিবর্ততে আমাকে মনোয়ন দেওয়া হলে আমি নিশ্চিত এ আসনে বিএনপি জয়ী হবে।’’

সংবাদ সম্মেলন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউজ্জামান, জেলা যুবদল নেতা রুহুল আমিন খসরু, বিএনপি নেতা শাহ হেদায়েত উল্লাহ, তাজুল ইসলাম, আজিজুর রহমান, ইসমাইল সিরাজী প্রমুখ। 

ঢাকা/রুমন//

সম্পর্কিত নিবন্ধ