ওসমান হাদির ওপর হামলার নিন্দা জানিয়েছেন তারেক রহমান
Published: 12th, December 2025 GMT
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। এ হামলার তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর আনুমানিক ২টা ২৫ মিনিটে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনি প্রচারকালে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
ওসমান হাদির ওপর হামলার নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই। কোনও সময়ই না। আমাদের মতাদর্শ যাই হোক, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, দুপুর ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসেন। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।
ঢাকা/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ওসম ন হ দ
এছাড়াও পড়ুন:
ভারতের ‘র’ আমার ভাইকে বাঁচতে দেবে না: ওসমান হাদির বোন
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেছেন হাদির বোন মাহফুজা।
তিনি বলেছেন, ‘‘ভারতের ‘র’ আমার ভাইকে বাঁচতে দেবে না। আমার ভাইয়ের ওপর যারা গুলি করেছে তাদের বিচার চাই।’’
আরো পড়ুন:
গজারিয়ায় জনতার হাতে আটক ৩, অস্ত্র-গুলি উদ্ধার
ঢামেক হাসপাতালে নিরাপত্তা জোরদার
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে হাদির গুলিবিদ্ধের খবর জানতে পেরে ঝালকাঠির নলছিটি থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে যাওয়ার হওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এদিকে, হাদির ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠি-বরিশাল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাকর্মীরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে বিকেল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে এবং জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
অবরোধকারীরা জানান, হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় হামলার ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করেন তারা।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠি জেলা সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না বলেন, ‘‘হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আগামীকাল বিকেল ৪টায় ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় সড়ক অবরোধ করা হবে।’’
ঢাকা/অলোক/রাজীব